কেমন যাবে রবিবার? জানাচ্ছেন, দেবীদাস ভট্টাচার্য।
মেষ- ক্রীড়াবিদদের সাফল্য, রাজনীতিবিদদের নতুন দায়িত্ব লাভ,সামগ্ৰিক ভাবে শুভ।
বৃষ- অলসতা বৃদ্ধি, ভোজন বিলাসবহুল তার কারণে অতিরিক্ত ব্যয়, তবে পেটের পীড়া হতে পারে।
মিথুন- অর্থনাশ, বিষণ্ণ মন, একাকীত্ব বোধ, শিরঃপীড়া বা চ ক্ষুপীড়া, সতর্কতা প্রয়োজন।
কর্কট- অকারণ বিবাদ, দাম্পত্য কলহের সম্ভাবনা, পিতা মাতার স্বাস্থ্যহানি, সাবধানতা প্রয়োজন।
সিংহ- চলার পথে কারও সঙ্গে বিবাদ হতে পারে যা আইনি ঝামেলায় পরিণত হতে পারে।সাবধান।
কন্যা- কাজের জন্য কোনও বড়ো পরিকল্পনা বাস্তবায়িত হবার সূচনা হতে পারে, সর্বত্র শুভ।
তুলা- পরিবারের সঙ্গে আনন্দ অতিবাহিত করার যোগ থাকলেও খাদ্য বা জলে বিষক্রিয়া হতে পারে।
বৃশ্চিক- ছোটদের জলাশয় থেকে দূরে রাখা প্রয়োজন, পতি/পত্নীর কলহ হতে পারে।
ধনু- প্রতিবেশীর দ্বারা কোনও কাজে বাধা আসতে পারে,অযথা হেনস্তা হতে পারেন, এড়িয়ে চলুন।
মকর- ব্যয়, অন্যমনস্কতা বৃদ্ধি, কুকুর বিড়াল অথবা কোন বিষাক্ত জীবের কামড় খেতে পারেন।
কুম্ভ- সুখ, সাচ্ছন্দ, সন্তানের উন্নতি, বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে সাফল্য, লেখক শিল্পীদের শুভ।
মীন- সুরার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে, হঠাৎ করে কোনও বন্ধুর সঙ্গে বিবাদ ও বিচ্ছেদ হতে পারে।