শহরজুড়ে নাগরিকদের মহামিছিল। পা মেলালেন স্বস্তিকা-সৃজিতরা। CBI তদন্তে খুশি অপর্ণা সেন। আর জি কর কাণ্ডে বেফাঁস মন্তব্যের জের। বিতর্কের মাঝে ক্ষমা চাইলনে সাংসদ কাকলি। সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দুশেখরের। বিচারের দাবিতে ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা। সোমে লক্ষ্য লালবাজার, বুধে মানববন্ধনের ডাক। আত্মসমালোচনার সুর কুণালের পোস্টে। গুজরাটে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসনা।
হেডলাইন:
আরও শুনুন: 30 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- প্যারালিম্পিকে ৩ পদক শুটিংয়ে, পদক স্প্রিন্টেও, সোনা জয় অবনীর
বিস্তারিত খবর:
1. আর জি কর কাণ্ডের প্রতিবাদে শহরজুড়ে নাগরিকদের মহামিছিল। রবিবার কলেজ স্কোয়ারে শুরু হয়ে ধর্মতলায় পৌঁছয় মিছিল। পা মেলান হাজার হাজার সাধারণ মানুষ। শামিল হন টলিউডের কলাকুশলীরাও। শিল্পী নয়, সাধারণ নাগরিক হিসেবেই মিছিলে যোগ দিয়েছিলেন স্বস্তিকা, সৃজিত, সুদীপ্তা সহ আরও অনেকে। নাগরিক মিছিল থেকে মুখ্যমন্ত্রীর কাছে এই ঘটনার বিহিত করার আর্জি জানান স্বস্তিকা। অভিনেত্রীর মন্তব্য, “আমি চাইব, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী প্রকৃত অর্থেই একটা বিহিত করুন।” একইসুর অন্যান্য সেলেবদের গলাতেও। দৃঢ়কণ্ঠে বিচারের দাবি তুলেছেন সুদীপ্তা। ঘটনার তিন সপ্তাহ পেরলেও কেন অভিযুক্ত সঞ্জয় রায়কে ছাড়া আর কোনও কিণারা খুঁজে পাচ্ছে না সিবিআই? প্রশ্ন তুলেছেন সৃজিত মুখোপাধ্যায়। অন্যদিকে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের প্রশ্ন, “কাল যদি আমার সঙ্গে এমন কোনও ঘটনা ঘটে, মা-বাবারা কত দিন লড়তে পারবেন আমার জন্য?” এদিনের মিছিলে ছিলেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেনও। এর আগে হাসপাতালে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছিলেন অপর্ণা। যদিও সেখানে প্রতিবাদ করতে নেমে কটাক্ষের মুখেই পড়তে হয় তাঁকে। নাগরিক মিছিল থেকে তাঁর বক্তব্য, “সন্দীপ ঘোষকে যেভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাতে আমি খুশি।” অর্থাৎ আর জি কর ঘটনায় সিবিআই তদন্তে তিনি খুশি বলেই জানালেন অপর্ণা সেন।
2. ফের তৃণমূল সাংসদের মন্তব্য ঘিরে বিতর্ক। কিছুদিন আগে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন,”ছাত্রীদের কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার একটা চল ছিল।” আর জি কর প্রসঙ্গে তাঁর এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সরব হয় ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি। কাকলিকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন থেকে বহিষ্কারের দাবিও ওঠে। সাংসদকে মন্তব্য প্রত্যাহারের পাশাপাশি নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানান তারা।। সমালোচনার মুখে ক্ষমা চেয়ে নেন কাকলি। নিজের মন্তব্য প্রত্যাহার করছেন বলেও জানিয়ে দেন। এদিক, আর জি কর আবহে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের। এদিন সোশাল মিডিয়া পোস্টে সুখেন্দুশেখর মনে করিয়ে দেন ফরাসি বিপ্লব ও বাস্তিল দুর্গের পতনের কথা। এইভাবে ঠিক কী বোঝাতে চাইলেন সুখেন্দুশেখর, তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। একইসঙ্গে সাংসদের এই পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।