আইপিসি সরিয়ে দেশে কার্যকর ন্যায় সংহিতা। ‘স্বদেশি হল বিচারব্যবস্থা’, শুভেচ্ছা শাহর। নয়া আইনে দিল্লিতে দায়ের প্রথম FIR। চোপড়া কাণ্ডে রাজনৈতিক রং লাগানো হচ্ছে। আইসিকে শোকজ করে দাবি রাজ্য পুলিশের। ঘটনায় সরেজমিন ‘তদন্তে’ রাজ্যপাল। নিট কাণ্ড থেকে ED-CBI হানা, একাধিক ইস্যুতে সংসদে ঝড় বিরোধীদের। রাহুলের ‘হিন্দু’ মন্তব্যে বিতর্ক, ক্ষমা চাওয়ার দাবি শাহের। বার্বাডোজের পর চেন্নাইতেও জয়জয়কার ভারতের। চার দিনেই হারের মুখে প্রোটিয়ারা। ১০ উইকেটে টেস্ট জিতলেন হরমনপ্রীতরা।
হেডলাইন:
আরও শুনুন: 30 জুন 2024: বিশেষ বিশেষ খবর- বিশ্বজয়ী ভারত, ফোন করে বিরাট-রোহিতকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. ব্রিটিশ জমানার ভারতীয় দণ্ডবিধি-সহ তিন আইন অতীত। ১ জুলাই, সোমবার থেকে দেশজুড়ে কার্যকর নয়া তিন আইন – ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। তার পরেই দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ন্যায় সংহিতা কার্যকর হওয়ার পরে দেশের ফৌজদারি বিচারব্যবস্থা প্রকৃত অর্থে স্বাধীন হল। স্বাধীনতার ৭৭ বছর পর ঔপনিবেশিক আইন বাতিল করে পুরোপুরি স্বদেশি হল বিচার ব্যবস্থা। শাহ আরও বলেন, এই নতুন আইনে মহিলা এবং শিশুদের বিরুদ্ধে হওয়া অন্যায়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দণ্ড নয়, বরং ন্যায়ের প্রতিষ্ঠা করবে নয়া আইন। যদিও সোমবার অধিবেশনে তিন নয়া আইনের বিরোধিতায় সরব তৃণমূল-সহ INDIA জোটের সদস্যরা। এদিকে ন্যায় সংহিতা চালুর সঙ্গে সঙ্গেই দিল্লিতে দায়ের হল নয়া আইনে প্রথম এফআইআর। দিল্লির কমলা মার্কেট থানায় এক হকারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
2. চোপড়ার ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের। সালিশি সভায় যুগলকে মারধরের ঘটনায় চোপড়ার আইসিকে শোকজ করল প্রশাসন। অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবি-কেও গ্রেপ্তারের পর ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। যদিও বারেবারেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিরোধীরা। ঘটনায় রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চলছে বলে এক্স হ্যান্ডেলে পালটা অভিযোগ রাজ্য পুলিশের।
এদিকে চোপড়ায় ‘নীতি পুলিশি’, কোচবিহারে বিবস্ত্র করে BJP মহিলা কর্মীকে মার, দুই ঘটনার সরেজমিন তদন্ত চান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। চোপড়া কাণ্ডে ইতিমধ্যে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। এবার সশরীরে সেখানে গিয়ে নির্যাতিত যুগলের সঙ্গে দেখা করতে চান তিনি। যেতে পারেন কোচবিহারেও। এদিকে চোপড়া কাণ্ডে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল জাতীয় মানবাধিকার কমিশন। অন্যদিকে এই ঘটনাকে শরিয়তি আইনের সঙ্গে তুলনা করে প্রতিবাদে সরব বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। এই ইস্যুতে সংবিধানের কপি হাতে সংসদে ইন্ডিয়া জোটের প্রতিবাদকেও কটাক্ষ করতে ছাড়েননি তারকা সাংসদ। কঙ্গনার এহেন মন্তব্যের অবশ্য পালটা দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।