ধর্মনিরপেক্ষতা নিয়ে হামেশাই স্লোগান তোলেন অভিনেত্রী। অথচ সেই তিনিই কিনা মুসলিম প্রেমিককে বিয়ের সিদ্ধান্ত নিতে দোলাচলে ছিলেন। জানালেন অভিনেত্রী স্বরা ভাস্কর। কিন্তু কেন? আসুন, শুনে নেওয়া যাক।
বিনোদুনিয়ার বাইরেও প্রতিবাদী বলেই পরিচিত স্বরা ভাস্কর। বিজেপি সরকারের নানা কাজের প্রতিবাদেই নানা সময়ে তাঁকে সরব হতে দেখা গিয়েছে। বাম রাজনীতির কথাবার্তা বলে অনেকসময়ই হিন্দুত্ববাদীদের বিরাগভাজনও হয়েছেন। বিজেপির হিন্দুত্ব-ঘেঁষা রাজনীতির উলটোদিকে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতার পক্ষ নিয়েছেন বারবার। তবে এহেন স্বরাও কিন্তু নিজের জীবনে সংকটে পড়েছিলেন সেই ধর্ম নিয়েই। প্রেমিক ফাহাদ আহমেদ ধর্মে মুসলিম, তাঁকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে গিয়ে রীতিমতো দোলাচলে ভুগেছিলেন স্বরা।
সমাজবাদী পার্টির সাংসদ ফাহাদকে ২০২৩ সালে বিয়ে করেন বলি অভিনেত্রী স্বরা। তার আগে চলেছিল প্রেমপর্ব। কিন্তু দুজনের জগৎ তো একেবারেই আলাদা, উপরন্তু ধর্ম নিয়েও একরকমের সমস্যা এই প্রেমের মাঝে মাথা তুলেছিল। স্বরা বলছেন, তাঁর পরিবার এবং বন্ধুরা এই সম্পর্ককে কীভাবে দেখবে, তা নিয়ে অস্বস্তিতে পড়েছিলেন তিনি। এমনকি তাঁর ভয় ছিল, ফাহাদকে বিয়ে করলে হয়তো সিনেদুনিয়ার আর কোনও পার্টিতে আমন্ত্রণ মিলবে না তাঁর। সত্যি বলতে, ইদানীংকালে ভিনধর্মে বিয়ে মানেই লাভ জিহাদ- এমনই এক ন্যারেটিভ বিজেপি শিবিরের তরফে ছড়িয়ে পড়েছে। সেখানে মুসলিম কোনও যুবকের সঙ্গে ঘর বাঁধলে কী সমস্যা আসতে পারে, তা নিয়ে চিন্তায় পড়েছিলেন প্রতিবাদী নায়িকাও।
বিজেপির আমলে মুসলিমদের প্রতি বিদ্বেষ যে ক্রমশ ছড়িয়ে পড়ছে দেশজুড়ে, সে কথা অনেকেই বলে থাকেন। ব্যক্তিগত জীবনে স্বরাও কিন্তু সে অভিযোগে সরব হয়েছেন। ধর্মনিরপেক্ষতার হয়ে বারেবারে স্লোগান দিয়েছেন। সাম্প্রতিক কালেও উমর খালিদ, শার্জিল ইমামদের হয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন যে, তিনিও তো একইসঙ্গে প্রতিবাদে শামিল হয়েছিলেন, কেবল হিন্দু বলেই কি তাঁকে গ্রেপ্তার করা হয়নি আর উমর-শার্জিলদের এখনও বন্দিদশা কাটাতে হচ্ছে? অথচ এহেন স্বরাও কথা আর কাজের মধ্যে মিল রাখতে দ্বিধায় পড়েছিলেন। সে কথা স্বীকার করেছেন তিনি নিজেই। বলেছেন, এসব নিয়ে সচেতনভাবে মাথাই ঘামান না তিনি। এমনকি সিনে পার্টিতেও কে তাঁকে ডাকল বা ডাকল না, তা নিয়েও তাঁর বিশেষ কিছু যায় আসে না। তবুও মানুষের মনে কখন যে কীভাবে দ্বন্দ্ব এসে হাজির হয়, তা বলা মুশকিল। যদিও শেষমেশ যাবতীয় দ্বিধা কাটিয়ে উঠে ভালোবাসারই পক্ষ নিয়েছেন স্বরা।