মাটিগাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ-খুনের দোষীকে ফাঁসির সাজা শোনাল আদালত। আর জি কর কাণ্ডে সুবিচারের দাবি। বিক্ষোভের ঝাঁজ বাড়াতে নয়া কর্মসূচি ঘোষণা আন্দোলনকারী চিকিৎসকদের। সন্দীপ ঘোষকে শোকজ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।সাসপেন্ড বিরূপাক্ষ-অভীক ও মুস্তাফিজুর।টুইটযুদ্ধে দেব-কুণাল। কার্গিল যুদ্ধে হামলা চালিয়েছিল পাকিস্তানি সেনাই। ২৫ বছর পর স্বীকার করল ইসলামাবাদ।
হেডলাইন:
বিস্তারিত খবর:
১। মাটিগাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ-খুনের মামলার নিষ্পত্তি। শনিবার দোষীকে ফাঁসির সাজা শোনালেন শিলিগুড়ি মহকুমা আদালতের বিচারক। ২০২৩ সালের ২১ আগস্ট মাটিগাড়ার খাপরাইল এলাকায় ঘটে নারকীয় ঘটনা। ফাঁকা জমির ভিতর একটি পরিত্যক্ত ঘরে একাদশ শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল মহম্মদ আব্বাস। ধর্ষণের সময় নির্মম শারীরিক অত্যাচারের জেরে মৃত্যু হয় নাবালিকার। পরিচয় গোপন করতে ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় নির্যাতিতার মুখ। ঘটনায় তোলপাড় পড়ে যায় সর্বত্র। যাবতীয় সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে গত বুধবার মহম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার তার সাজা ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে যায়। কিন্তু শনিবারই শিলিগুড়ি মহকুমা আদালতের এসিজেএম (পকসো) অনিতা মেহেত্রা মাথুর, দোষী মহম্মদ আব্বাসের মৃত্যুদণ্ড ঘোষণা করলেন। এদিকে, জলপাইগুড়িতে এক নাবালিকাকে ধর্ষণ ও গর্ভপাত করানোর চেষ্টায় এক সেনা জওয়ানকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সঙ্গে এক লক্ষ জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে। নির্যাতিতা নাবালিকাকে ৩ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে বিশেষ পকসো আদালত। আর জি কর আবহে এই শাস্তি দৃষ্টান্তমূলক বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
২। আর জি কর কাণ্ডে সুবিচারের দাবিতে পথে নেমে জারি আন্দোলন। কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এবার নয়া কর্মসূচির কথা ঘোষণা করলেন তাঁরা। জানা গিয়েছে, রবিবার বিকেলে ৫টায় মানবন্ধন করবেন আন্দোলনকারী চিকিৎসকরা। জাতীয় সঙ্গীতের সুরে সুরে সুবিচারের দাবি জানাবেন তাঁরা। মধ্যরাতে ফের সকলকে পথে নামার আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এদিকে, সোমবার সুপ্রিম কোর্টে আর জি করের তরুণী চিকিৎসক হত্যা মামলার শুনানি। ওইদিন সকাল ১০টা থেকে আধঘণ্টা কর্মবিরতির ডাক দিয়ে সকলকে পথে নামার আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ওইদিনই ‘জনতার মতামত, রাজপথে আদালত’ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। ‘অভয়া ক্লিনিকে’র আশেপাশের কোনও এলাকায় কর্মসূচির আয়োজন করা হবে। সেদিন সাধারণ মানুষ এই হত্যাকাণ্ড সম্পর্কিত নিজস্ব মতামত জানাতে পারবেন। এর পর রাত ৯টায় হবে শান্তিপূর্ণ প্রতিবাদ। সমাজের সকল স্তরের মানুষকে পথে পথে নেমে মিছিল করার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। সুপ্রিম কোর্টের শুনানিতে কী হয়, তার উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ স্থির করবেন বলেই জানিয়েছেন আন্দোলনকারীরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।