স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকেও সমাধান অধরাই। বিচারের দাবিতে আরও জোর, কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা। ছাত্রদের নবান্ন অভিযানে অশান্তির আশঙ্কা। নিরাপত্তায় কড়া প্রশাসন। মোতায়েন ২ হাজারের বেশি পুলিশ, দায়িত্বে ৯৭ উচ্চপদস্থ কর্তা।আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নথি হস্তান্তর সিটের। সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর সিবিআই-এর। শুরু গ্রেপ্তারির জল্পনা। ক্রিকেট থেকে অবসর শিখর ধাওয়ানের।
হেডলাইন:
আরও শুনুন: 23 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- ১৪ দিনের জেল হেফাজত, পলিগ্রাফ টেস্টেও সম্মতি আর জি কর কাণ্ডে ধৃতের
বিস্তারিত খবর:
1. স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকেও মিলল না রফাসূত্র। ফলে আরজি করের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ওঠার সম্ভাবনাও ক্ষীণ। বিচারের দাবিতে আরও জোর আন্দোলনকারীদের।
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার সুবিচারের দাবিতে টানা প্রায় দু সপ্তাহ ধরে কর্মবিরতিতে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। রাজ্য সরকারের পাশাপাশি হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্টের তরফে দফায় দফায় কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে। সিবিআই তদন্তের দায়িত্ব নেওয়ার পর কতটা অগ্রগতি হল, তা জেনে সিদ্ধান্ত নেবেন, জানিয়েছিলেন আন্দোলনকারীরা। কিন্তু সিবিআই দপ্তর থেকেও সদুত্তর মেলেনি। আন্দোলনকারীদের দাবি, কে খুনি, মোটিভ কী ছিল, আরও কারা ঘটনায় জড়িত– এসব প্রশ্নের উত্তর চান তাঁরা। পাশাপাশি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা-ও জানতে চান আন্দোলনকারীরা। আর এসব প্রশ্নের সদুত্তর না মেলা পর্যন্ত জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে যাবেন, আপাতত এমনটাই জানাচ্ছেন তাঁরা।
2. আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ-খুনের প্রতিবাদে উত্তাল কলকাতা। ছাত্র সমাজের ডাকে আগামী ২৭ তারিখ নবান্ন অভিযান। তবে গোয়েন্দাদের আশঙ্কা, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে এই মিছিলের আড়ালে বড়সড় অশান্তি পাকানোর ছক কষেছে বিজেপি। এদিকে অভিযানকে সমর্থন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। বামদের একাংশও মিছিলে যোগ দিতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে গোলমাল এড়াতে নবান্ন অভিযানের দিন কার্যত ‘দুর্গে’ পরিণত করা হচ্ছে নবান্ন এবং তার চারপাশের এলাকাকে।
জানা গিয়েছে, ওই দিন নবান্ন ও ওই চত্বরের নিরাপত্তার দায়িত্বে থাকছেন ২১ জন আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিসার। থাকছেন ১৩ জন এসপি ও ডিসি পদমর্যাদার অফিসার। এডিসিপি বা এসিপি পদমর্যাদার অফিসার থাকছেন ১৫ জন। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ২২ জন এসি/ ডেপুটি এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকও। এছাড়া ২৬ জন ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার-সহ দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হবে। শনিবার থেকেই নবান্নের আশপাশের এলাকা পরিদর্শন করতে শুরু করেছেন উচ্চপদস্থ কর্তারা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।