বিকিনি পরেই গঙ্গায় স্নান বিদেশি তরুণীদের। আর তাই দেখেই মাথায় হাত ভক্তদের। কী বক্তব্য তাঁদের? শুনে নেওয়া যাক।
গঙ্গাবক্ষে স্নানে নেমেছেন একঝাঁক তরুণ তরুণী। ঋষিকেশের গঙ্গায় উদ্দাম জলকেলিতে মেতেছেন সকলে। পুরুষদের পরনে শর্টস, আর নারীরা সকলেই বিকিনিতে শোভিতা। স্যুইমস্যুটের আবরণে উঁকিঝুঁকি যৌবনের। আর তা দেখেই হইহই করে উঠেছেন ভক্তরা। পবিত্র গঙ্গায় কেউ বিকিনি পরে নেমেছেন কেন, এই হল তাঁদের অভিযোগ। তাঁদের আরও বক্তব্য, এর ফলেই নাকি গঙ্গার পবিত্রতা নষ্ট হবে। সব মিলিয়ে, গঙ্গায় বিকিনি পরে স্নান নিয়েই বিতর্ক উসকে উঠেছে নেটদুনিয়ায়।
আরও শুনুন:
বিকিনিতেই খুশি হবেন রাজা! দেশের পতাকাকে পরনের বিকিনি করে দেদার উদযাপন মহিলার
হিন্দু ধর্মে গঙ্গাকে পবিত্র নদী বলেই মনে করা হয়। ভক্তরা বলেন, গঙ্গার জলে স্নান করলেই নাকি ধুয়ে যায় সব পাপ। তাই গঙ্গাকে পতিতোদ্ধারিণী বলেন পুণ্যার্থীরা। আর হরিদ্বার ঋষিকেশের গঙ্গায় স্নান করার জন্য মুখিয়ে থাকেন তাঁরা। হিমালয়ের পাদদেশের এই জায়গাগুলিতে একাধিক মুনিঋষির আশ্রম রয়েছে, ফলে এই জায়গাগুলিকে পুণ্য তীর্থ বলেই মনে করেন ভক্তরা। উত্তরাখণ্ডের চার ধাম যাত্রার শুরুই হয় ঋষিকেশ থেকে। এইসব কারণে ঋষিকেশের স্বচ্ছ গঙ্গার জলে স্নান করতে আগ্রহী হিন্দু ধর্মের বিশ্বাসীরা। সেখানে স্নানপোশাকে তরুণীদের উল্লাসে মেতে উঠতে দেখে তাঁদের একাংশ রীতিমতো বিরক্ত। সোশ্যাল মিডিয়ায় একজন যেমন বলেছেন, পবিত্র গঙ্গাকে গোয়ার সৈকত বানিয়ে ফেলা হয়েছে। খুব তাড়াতাড়িই ঋষিকেশ মিনি ব্যাংকক হয়ে যাবে। আরেকজনের আবার বক্তব্য, ঋষিকেশ আর তীর্থস্থান নেই। ধর্ম বা আধ্যাত্মিকতার কোনও জায়গাও এখানে নেই আর। গোয়ার মতো এখানে রেভ পার্টি হতে শুরু করেছে। ঋষিকেশকে গোয়া-সুলভ করে তুলেছেন বলে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকেও বিঁধতে ছাড়েননি তাঁরা। পর্যটনের নামে উত্তরাখণ্ডে অশ্লীলতার চর্চা করা হচ্ছে বলেও তোপ ভক্তদের।
আরও শুনুন:
বিকিনি পরার জেরে প্রশ্ন উঠেছিল সংসদেও! পাঁচ দশক পরে স্মৃতি টানলেন শর্মিলা ঠাকুর
যদিও অনেকের পালটা বক্তব্য, এহেন সামান্য বিষয় নিয়ে বিতর্ক তৈরি করার কী আছে! স্নান করার জন্য স্নানপোশাক পরা হবে, এর মধ্যে তো অস্বাভাবিক কিছু নেই। বিশেষ করে দেশকাল অনুযায়ী সংস্কৃতির ধরনধারণ বদলায়। শরীর সম্পূর্ণ ঢেকে স্নান করতে হবে, এমনটা গোঁড়া রক্ষণশীলরা ভাবতে পারেন বটে। কিন্তু সকলকেই তেমন ভাবতে হবে তেমনও তো কথা নেই। আর এই যুগেও অন্য কারও পোশাক নিয়ে কথা বলা হবে কেন, প্রশ্ন তাঁদের। সব মিলিয়ে বিকিনি নিয়েই নতুন বিতর্ক উসকে উঠল নেটদুনিয়ায়।