মায়ের গায়ের উপর উঠে পড়েছে অটো। মাটিতে পড়ে গিয়েছেন মা। দুহাতে অটোরিকশাটি তুলে ধরে মাকে বাঁচাল ১৩ বছরের কিশোরী। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
কথায় কথায় বলা হয়, মেয়েরা অবলা। প্রকৃতিই নাকি তাদের দুর্বল করে গড়েছেন, আর সেই কারণেই পুরুষ ছাড়া তাদের রক্ষা করবে কে! কিন্তু কথা হচ্ছে, শারীরিক বল নারী-পুরুষ যে কারোরই কম থাকতে পারে। আবার অনেক মেয়েও যে শারীরিকভাবে রীতিমতো সক্ষম, শক্তিশালী, এ কথাও তো সত্যি। উপরন্তু, যাকে আপাতভাবে বিপুল শক্তিশালী বলে মনে হয় না, আত্মরক্ষা বা প্রিয়জনকে রক্ষার তাগিদে সেও কিন্তু রুখে দাঁড়াতে পারে। সে কথারই প্রমাণ দিচ্ছে এই সাম্প্রতিক ঘটনাটি। যেখানে একটি অটোরিকশাকে দুহাতে তুলে ধরে মাকে বাঁচিয়েছে বছর তেরো বয়সের এক কিশোরী।
কী ঘটেছে ঠিক? তাহলে খুলেই বলা যাক।
আরও শুনুন:
যৌনতার বিনিময়েই মিলবে স্থায়ী নিয়োগ, অতিথি শিক্ষককে প্রস্তাব স্কুলের প্রিন্সিপালের
ঘটনাটি ঘটেছে কর্নাটকে। জানা গিয়েছে, চেতনা নামের ওই মহিলা রোজই রাজারত্নপুরা রোড ধরে যাতায়াত করেন। সেদিনও তেমনটাই যাচ্ছিলেন তিনি। রাস্তার আরেক পারে দাঁড়িয়ে ছিল তাঁর মেয়ে। তার কাছে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে রাস্তা পেরোচ্ছিলেন বছর চল্লিশের মহিলা। এদিকে রাস্তা ধরেই দ্রুতবেগে আসছিল একটি অটোরিকশা। সেটির সঙ্গে জোর ধাক্কা লাগে মহিলার। পড়ে যান তিনি। এদিকে গতি সামলাতে না পেরে অটোটিও তাঁর উপরে উঠে উলটে যায়। এই দুর্ঘটনা সামনে থেকে দেখে মহিলার বছর তেরো বয়সের মেয়েটি। এমন দৃশ্যের সামনে কোনও কিশোরীর ভেঙে পড়া অস্বাভাবিক নয়। কিন্তু এই মেয়েটি দ্রুত ছুটে আসে সেখানে। ভিডিওতে দেখা যাচ্ছে, তার পিঠে রয়েছে একটি স্কুলব্যাগ। আগুপিছু না ভেবেই দুহাতে অটোটি ধরে ফের সোজা করে ফেলে সে।
জানা গিয়েছে, সেন্ট মেরি’জ সেন্ট্রাল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ওই কিশোরীর নাম বৈভবী। তার এই আশ্চর্য সাহসিকতার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যেখানে কিশোরীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তবে কিশোরীকে প্রশংসা করে খোদ কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলছেন, যেখানে একটি ছোট মেয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজ করছে, সেখানে বাকিরা দুর্ঘটনার ছবি তুলছেন বা ভিডিও করছেন, এ ঘটনা বেশ অস্বস্তির। তাই ওই মেয়েটির কাজ আসলে গোটা সমাজের কাছেই বার্তা দিয়েছে, সে বার্তা মানবিকতার। আর সেই বার্তা মনে রাখা আমাদের সকলের জন্যই জরুরি।
ದಕ್ಷಿಣ ಕನ್ನಡ ಜಿಲ್ಲೆಯ ಕಿನ್ನಿಗೋಳಿ ಸಮೀಪ ರಸ್ತೆ ದಾಟುತ್ತಿದ್ದ ಮಹಿಳೆಯೊಬ್ಬರಿಗೆ ವೇಗವಾಗಿ ಬಂದ ಆಟೋವೊಂದು ಡಿಕ್ಕಿ ಹೊಡೆದಿದೆ, ಅಲ್ಲೆ ಪಕ್ಕದಲ್ಲಿ ನಡೆದುಕೊಂಡು ಹೋಗುತ್ತಿದ್ದ ಪುಟ್ಟ ಬಾಲಕಿಯೊಬ್ಬಳು ಯಾರ ಸಹಾಯಕ್ಕೂ ಕಾಯದೆ, ತಕ್ಷಣ ಕಾರ್ಯಪ್ರವೃತ್ತಳಾಗಿ ಆಟೋವನ್ನು ಎತ್ತಿ ಮಹಿಳೆಯ ಪ್ರಾಣ ಉಳಿಸುವಲ್ಲಿ ಯಶಸ್ವಿಯಾಗಿದ್ದಾಳೆ. ಬಾಲಕಿಯ… pic.twitter.com/bo6tDWJPJb
— Siddaramaiah (@siddaramaiah) September 9, 2024