নারীনির্যাতনের বিচার হোক দ্রুত। আর জি কর আবহে বক্তব্য মোদির। রাজ্যের চিঠিতে তথ্য চাপা দেওয়ার চেষ্টা, মমতাকে তোপ কেন্দ্রের। গোপালিকার মেয়াদ বৃদ্ধির আবেদন মানল না কেন্দ্র। নতুন মুখ্যসচিবের নাম ঘোষণা নবান্নের। উত্তরপত্রে রাজনৈতিক বা অন্য স্লোগান নয়। আর জি কর আবহে উচ্চমাধ্যমিকে নয়া নিয়ম সংসদের। অন্যথায় বাতিল হতে পারে পরীক্ষা। ডুরান্ড কাপের ফাইনালে স্বপ্নভঙ্গ মোহনবাগানের। টাইব্রেকারে হেরে মাঠ ছাড়লেন পেত্রাতোসরা। প্রথমবার ডুরান্ড জিতল নর্থ ইস্ট ইউনাইটেড।
হেডলাইন:
আরও শুনুন: 30 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- প্যারালিম্পিকে ৩ পদক শুটিংয়ে, পদক স্প্রিন্টেও, সোনা জয় অবনীর
আরও শুনুন: 29 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর-নির্যাতিতার পরিবারকে ৩ বার ফোন! ভাইরাল অডিও ক্লিপ ঘিরে জল্পনা
বিস্তারিত খবর:
1. আর জি কর কাণ্ডে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নারী নিরাপত্তা নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির। সুপ্রিম কোর্টের ৭৫ বছর উপলক্ষে দিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মোদির বক্তব্য, নারীর প্রতি নৃশংসতা এবং শিশুদের নিরাপত্তা সমাজের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নারীকেন্দ্রিক অপরাধগুলির দ্রুত বিচার হওয়া প্রয়োজন।
এদিকে ধর্ষণ রোধে কঠোর আইন আনার দাবিতে প্রধানমন্ত্রীকে দুটি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের প্রতিটি জায়গায় ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে ১৫ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করার কথা বলেছেন তিনি। তবে তাঁর দ্বিতীয় চিঠির ২৪ ঘণ্টার মধ্যে পালটা চিঠি দিয়ে রাজ্যকেই বিঁধল কেন্দ্র। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবীর সাফ দাবি, দেশের নারী নির্যাতন নিয়ন্ত্রণে ভারতীয় ন্যায় সংহিতায় যে বিধান রয়েছে তা যথেষ্ট কঠোর। রাজ্য সরকারকে সেই আইন কার্যকর করতে হবে। তা ছাড়া প্রয়োজনে ১১টি অতিরিক্ত ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টকে সচল করে কাজে লাগাতে পারে রাজ্য, কিন্তু তা করেনি। বরং এই বিষয়টিকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে রাজ্যের চিঠিতে, কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর। ধর্ষণে ফাঁসি হয়েছে আগেও, ফলে আলাদা করে আইন প্রণয়নের দাবিকে ‘নাটক’ বলে মুখ্যমন্ত্রীকে তোপ দেগেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও।
2. রাজ্যের আবেদনে মিলল না সাড়া। মেয়াদ বাড়ল না রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকার। তাঁর বদলে নতুন মুখ্যসচিব হলেন সেচদপ্তরের অতিরিক্ত সচিব মনোজ পন্থ। শনিবার নবান্নের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ পর্যন্ত মনোজ পন্থই মুখ্যসচিবের দায়িত্ব সামলাবেন। এদিনই তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান বিপি গোপালিকা। পূর্বতন মুখ্যসচিবের থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন পন্থ।
লোকসভা ভোটের সময়ই মেয়াদ ফুরিয়েছিল গোপালিকার। সেসময় রদবদলের টানাপোড়েন এড়াতে কেন্দ্রের তরফে মেয়াদবৃদ্ধি নিয়ে সবুজ সংকেত দেওয়া হয়। ফের মেয়াদ বাড়িয়ে আরও তিনমাস তাঁকে মুখ্যসচিব পদে রাখার আবেদন জানিয়ে দিল্লিতে আবেদন করেছিল নবান্ন। কিন্তু কেন্দ্রের তরফে অনুমোদন মেলেনি। অর্থদপ্তরের সচিব হিসেবেই আগে দায়িত্ব সামলেছেন মনোজ পন্থ। তবে শুক্রবারই নবান্নের তরফে রদবদল করে তাঁকে সরানো হয়েছিল তুলনায় কম গুরুত্বপূর্ণ সেচ দপ্তরে। শনিবার নবান্নের নয়া বিজ্ঞপ্তিতে দেখা গেল, সেচদপ্তরের অতিরিক্ত সচিব পদ থেকেই মনোজ পন্থকে সোজা মুখ্যসচিবের দায়িত্ব দেওয়া হল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।