আর জি করে কাণ্ডের প্রতিবাদে রণক্ষেত্র যুবভারতী চত্বর। ফুটবল্প্রেমীদের মিছিলে লাঠিচার্জের অভিযোগ। বিক্ষোভে শামিল কল্যাণ চৌবে, শুভাশিস বসু। আর জি কর কাণ্ডের জল গড়াল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার মামলা শুনবেন প্রধান বিচারপতির বেঞ্চ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ মৃতার বাবার। এসএসকেএমে রোগীমৃত্যুর অভিযোগ। প্রতিবাদে হাসপাতালের ট্রমা কেয়ারে ভাঙচুর, তুমুল উত্তেজনা। আর জি কর কাণ্ডে বিচার চেয়ে পথে একজোট টলিউড।
হেডলাইন:
আরও শুনুন: 16 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- আর জি কর কাণ্ডে CBI-কে ডেডলাইন মমতার, আগামী সপ্তাহেই দিল্লিতে ধরনা
বিস্তারিত খবর:
1. আর জি কর কাণ্ডের প্রতিবাদে একজোট ফুটবল সমর্থকদের উপর পুলিশের লাঠিচার্জ ঘিরে উত্তলা যুবভারতী চত্বর। রবিবারের নির্ধারিত ডার্বি থেকেই আর জি করের ঘটনায় বিচার চেয়ে সরব হওয়ার পরিকল্পনা ছিল সমর্থকদের। শনিবার সেই ডার্বি বাতিল ঘোষণা করা হয়। তার পরই একজোট হয়ে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা রবিবার যুবভারতীর সামনে প্রতিবাদ কর্মসূচি নেন। এদিকে রবিবার যুবভারতী চত্বরে জারি হয় ১৬৩ ধারা। একটি অডিও রেকর্ড শুনিয়ে পুলিশ দাবি করে, মিছিলে অস্ত্র নিয়ে যাওয়া পরিকল্পনা রয়েছে সমর্থকদের। তবে, তার পরেও দানা বাঁধে জমায়েত। সেই মিছিল আটকাতেই নামে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ জোর করে কয়েকজনকে আটক করে বলে অভিযোগ। সময় যত গড়াতে থাকে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে বলেও অভিযোগ। তবে সমর্থকরাও এদিন পিছু হটেননি। সমর্থকদের কয়েকজনকে আটক করা হলে, পুলিশের প্রিজন ভ্যান ঘেরাও করেন তাঁরা। রাস্তায় বসে পড়েন সমর্থকরা। বিক্ষোভের চাপে যেকজন সমর্থককে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, তাঁদের ছাড়তে বাধ্য হয় পুলিশ। ঘটনাস্থলে হাজির হন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। পাশাপাশি এদিন সমর্থকদের আন্দোলনে শামিল হয়েছিলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। ঘটনার জেরে বাইপাস এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তিন প্রধানের সমর্থকদের দাবি, তাঁরা শান্তিপূর্ণ আন্দোলনই করছিলেন। কেন সেই মিছিলে লাঠি চালানো হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা।
2. আর জি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের। জানা গিয়েছে, আগামী মঙ্গলবার মামলা শুনবেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। এর আগে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী প্রধান বিচারপতিকে চিঠি লিখে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার আর্জি করেন। চিঠিতে, ১৪ আগস্ট মধ্যরাতে হাসপাতালে তাণ্ডবের কথাও উল্লেখ করা হয়। হামলার নেপথ্যে প্রমাণ লোপাটের আশঙ্কা রয়েছে, চিঠিতে এমনটাই দাবি করেন দুই আইনজীবী। এরপরই মামলা শোনার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। এদিকে, আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মৃত চিকিৎসকের বাবা। বললেন, “মুখ্যমন্ত্রী বিচারও চাইছেন, আবার আন্দোলন বন্ধ করতেও চাইছেন। কিছুই বুঝতে পারছি না।” সিবিআই তদন্তেও যে হতাশ এদিন সে কথাও বুঝিয়েছেন মৃতার বাবা। একইভাবে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মৃতার মা-ও। এমনিতেই আর জি কাণ্ডে কলকাতা পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। নেটদুনিয়াও এ বিষয়ে সমালোচনা করছে রীতিমতো। তবে এইসব সমালোচকদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মমতার বিরুদ্ধে তোলা আঙুল ভেঙে দেওয়ার দাবি তুলেছেন তিনি। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপির তরফে মন্ত্রীর এহেন মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।