তৃণমূলের শহিদ দিবসের পালটা। ২১ জুলাই গণতন্ত্র হত্যাদিবস ঘোষণা শুভেন্দুর। ১৮-২২ জুলাই, রাজ্যজুড়ে একাধিক বিক্ষোভ কর্মসূচি। ৪৬ বছর পর খুলল পুরীর মন্দিরের রত্নভাণ্ডার। বৈদূর্য মণি, সহ নানান অলঙ্কার ও মূল্যবান জিনিসের হদিশ। ফের হিংসার বলি মণিপুরে। ট্রাম্পের সভায় বন্দুকবাজের হানা। কড়া নিন্দা বাইডেন-ওবামা-মাস্কের, উদ্বিগ্ন মোদিও। নিয়মরক্ষার ম্যাচে জয় ভারতের।
হেডলাইন:
আরও শুনুন: 13 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- উপনির্বাচনে বিজেপিকে হঠিয়ে ৪ কেন্দ্র তৃণমূলের, এগোল ‘ইন্ডিয়া’-ও
বিস্তারিত খবর:
1. তৃণমূলের ‘শহিদ দিবসে’র পালটা বিজেপির। এবার ২১ জুলাইকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের কথা ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, ওইদিন রাজ্যের প্রত্যেক থানার সামনে মুখ্যমন্ত্রী ও মেয়রের বিরোধিতায় বিক্ষোভ দেখানো হবে। এরপর দুপুর ১২টায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, তখনই বিজেপির তরফে তাঁদের কুশপুতুল পোড়ানো হবে।
ভোট পরবর্তী অশান্তিতে বিরোধীরা আক্রান্ত হচ্ছে, এই অভিযোগে রবিবার রাজভবনের সামনে ধরনায় বসেছে বিজেপি। এদিন সেখান থেকেই নতুন কর্মসূচির ঘোষণা করেছেন বিরোধী দলনেতা। জানা গিয়েছে, আগামী ১৮ থেকে ২২ জুলাই পর্যন্ত চলবে একাধিক বিক্ষোভ কর্মসূচি। শুভেন্দুর দাবি, বিদ্যুতের দাম বাড়ানোর বিরোধীতায় CESC-র কেন্দ্রীয় অফিস ঘেরাও করা হবে। একইসঙ্গে নবান্ন অভিযান নিয়েও রয়েছে বিশেষ পরিকল্পনা। তার আগে ১৯ জুলাই রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জের উপনির্বাচনে যাঁরা ভোট দিতে পারেননি, তাঁদের কাছে যাবেন বিজেপি নেতারা। তবে নজরে অবশ্যই ২১ জুলাই বিজেপির থানা ঘেরাও কর্মসূচি। মনে করা হচ্ছে, ওই দিন নিজেদের শক্তি প্রদর্শনে কলকাতার রাজপথে নামবে রাজ্যের দুই যুযুধান দল।
2. দীর্ঘ প্রতীক্ষার শেষে খুলল পুরীর মন্দিরের রহস্যময় রত্নভাণ্ডার। রবিবার বিশেষ মুহূর্তে খোলা হল পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভান্ডারের দরজা। জানা গিয়েছে, রত্নভাণ্ডারের মধ্যে জগন্নাথ দেবের বৈদূর্য মণি ও নীলকান্ত মণি এবং নানান অলঙ্কার-সহ যাবতীয় মূল্যবান জিনিস রয়েছে। আপাতত রত্ন ভাণ্ডারের বাইরের চেম্বারটি খোলা হয়েছে। সেই সব সামগ্রী রাখতে আনা হয়েছে বিশেষ বাক্স। প্রাচীন মূল্যবান রত্ন-সহ জগন্নাথ, বলরাম ও সুভদ্রার গয়না ও নানান দামী জিনিস রয়েছে, তা ওই বাক্সে ভরে আপাতত অস্থায়ী স্ট্রং রুমে সরিয়ে রাখা হবে। বহির ভাণ্ডারের মূল্যবান জিনিসগুলো মাঝে মধ্যে খুলে পুজো ও উৎসবের সময় ব্যবহার করা হলেও ভিতর ভাণ্ডার ৪৬ বছর বাদে খোলা হচ্ছে। জানা যাচ্ছে, আগে যা ছিল এখনও তা রয়েছে কিনা তার তালিকা মিলিয়ে খতিয়ে দেখা হবে। রত্ন যাচাইয়ের জন্য আনা হয়েছে স্বর্ণকারদের। পাশাপাশি নিরাপত্তার দিকে নজর রেখে রত্ন ভাণ্ডারের চারপাশ মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।