সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে এক মঞ্চে মুখ্যমন্ত্রী। আদালতে নিরপেক্ষতা রাখার আর্জি মমতার। হকার উচ্ছেদ নিয়ে উত্তপ্ত নিউ মার্কেট চত্বর। পুলিশ-হকার সংঘর্ষে উত্তেজনা, রাস্তা অবরোধে বন্ধ বাজার। ‘শাহাদত’ মডিউলে ফের বাংলা যোগ।এখনই মুক্তি নয় আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। স্থগিত হওয়া ইউজিসি-নেটের নয়া দিন ঘোষণা NTA-র। বৃষ্টির ভ্রূকুটি উড়িয়ে শুরু T20 বিশ্বকাপের ফাইনাল।
হেডলাইন:
আরও শুনুন: 28 জুন 2024: বিশেষ বিশেষ খবর- দুই বিধায়কের শপথ জটে কড়া প্রতিক্রিয়া রাজভবনের, বৈঠক স্পিকার-এজির
আরও শুনুন: 27 জুন 2024: বিশেষ বিশেষ খবর- একমাস বন্ধ উচ্ছেদ, হকারদের পাশে দাঁড়িয়ে বিকল্প ভাবনা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. কলকাতায় ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে একই মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাজনৈতিক পক্ষপাতিত্ব সরিয়ে বিচারব্যবস্থায় নিরপেক্ষতা বজায় রাখার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী। শনিবার এই অনুষ্ঠানে মমতা বলেন, “বিচারব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকলে মানুষ কোথায় যাবে? বিচারব্যবস্থা আমাদের কাছে পবিত্র, মন্দির-মসজিদ-গির্জা-গুরুদ্বারের মতো।” সাম্প্রতিককালে কলকাতা হাই কোর্টের একাধিক রায়ে যেখানে রাজনীতি-যোগের অভিযোগ উঠেছে, সেখানে মুখ্যমন্ত্রীর এই কথাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে এরপরই আদালতকে মন্দির কিংবা বিচারপতিদের দেবতা বলা নিয়ে আপত্তি প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই প্রবণতাকে বড় বিপদ বলেই চিহ্নিত করেছেন তিনি। সংবিধানের প্রসঙ্গ তুলে বিচারক এবং সাধারণ মানুষ, উভয় পক্ষকেই ভিন্নমতের প্রতি সহনশীল হওয়ার পরামর্শ চন্দ্রচূড়ের। এদিকে একদিনের ঝটিকা সফরে কলকাতায় এসে এদিন দক্ষিণেশ্বরে পুজো দিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি, দেখা করলেন বেলুড় মঠ ও মিশনের প্রেসিডেন্ট গৌতমানন্দজি মহারাজের সঙ্গেও।
2. হকার উচ্ছেদ নিয়ে শনিবার রণক্ষেত্র হয়ে উঠল নিউ মার্কেট চত্বর। এদিন হকারদের একাংশের রাস্তা অবরোধের জেরে সমস্ত বাজার বন্ধ হয়ে যায়। পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়ান হকাররা। ব্যবসায়ীদের অভিযোগ, হকার সংগঠনের নেতা তাঁদের একজনের গায়ে হাত তুলেছেন। যদিও হকার নেতার দাবি, এসব বানানো কথা। পুলিশই জোর করে উচ্ছেদ করছিল। তার প্রতিবাদ করেছেন তাঁরা। জানা গিয়েছে, এদিন হকারদের একাংশ স্থায়ী ব্যবসায়ীদের কাছে পার্কিং লট খালি করে দেওয়ার দাবি তোলে। সেখানেই পসরা নিয়ে বসার কথা জানান হকাররা। ব্যবসায়ীরা তাতে রাজি না হলে পুরসভা বিল্ডিংয়ের সামনের রাস্তা অবরোধ শুরু করেন হকাররা। বিক্ষোভের জেরে নিউ মার্কেট চত্বরের শ্রীরাম আর্কেড, হগ মার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিমপার্ক মল, সিটি মার্ট-সহ সমস্ত বড় বিপণি বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে হাজির হয় পুলিশ বাহিনী। এরপরই পুলিশ-হকার সংঘর্ষে রণক্ষেত্র চেহারা নেয় নিউ মার্কেট চত্বর। তবে এদিনে বাজার বন্ধের জেরে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি স্থায়ী ব্যবসায়ীদের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।