‘বিনা চিকিৎসা’য় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য, ২ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। ডাক্তারদের ধরনায় বাম-অতিবাম হামলার আশঙ্কা কুণালের। আর জি করে ধর্ষণ-খুনের জট খুলতে সঞ্জয়ের নারকো টেস্টের আর্জি সিবিআই-এর। পরীক্ষায় নারাজ ধৃত, আবেদন খারিজ শিয়ালদহ আদালতের। সিবিআইকে বিঁধে কেজরিকে জামিন সুপ্রিম কোর্টের। তবে বহাল একগুচ্ছ নিষেধাজ্ঞা। অতিসক্রিয়তা নিয়ে ‘খাঁচাবন্দি তোতা’ কটাক্ষ কেন্দ্রীয় সংস্থাকে।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার সুবিচারের দাবিতে এক মাসের বেশি সময় ধরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে রাজ্যের বিভিন্ন হাসপাতালে। অভিযোগ, এই কর্মবিরতির বলি হচ্ছেন সাধারণ মানুষ। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত বিনা চিকিৎসায় রাজ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। এবার সেই মৃতদের পরিবারগুলিকে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সোশাল মিডিয়া পোস্টে তাঁর ঘোষণা, ২ লক্ষ টাকা করে অর্থ তুলে দেওয়া হবে পরিবারগুলির হাতে।
এদিকে কর্মবিরতির পাশাপাশি স্বাস্থ্যভবনের সামনে জারি জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ। সেখানেই চিকিৎসকদের উপর হামলার চক্রান্ত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, রাজ্য সরকার ও তৃণমূলকে বেকায়দায় ফেলতে এই চক্রান্ত করা হচ্ছে। এই অবস্থায় ধরনাস্থলে বহিরাগতদের প্রবেশ বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনকে আর্জি জানালেন কুণাল ঘোষ।
2. আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা ঘিরে এখনও ধন্দে সিবিআই। ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ফের রিপোর্ট দাখিলের আগে ধৃত সঞ্জয় রাইয়ের নারকো অ্যানালিসিসের অনুমতি চেয়ে শিয়ালদহ কোর্টে আবেদন জানিয়েছিল সংস্থা। কিন্তু ধৃতের আপত্তির জেরে সেই আর্জি নাকচ করে দিলেন বিচারক।
তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় সঞ্জয় রায় কি একাই অভিযুক্ত, না কি এই ঘটনার পিছনে রয়েছে আরও অনেকে- এই প্রশ্নের নিশ্চিত উত্তর মেলেনি এখনও। এমনকী, প্রেসিডেন্সি জেলের ভিতর ধৃতের পলিগ্রাফ পরীক্ষার পরও তদন্তকারীরা বহু প্রশ্নের উত্তর পাননি। সেই কারণেই নারকো টেস্টের আর্জি জানিয়েছিল সিবিআই। এই পরীক্ষায় সোডিয়াম পেনটোথাল ইঞ্জেকশন দেওয়া হয় সন্দেহভাজনকে, এর ফলে অর্ধচেতন অবস্থায় অভিযুক্ত প্রশ্নের উত্তর দেয়। সিবিআইয়ের দাবি, এর আগে এই পরীক্ষার বিষয়ে আপত্তি জানায়নি ধৃত। তবে এদিন ভরা এজলাসে সে পরীক্ষায় আপত্তি জানাতেই সিবিআই-এর আর্জি খারিজ করে দিল আদালত। শোনা যাচ্ছে, নারকো অ্যানালিসিস না করা গেলে ধৃতের ব্রেন ম্যাপিং করানোর জন্য ফের আবেদন জানাতে পারে সিবিআই।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।