আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল সিবিআই। টানা ১৫ দিন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার। আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার সন্দীপ। লালবাজারের কাছে জুনিয়র চিকিৎসকদের ধর্না। সিপি না আসা পর্যন্ত চলবে অবস্থান, দাবিতে অনড় আন্দোলনকারীরা। সায়ন লাহিড়ির মামলায় ধাক্কা রাজ্যের। খারিজ হয়ে গেল জামিনের বিরোধিতায় রাজ্যের মামলা। নারীসুরক্ষায় রাজ্যের প্রস্তাবিত বিলের নামকরণ বিধানসভায়। প্যারালিম্পিক ব্যাডমিন্টনে সোনা জয় নীতেশের।
হেডলাইন:
আরও শুনুন: 30 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- প্যারালিম্পিকে ৩ পদক শুটিংয়ে, পদক স্প্রিন্টেও, সোনা জয় অবনীর
বিস্তারিত খবর:
1. আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অ্যান্টি করাপশন ব্রাঞ্চ গ্রেপ্তার করে তাঁকে। তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করছিল সিবিআই। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগেরও তদন্তভার গিয়েছিল সিবিআই-এর হাতে। টানা ১৫ দিন চলছিল জিজ্ঞাসাবাদ। অবশেষে সোমবার তাঁকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সকাল থেকে সিজিও কমপ্লেক্সে চলে জিজ্ঞাসাবাদ। তাতে তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি তদন্তকারীরা পেয়েছিলেন বলেই সূত্রের খবর। এরপর সন্ধেয় তাঁকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। তারপরই আসে গ্রেপ্তারির খবর।
2. পূর্বনির্ধারিত সূচি মেনে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান। সোমবার গোলাপ ফুল ও প্রতীকী শিরদাঁড়া হাতে রাজপথে নামেন আন্দোলনকারীরা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে মিছিল করে লালবাজারের উদ্দেশে এগিয়ে যান তাঁরা। তবে ডাক্তারদের রুখতে এদিন লোহার ব্যারিকেডে ঘিরে ফেলা হয় কলকাতা পুলিশের সদরদপ্তর। ফিয়ার্স লেন, বউবাজার-সহ সহ বেশ কয়েকটি পয়েন্টে ৯ ফুট উচ্চতার লোহার ব্যারিকেড করে দেওয়া হয়। এদিন জুনিয়র চিকিৎসকদের মিছিলে শামিল হন কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল। প্রথম থেকেই স্লোগানে স্লোগানে বিচারের দাবিতে সরব ছিলেন জুনিয়র চিকিৎসকরা। বি বি গাঙ্গুলি স্ট্রিটে প্রতীকী শিরদাঁড়া পুড়িয়ে অভিনব প্রতিবাদ দেখান তাঁরা। এরপর ফিয়ার্স লেনে ডাক্তারদের মিছিল আটকে দেয় পুলিশ। বাধার মুখে রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। পুলিশকে ১০ মিনিট সময়সীমা বেঁধে দিন জুনিয়র চিকিৎসকরা। সিপি না আসা পর্যন্ত চলবে অবস্থান, সাফ জানিয়ে দেন চিকিৎসকরা। এভাবেই কয়েক ঘণ্টা পেরোলে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন ACP। তবে রফাসূত্র না মেলায় ঘটনাস্থল ছাড়েন তিনি। এর মধ্যেই আসে সন্দীপ ঘোষের গ্রেপ্তারির খবর। তাতে উচ্ছ্বাস প্রকাশ করেন আন্দোলনকারীরা। তবে, লালবাজারের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবিতে তাঁদের আন্দোলন কর্মসূচি চলবে বলেই জানিয়েছেন তাঁরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।