লক্ষ্য সেন বাঙালি না বাঙালি নন? তর্ক নতুন নয়। তবু পুরনো তর্ক কথায় বাড়ে। এবারের অলম্পিক্সেও তার বদল নেই। তর্ক চলছেই। তবে বাঙালি যোগ কি মিলছে? আসুন শুনে নেওয়া যাক।
লক্ষ্য সেন। ‘সেন’ পদবি তবু বাঙালি নন? সোশ্যাল মিডিয়া রীতিমতো স্তম্ভিত। এবং তর্কও চলছে জোরদার। নামের পরে সেন এমন কেউ বাঙালি না হয়ে পারেন কী করে? প্রশ্নের ভিতর যুক্তির থেকেও আবেগ কিঞ্চিৎ বেশিই। পালটা যুক্তি দিয়ে অনেকেই তা খণ্ডণ করছেন। অলিম্পিক্সে নিজের লক্ষ্য স্থিরই রেখেছেন লক্ষ্য। তবে তাঁকে নিয়ে এই তর্কের যেন লক্ষ্যবদল নেই।
সত্যি বলতে তর্কটি নতুনও নয়। এর আগেও যতবার লক্ষ্য সেনের নাম শিরোনামে উঠে এসেছে, ততবার এই প্রশ্নটিই জেগে উঠেছে। কেউ কেউ তাঁকে বাঙালি বলেই ধরে নিয়েছেন। সেন বংশের ইতিহাস এবং বাংলার যোগাযোগ বেশ নিবিড়। ফলত, লক্ষ্য সেনকে বাঙালি ধরে না নেওয়ার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না অনেকেই। উইকিপিডিয়া তথ্যও তাঁকে বাঙালি বাড়ির ছেলে হিসাবেই স্বীকৃতি দিয়েছে।
তবে, মুশকিল হয়েছে লক্ষ্যের পরিবারের বক্তব্য নিয়ে। লক্ষ্যের জন্ম আলমোড়ায়। ফলত তাঁকে যখনই বাঙালি-যোগ নিয়ে প্রশ্ন করা হয়েছে, তখনই তিনি ‘জানেন না’ বলেই জবাব দিয়েছেন। তাঁর বাবার কাছেও এ বিষয়ে ঠিক সংবাদ নেই। অর্থাৎ বাংলা থেকেই তাঁদের পরিবার এসেছে কি-না, সে বিষয়ে সঠিক আলোকপাত করতে পারেননি তিনি। তবে, একেবারে উড়িয়েও দেননি। তাঁর বাবা ধীরেন্দ্র কুমার সেন কোচ হিসাবে বিখ্যাত। লক্ষ্য সেনেরও প্রথম কোচ তিনি-ই। তবে খেলাধূলার জগতে তিনি ডিকে সেন হিসাবেই বেশি পরিচিত। নামেধামে যে খানিক বাঙালি ছোঁয়া আছে তা বোঝা যায়। তবে কোনওভাবেই বাঙালি যোগসূত্রের ব্যাপারে কোনও নিশ্চয়তা লক্ষ্যের পরিবার দিতে পারেনি।
ফলে, তর্কটা চলছেই। এবারের অলিম্পিক্সে লক্ষ্য যত সাফল্যের দিকে এগিয়েছেন, তত এই তর্ক জোরাল হয়েছে। কেউ কেউ দাবি করছেন যে, লক্ষ্য সফল হচ্ছেন বলেই তাঁকে এভাবে বাঙালি হিসাবে দাবি করা হচ্ছে। ঠাট্টা করে কেউ কেউ বলছেন, এবার তো জেসন রয়কেও বাঙালি বলে দাবি করা হবে? তবে, সব বাঙালিই যে লক্ষ্যকে বাঙালি বলে দাবি করছেন, তা নয়। সে যুক্তিও অনেকে সামনে এনেছেন। হ্যাঁ, সেন পদবির খাতিরে বাঙালি যোগসূত্রের কথা অনেকেই বলেছেন বটে। তবে, নিশ্চিত করে তাঁকে বাঙালি না বলারই পক্ষপাতী অনেকে। বিশেষত লক্ষ্যের পরিবার যখন এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে পারেননি, তখন বাঙালিয়ানার দাবি অনর্থক। হয়তো ভবিষ্যতে কখনও এ নিয়ে নিশ্চিত কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হবে। যদি তাঁদের পরিবার এ ব্যাপারে কোনও নতুন তথ্য দিতে পারেন, তবেই।
আপাতত তর্ক-ই চলছে। আগেও হয়েছে। এখনও হচ্ছে। ভবিষ্যতেও হয়তো হবে। তবে, লক্ষ্য অলিম্পিক্সে সফল হলে গোটা দেশের সঙ্গে বাঙালিও যে একই ভাবে গর্বিত হবে, সে-কথা বাজি রেখেই বলা যায়।