আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ সুপ্রিম বিচারপতির। প্রশ্নের মুখে চিকিৎসকদের কর্মবিরতি। উৎসবে ফিরে আসুন। রাজ্যবাসীর উদ্দেশে বার্তা মুখ্যমন্ত্রীর। ‘রাত দখল’ নিয়েও অসন্তুষ্ট মমতা। ভারতে মাঙ্কিপক্সের হানা। বিদেশ ফেরত যুবকের শরীরে মিলল সংক্রমণের হদিশ। কেন্দ্রের তরফে সব রাজ্যের জন্য জারি নয়া নির্দেশিকা। হরিয়ানা নির্বাচনে জোট জটের সম্ভাবনা। ভারতে আসছেন জেলেনস্কি।
হেডলাইন:
আরও শুনুন: 8 সেপ্টেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, রাজনীতি থেকে বিদায় জহর সরকারের
আরও শুনুন: 7 সেপ্টেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- মাটিগাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ-খুন, দোষীকে ফাঁসির সাজা আদালতের
বিস্তারিত খবর:
1. আর জি কর ইস্যুতে দ্বিতীয় দফার সুপ্রিম শুনানিতে আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিলেন বিচারপতি। সোমবার শীর্ষ আদালত সাফ জানিয়েছে, মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে হবে চিকিৎসকদের। নির্ধারিত সময়সীমার মধ্যে যদি তাঁরা কাজে না ফেরেন, তাহলে চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে রাজ্য। সুপ্রিম নির্দেশের পর জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিবও। তবে সুপ্রিম নির্দেশে খুশি নন আন্দোলনকারীরা। জানা গিয়েছে, রাজ্যের ২৮টি মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা বৈঠকে বসবেন। সর্বসম্মতিক্রমে ঠিক হবে পরবর্তী কর্মসূচি। সিদ্ধান্ত নেওয়া হবে তাঁরা কাজে ফিরবেন কি না।
এদিন সুপ্রিম কোর্টে আন্দোলনকারীদের আইনজীবী বলেন, শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলা হাসপাতালেও জুনিয়র ডাক্তাররা হুমকির মুখে পড়ছেন। পর্যাপ্ত নিরাপত্তা না হলে তাঁরা কাজ করতে পারছেন না। কর্মবিরতি প্রসঙ্গে তিনি বলেন, সিনিয়র ডাক্তাররা কাজ করছেন। ফলে পরিষেবা ব্যাহত হয়নি। পালটা রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের যুক্তি, কর্মবিরতির জেরে ২৩ জন রোগী প্রাণ হারিয়েছেন। প্রায় ৬ লক্ষ রোগী বিপদে। পরিস্থিতি ভয়াবহ। দুপক্ষের সওয়াল জবাব শেষে চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দেয় আদালত। তবে বিচারপতি এও জানিয়েছেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যকে। জানা গিয়েছে, আগামী সোমবার তদন্তের অগ্রগতি নিয়ে ফের রিপোর্ট দেবে সিবিআই। মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি।
2. আর জি কর ইস্যুকে সামনে রেখে পুজো বয়কটের ডাক। কোথাও কোথাও সরকারি অনুদান বয়কটের প্রবণতা। এই আবহে জনতার উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, “পুজোয় ফিরে আসুন। উৎসবে ফিরে আসুন।” দুর্গাপুজোয় কোনও কুৎসা-অপপ্রচারের-ষড়যন্ত্র বরদাস্ত নয়, সাফ জানিয়েছেন মমতা।
আর জি কর বিক্ষোভ দুর্গাপুজোকে প্রভাবিত করতে পারে, সেটাই অনুমান করছেন মুখ্যমন্ত্রী। তাই জনতাকে উৎসবে ফিরতে বলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, একটা অংশ চাইছে পুজোর অর্থনীতিকে ধ্বংস করে দিতে। তাতে বিভ্রান্ত হওয়া যাবে না। তাঁর দাবি, পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই দায়িত্ব সবাইকে নিতে হবে। অন্যদিকে যারা প্রতিবাদ জানিয়ে পুজোর অনুদান ফিরিয়ে দিচ্ছেন তাঁদের উদ্দেশেও কড়া বার্তা দিয়েছেন মমতা। সাফ জানিয়েছেন, ‘অনুদান না নিলে ছেড়ে দিন, অন্যদের দেব’। একইসঙ্গে সিবিআইয়ের কাছে তাঁর অনুরোধ, বিভ্রান্ত না করে মূল মামলার তদন্ত দ্রুত শেষ করুক তারা। মূল মামলার তদন্তের গতি বাড়িয়ে দ্রুত অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করুক, এমনই আর্জি মুখ্যমন্ত্রীর। পাশাপাশি ‘রাত দখল’ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আন্দোলনের নাম না করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, “প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থাকেন, অনেক মানুষের সমস্যা হয়।” এ প্রসঙ্গে তিনি বয়স্কদের অসুবিধা হচ্ছে বলেও দাবি করেন। একইসঙ্গে বিদেশে আর জি কর ইস্যুতে যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে, তারও কড়া নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।