ফের বড় দুর্ঘটনা রেলে। উত্তরপ্রদেশে বেলাইন ডিব্রুগড় এক্সপ্রেস, ছিটকে গেল অন্তত ১০টি কামরা। মৃত ৪, আহত বহু যাত্রী। কোটা আন্দোলনে জ্বলছে বাংলাদেশ। দেশ জুড়ে শাট ডাউন, নিহত অন্তত ৯ পড়ুয়া। ‘আর রক্তপাত নয়’, বার্তা তামিম-শান্তদের। কোচের দায়িত্ব নিয়েই বড় চমক গম্ভীরের। টি-২০তে অধিনায়ক সূর্যকুমার যাদব। ওয়ানডের নেতৃত্ব থাকছে রোহিতের হাতেই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুকুটে নয়া পালক। পাচ্ছেন ‘মোহনবাগান রত্ন’।
হেডলাইন:
আরও শুনুন: 17 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- মোদির ‘সব কা সাথ’ নীতিতে আপত্তি, মেরুকরণের ইঙ্গিত শুভেন্দুর
বিস্তারিত খবর:
1. কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার রেশ না কাটতেই ফের ভয়াবহ রেল দুর্ঘটনা দেশে। উত্তরপ্রদেশের গোন্ডায় বেলাইন চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেস। লাইনচ্যুত ট্রেনের অন্তত ১০-১২টি কামরা। এর মধ্যে ৩টি কামরা সম্পূর্ণভাবে উলটে যায়। নিহত অন্তত ৪ জন, আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার জেরে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করেছে রেল। চালু করা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর। রেলমন্ত্রক মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের আড়াই লক্ষ টাকা এবং অল্প চোটগ্রস্তদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছে।
উত্তরপ্রদেশ সরকারের তরফে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। রেল দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের কাজ শুরু হয়েছে। পরিস্থিতির খোঁজ নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এদিকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দুর্ঘটনার জন্য সরাসরি দুষতে শুরু করেছেন রেল মন্ত্রককে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দুর্ঘটনার জন্য কাঠগড়ায় তুলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির লোকো পাইলটের দাবি, তিনি দুর্ঘটনার আগে বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছেন। এহেন দাবি সামনে আসতেই নড়েচড়ে বসেছে রেল। দুর্ঘটনার পিছনে কোনও রকম নাশকতামূলক ষড়যন্ত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
2. সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষণ বাতিলের দাবিতে উত্তাল বাংলাদেশ। আন্দোলনে সামিল হাজার হাজার শিক্ষার্থী। আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলিগের সদস্যরা, পুলিশের সঙ্গেও সংঘর্ষ পড়ুয়াদের। পুলিশের গুলিয়ে নিহত আরও ৩ পড়ুয়া। সব মিলিয়ে অন্তত ৯ জন আন্দোনকারীর মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। দেশ জুড়ে কমপ্লিট শাটডাউন অর্থাৎ সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। শুধু হাসপাতাল ও জরুরি পরিষেবা ছাড় দেওয়া হয়েছে।
দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে মুখ খুলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। রক্তপাত নয়, সংঘাত নয়, বরং আলোচনায় সমস্যা সমাধানের ডাক তামিম-শান্তদের। অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা অবশ্য সওয়াল করছেন হাসিনা সরকারের পক্ষেই। এদিকে এপার বাংলা থেকে সোশাল মিডিয়ায় শান্তিবার্তা কবীর সুমন, স্বস্তিকাদের। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলাদেশে থাকা ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করেছে নয়াদিল্লি। অন্যদিকে কার্যত শেখ হাসিনার পাশে থাকারই ইঙ্গিত দিল চিন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।