সিবিআইয়ের ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্র। রাজ্যের অভিযোগকে মান্যতা সুপ্রিম কোর্টের। মামলার পরবর্তী শুনানি ১৩ আগস্ট। বিক্ষিপ্ত অশান্তি সরিয়ে উপনির্বাচন হল রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে। ভোটদানের হার ৬২.১৭ শতাংশ। ভোটের হারে প্রথম রায়গঞ্জ। জমি দখল ইস্যুতে বড় পদক্ষেপ নবান্নের। বদলি ১৮০ জন বিএলআরও, একাধিক রেভিনিউ অফিসারও। গিল-ঋতুরাজের ব্যাটে ধরাশায়ী জিম্বাবোয়ে। তৃতীয় ম্যাচে দাপুটে জয় মেন ইন ব্লু-র। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত।
হেডলাইন:
আরও শুনুন: 9 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- অগ্নিমূল্য বাজার, ১০ দিনের মধ্যে দাম কমানোর কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
আরও শুনুন: 8 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- দুদিনের রুশ সফরে মস্কোয় প্রধানমন্ত্রী, নজরে মোদি-পুতিন বৈঠক
বিস্তারিত খবর:
1. সিবিআইয়ের ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্র, এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। বুধবার রাজ্য সরকারের এই অভিযোগকে মান্যতা দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। যদিও কেন্দ্রের দাবি ছিল, রাজ্য সরকারের এই অভিযোগের গ্রহণযোগ্যতা নেই। এদিন তাদের সেই যুক্তি খারিজ করে দেয় শীর্ষ আদালত।
দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালিতে জমি দখল, নারী নির্যাতনের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। রাজ্যের অভিযোগ ছিল, রাজ্যের অনুমতি না নিয়ে, রাজ্যের সঙ্গে আলোচনা না করে একাধিক মামলায় তদন্ত চালাচ্ছে সিবিআই। এফআইআর করার জন্য রাজ্যের অনুমতি প্রয়োজন, এই দাবি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। আর তাদের এই দাবি যুক্তিযুক্ত বলেই মনে করছে সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি ১৩ আগস্ট।
2. লোকসভার পরে উপনির্বাচন রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে। বিক্ষিপ্ত অশান্তি সত্ত্বেও মোটামুটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হল ভোটপ্রক্রিয়া। মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ, চার কেন্দ্র মিলিয়ে মোট ভোট পড়েছে ৬২.১৭ শতাংশ। তবে ভোটদানের হারে এগিয়ে রায়গঞ্জ। বিকেল পাঁচটা পর্যন্ত রায়গঞ্জে ভোট পড়েছে ৬৭.১২ শতাংশ। রানাঘাট দক্ষিণে ৬৫.৩৭ শতাংশ, বাগদায় ৬৫.১৫ শতাংশ এবং মানিকতলায় ৫১.৩৯ শতাংশ ভোট পড়েছে।
এদিকে মানিকতলায় ভোট লুটের অভিযোগ তুলে ফুলবাগান থানার সামনে অবস্থান-বিক্ষোভে বিজেপি। একই বিধানসভা কেন্দ্রে তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসায় জড়ান কল্যাণ চৌবে। অভিযোগ, তাঁকে দেখে তৃণমূল সমর্থকেরা ‘গো ব্যাক’, ‘চোর চোর’ স্লোগান দেন। অন্যদিকে বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে বাগদা। এ বার ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাসের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। রানাঘাটেও বিজেপি নেতাকে মারধরের অভিযোগ। রানাঘাটের পায়রাডাঙায় রাতভর তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ২৬ জনকে। তবে শান্তিপূর্ণভাবে নির্বাচনের জন্য চার কেন্দ্রে মোতায়েন করা হয়েছিল ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তাই বড় অশান্তি ছাড়াই সম্পন্ন হল রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।