লোকসভার ফলেই প্রমাণ, ভারত হিন্দু রাষ্ট্র নয়। মন্তব্য অমর্ত্য সেনের। ন্যায় সংহিতা কার্যকর করা নিয়েও সমালোচনা নোবেলজয়ীর। বাজেট অধিবেশনের দিনক্ষণ ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর। আগামী সপ্তাহ থেকে শুরু রাজ্য জয়েন্টের কাউন্সেলিং। দিনক্ষণ ঘোষণা এন্ট্রান্স বোর্ডের।জামিনে স্থগিতাদেশের জেরে জেলবন্দি কেজরি। জামিন বাতিল প্রক্রিয়া নিয়ে উদ্বেগ, প্রধান বিচারপতিকে চিঠি প্রায় ১৫০ আইনজীবীর।
হেডলাইন:
আরও শুনুন: 5 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- সুনাককে সরিয়ে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী স্টার্মার, শুভেচ্ছা মোদির
আরও শুনুন: 4 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- রাজ্যপালকে বাদ দিয়েই হতে পারে শপথ, জট কাটাতে সিদ্ধান্তের পথে স্পিকার
বিস্তারিত খবর:
1. ভারত যে হিন্দু রাষ্ট্র নয়, সেটা ভোটের রায়ে প্রতিফলিত হয়েছে। মত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। মোদি সরকারের কট্টর সমালোচক হিসাবে পরিচিত অর্থনীতিবিদ বলছেন, এবারের লোকসভা ভোটের রায়ে ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা কিছুটা আটকানো গিয়েছে।
প্রতীচী ট্রাস্টের আলোচনাচক্রে এবার অন্যতম বক্তা এবং শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। ‘কেন স্কুলে যাই: সহযোগিতার সহজ পাঠ’ শীর্ষক ওই আলোচনাতেই অমর্ত্য সেন সাফ বলেন, “এখন সর্বত্র আলোচনার বিষয়বস্তু ভারতকে কী করে হিন্দু রাষ্ট্র করা যায়? জানা দরকার, স্কুলের কচিকাঁচাদের কাছে হিন্দু-মুসলিমের কোনও পার্থক্য নেই।” ধর্মের নামে ভারতে এখন বিভাজন বাড়ছে, এই মর্মে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ধর্মীয় অসহিষ্ণুতা মোকাবিলায় মানবাধিকার শিক্ষার প্রয়োজন হয়ে পড়েছে দেশে। দেশের নতুন শিক্ষানীতিতে নতুনত্ব কিছু নেই বলে আক্ষেপ করেন তিনি। পাশাপাশি মোদি সরকারের নতুন ন্যায় সংহিতা কার্যকর করার সিদ্ধান্তেরও প্রবল সমালোচনা করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।
2. অন্তর্বর্তী বাজেট শোনার পর থেকেই পূর্ণাঙ্গ বাজেটের অপেক্ষায় প্রহর গুনছিল দেশ। এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তে সিলমোহর দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ আগামী ২৩ জুলাই, শনিবার বাজেট অধিবেশনের দিনক্ষণ জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু।
শনিবার এক্স হ্যান্ডেলে রিজিজু জানান, অষ্টাদশ লোকসভার প্রথম বাজেট অধিবেশন শুরু হবে আগামী ২২ জুলাই। ওইদিনই দুই কক্ষের অধিবেশন বসবে। ২৩ জুলাই লোকসভায় গোটা বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই নিয়ে টানা সাতবার বাজেট পেশ করবেন নির্মলা। প্রথম অর্থমন্ত্রী হিসাবে এই বিরল কীর্তি গড়তে চলেছেন তিনি। বাজেট নিয়ে আলোচনার জন্য অধিবেশন চলবে ১২ আগস্ট পর্যন্ত। এ পর্যন্ত কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার মূলত সংস্কারমুখী বাজেট পেশ করে এসেছে। ভোটের আগের বছরগুলিতে খয়রাতির পথেও হেঁটেছে কেন্দ্র। তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট কেমন হতে পারে, আপাতত নজর সেদিকেই।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।