চলতি অলিম্পিকে তীরে এসে তরী ডুবেছে একাধিক ভারতীয় অ্যাথলিটের। তবে বিনেশের ছিটকে যাওয়া মানতে পারছেন না কেউই। কুস্তিগির নিজেও এই ঘটনায় রীতিমতো ভেঙে পড়েছেন। এই আবহে নিজের জীবনের উদাহরণ দিয়ে বিনেশকে শক্ত থাকা বার্তা দিলেন জাপানের সোনাজয়ী কুস্তিগির। ঠিক কী বলছেন তিনি? আসুন শুনে নেওয়া যাক।
মাত্র ১০০ গ্রাম অতিরিক্ত ওজন! অলিম্পিক সোনার দোরগোড়ায় পৌঁছেও লড়াই থেকে ছিটকে গিয়েছেন বিনেশ ফোগত। তবে এমন ঘটনা নতুন নয়। মাত্র ৫০ গ্রাম অতিরিক্ত ওজনের জেরে টোকিও অলিম্পিকে বাদ পড়েছিলেন রেই হিগুচি। চলতি অলিম্পিকে সোনা জিতে নিজেকে প্রমাণ করেছেন তিনি। সেইসঙ্গে বিনেশের পাশে দাঁড়িয়ে দিয়েছেন বিশেষ বার্তাও।
:আরও শুনুন:
নজরে সোনা, ২ কেজি ওজন ঝরান ১ ঘণ্টায়! বিনেশ-কাণ্ডের মধ্যেই জানালেন মেরি কম
বিনেশের হাত ধরেই প্যারিস অলিম্পিক্সে সোনার আশা দেখেছিল আপামর দেশবাসী। এদিকে ফাইনালের ঠিক আগে বজ্রপাতের মতো খবর শোনা গেল- অলিম্পিক্স থেকেই বাতিল বিনেশ। সৌজন্যে একশো গ্রাম বাড়তি ওজন। নির্ধারিত ওজনের চেয়ে বাড়তি ২ কেজি ওজন ঝরাতে রাতভর পরিশ্রম করেছিলেন, তবে শেষ পর্যন্ত ১০০ গ্রাম রয়ে যায়। আর তার জেরে সোনা তো দূর, অলিম্পিক্স থেকেই বাতিল করা হয় বিনেশ ফোগত-কে। এই নিয়ে বিশ্বজুড়ে চর্চা চলেছে। ক্রীড়া মহলে অনেকেই বিনেশকে রুপোর পদক দেওয়ার জন্য সওয়ালও করেছেন। বিষয়টি ক্রীড়া আদালত অবধি গড়িয়েছে। সেখানেই চূড়ান্ত রায় জানা যাবে। এই আবহে বিনেশের পাশে দাঁড়িয়েছেন নীরজ-শচীন সহ এ দেশের বহু ক্রীড়াবিদ। একইসঙ্গে বিনেশকে সান্ত্বনা জুগিয়েছেন বিদেশের অ্যাথলিটরাও। তালিকায় রয়েছেন সোনাজয়ী কুস্তিগির রেই হিগুচি। চলতি অলিম্পিকে কুস্তির ৫৭ কেজি ফ্রিস্টাইলে সেরার সেরা হয়েছেন জাপানের এই খেলোয়াড়। সেমিফাইনালে তাঁর কাছেই হেরেছিলেন ভারতের আমন শেহেরাওয়াত। অথচ সোনা জিতে সবার আগে বিনেশের জন্যই বিশেষ বার্তা দিয়েছেন রেই। কারণটা অবশ্য অন্য।
:আরও শুনুন:
যুদ্ধের বোমায় উড়ে যায় ডান হাতই, তবুও অলিম্পিক্সে সোনা জয় এই শুটারের
বিনেশের মতো ভাগ্যের পরিহাস সহ্য করতে হয়েছিল তাঁকেও। ২০২০ টোকিও অলিম্পিক্সে একইভাবে বাড়তি ওজনের জন্য বাদ পড়েন রেই। নিজের দেশে অলিম্পিক্স থেকে এইভাবে ছিটকে যাওয়া মানতে পারেননি রেই-ও। মাত্র ৫০ গ্রাম অতিরিক্ত ওজনের জন্যই এমন পরিণতি হয় তাঁর। কিন্তু জীবনের যুদ্ধে তিনি হেরে যাননি। থেমেও যাননি। মাটি কামড়ে নিজেকে তৈরি করেছেন। ফিরেছেন জেতার লক্ষ্য নিয়ে। সত্যি করেছেন সেই স্বপ্ন। গত অলিম্পিকে ওজনের কারণে বাতিল হয়ে যাওয়া কুস্তিগির চলতি অলিম্পিকে সোনা জিতে নিজেকে প্রমাণ করেছেন। নিজের জীবনের এই ঘটনার প্রসঙ্গ তুলেই বিনেশকে শক্ত হওয়ার বার্তা দিয়েছেন রেই। ওজনের কারণে অলিম্পিক থেকে বাদ পড়ে হতাশার অন্ধকারে নিজেকে ঢেকেছিলেন বিনেশ। সোশাল মিডিয়ায় নিজের মা-কে উদ্দেশ্য করে লিখেছিলেন, ‘হেরে গিয়েছি’। সেই টুইট শেয়ার করেই নিজের জীবনের ঘটনা মনে করিয়েছেন জাপানের কুস্তিগির। একইভাবে তাঁরও স্বপ্নভঙ্গ হয়েছিল টোকিওতে, সেকথা জনসমক্ষে ফের জানিয়েছেন তিনি। সেইসঙ্গে বিনেশকে উদ্দেশ্য করে বলেছেন, উঠে দাঁড়ানোর কথা। জীবনের সব বাধা কাটিয়ে জেতার আনন্দই আলাদা, মনে করিয়েছেন সোনাজয়ী রেই। বিনেশকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শও দিয়েছেন। শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই বিনেশের বিশ্রাম প্রয়োজন, মনে করেছেন তিনি। এবং অন্যান্য অনেকের মতো তিনিও আশাবাদী, বিনেশ ফিরবেন। আর যখন ফিরবেন তখন জেতার জন্যই ফিরবেন।