অলিম্পিকে অধরা সোনার সাধপূরণ প্যারাঅ্যাথলিটদের। প্রথম দিনেই ৩ পদক শুটিংয়ে, সোনা জয় অবনী লেখারার। পদক এল ১০০ মিটার স্প্রিন্টেও। প্রধানমন্ত্রীকে ফের চিঠি মুখ্যমন্ত্রীর। জবাব মেলেনি প্রথম চিঠির, অভিযোগ মমতার। স্বাস্থ্যভবনের স্ক্যানারে সন্দীপের আপ্তসহায়ক। বিজেপির মহিলা মোর্চার অভিযানে ধুন্ধুমার। মুখ্যমন্ত্রিত্ব হারিয়ে বিজেপিতেই যোগ চম্পাই সোরেনের।
হেডলাইন:
আরও শুনুন: 29 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর-নির্যাতিতার পরিবারকে ৩ বার ফোন! ভাইরাল অডিও ক্লিপ ঘিরে জল্পনা
আরও শুনুন: 28 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- ধর্ষণ প্রতিরোধে কড়া আইনের পথে রাজ্য, ঘোষণা মমতার, অনুমোদন মন্ত্রিসভারও
বিস্তারিত খবর:
1. অলিম্পিকে অধরা সোনার সাধ পূরণ হল প্যারালিম্পিকে। প্যারালিম্পিক শুটিংয়ের প্রথম দিনই তিন পদক এল ভারতের ঝুলিতে। ১০ মিটার এয়ার রাইফেলের SH1 ইভেন্টে সোনা জিতলেন অবনী লেখারা। টোকিও প্যারালিম্পিকে সোনা জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রাখলেন তিনি। ওই একই ইভেন্টে ব্রোঞ্জ পেলেন ভারতের মোনা আগরওয়াল। সোনা জয়ের দৌড়ে থাকলেও কয়েকটি শটে পিছিয়ে পড়ে রুপো জিতলেন মণীশ নারওয়াল। এদিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকেও এদিন পদক এসেছে ভারতের ঝুলিতে। মহিলাদের টি-৩৫ বিভাগের ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতের প্রীতি পাল। ফাইনালে তিনি দৌড় শেষ করলেন মাত্র ১৪.২১ সেকেন্ডে। প্যারালিম্পিকের স্প্রিন্টে এই প্রথম পদক জিতল ভারত।
2. ধর্ষণ রোধে কঠোর আইন আনা হোক, দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২২ আগস্ট একই দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তিনি। তাঁর দাবি ছিল, “দেশে রোজ প্রায় ৯০টি এ ধরনের ঘটনা ঘটছে। এসব ঘটনাকে চিহ্নিত করে দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ করা দরকার। আমার প্রস্তাব, দেশের প্রতিটি জায়গায় ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট তৈরি করা হোক। তার মাধ্যমে ১৫ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করে দোষীদের শাস্তি দেওয়ার বিষয়টি ত্বরান্বিত হোক।” তবে অভিযোগ, প্রধানমন্ত্রী সেই চিঠির কোনও জবাব দেননি। নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে একটি উত্তর দেওয়া হলেও, সেটা দায়সারা। মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, ধর্ষণ রোধে বাংলার সরকারের নেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানানো হলেও সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি। তাই এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য ফের চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।