গোমাংস খান, অথচ সংসদে শিবের ছবি দেখাচ্ছেন! কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করে এমনই মন্তব্য করেছেন রাজস্থানের বিজেপি নেতা। শুধু তাই নয়, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে আরও অভিযোগ তুলেছেন তিনি। ঠিক কী দাবি বিজেপি নেতার? আসুন শুনে নেওয়া যাক।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে শিবের ছবি দেখিয়েছিলেন রাহুল গান্ধী। হিংসা প্রসঙ্গে বিজেপিকে নিশানা করে কটাক্ষও করেন তিনি। তাতে রীতিমতো ক্ষুব্ধ হন শাসক দলের নেতারা। সংসদে বসেই রাহুলের বিরুদ্ধে সুর চড়ান মোদি, রাজনাথ সহ একাধিক বিজেপি সাংসদ। এবার এই ইস্যুতে রাহুলকে ফের নিশানা করলেন রাজস্থানের বিজেপি নেতা সি পি জোশি।
আরও শুনুন: মালিকের নাম লিখতেই হবে, কানওয়ার যাত্রীদের ‘মুসলিম’ দোকান চেনাতে তৎপর প্রশাসন
সরাসরি রাহুলের ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন রাজস্থানের এই বিজেপি নেতা। তাঁর অভিযোগ, রাহুল নিজে গোমাংস খান অথচ সংসদে শিবের ছবি দেখান! বিজেপি নেতা রাহুলের এই আচরণ কোনওভাবেই সমর্থন যোগ্য নয় বলে দাবি তুলেছেন। এমনিতেই গোমাংস ভক্ষণের বিরোধিতায় বিজেপি নেতারা সরব হন। গোরক্ষা নিয়েও সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায় তাঁদের। কখনও এই ইস্যুতে মুসলিমদের নিশানা করে বিতর্কিত মন্তব্যও করে বসেন। এবার একই প্রসঙ্গ বিরোধী দলনেতাকে কটাক্ষ করলেন রাজস্থানের বিজেপি নেতা। শুধু তাই নয়, রাহুলের সঙ্গে চিনের যোগ টেনেও তোপ দেগেছেন বিজেপি নেতা। তাঁর প্রশ্ন, যখন হিন্দুধর্মের বিরুদ্ধে কেউ কথা বলে, তখন কেন চুপ করে থাকেন রাহুল? তুলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুম প্রসঙ্গও। কিছুদিন আগে রাষ্ট্রপতি মুর্মুম চেহারা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন এক নেতা। সেই নিয়ে রাহুল কেন কিছু বলেননি, তা জানতে চেয়েছেন জোশি।
আরও শুনুন: প্রশাসনের প্রধান হয়েও অসুস্থ কর্মীর পাশে মোদিই, পুরনো কথা মনে করলেন গুজরাটের আমলা
আসলে, এই সবই লোকসভায় রাহুলের চোখা বক্তৃতার ফল। জোড়া আসন জিতে সংসদে ফিরে রাহুল যেভাবে ঝড় তুলেছিলেন, তা মেনে নিতে পারেনি শাসক দলের কেউ। সংসদ অধিবেশনে একের পর এক দুর্নীতির প্রসঙ্গ ধরে বিজেপি সরকারের কাছে প্রশ্ন তোলেন রাহুল। স্রেফ মুখের কথা নয়, বক্তব্যের মাঝে বিশেষ প্রতীকী এবং কিছু ধর্মীয় ছবিও দেখান। তাঁর বক্তব্যের মূল বিষয় ছিল, ভয়হীন হওয়া। তার জন্য অভয়মুদ্রার উদাহরণ দেন রাহুল। শিবের ছবি, ইসলামের প্রতীক দেখিয়ে বোঝাতে চান সব ধর্মেই ভয়হীন হওয়ার বার্তা দেওয়া হয়েছে। এতেই আপত্তি তোলে বিজেপি নেতৃত্ব। খোদ স্পিকারও রাহুলের আচরণে প্রশ্ন তোলেন। সেসব তোয়াক্কা না করেই নিজের বক্তব্য শেষ করেন রাহুল। তাঁর বক্তব্যের বেশ কিছু অংশ লোকসভা অধিবেশনের রেকর্ড থেকেও মুছে দেওয়া হয়। এমনকি লোকসভা অধিবেশনের পর রাহুলের এই মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক হয়েছিল। এবার সেই ইস্যুকেই সামনে রেখেই রাহুলকে খোঁচা দিলেন বিজেপি নেতা।