দুই বিধায়কের শপথ জট নিয়ে কড়া প্রতিক্রিয়া রাজভবনের। জট মেটাতে ধনকড়ের সঙ্গে কথা স্পিকারের। বৈঠক করলেন রাজ্যের এজি-র সঙ্গেও। নিট দুর্নীতির প্রশ্নে উত্তাল লোকসভা। আলোচনার দাবিতে সরব বিরোধী জোট, মানতে নারাজ সরকার পক্ষ। বেআইনি নির্মাণ নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার জের। RSS কার্যালয়ের নথি চেয়ে নোটিস পুরনিগমের। ভাঙা হল পার্থ চট্টোপাধ্যায়ের বেহালা অফিসও। মেয়েদের টেস্ট ক্রিকেটে বিশ্বরেকর্ড ভারতের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্রুততম দ্বিশতরান শেফালি বর্মার। স্মৃতির সঙ্গে গড়লেন ২৯২ রানের জুটি।
হেডলাইন:
আরও শুনুন: 27 জুন 2024: বিশেষ বিশেষ খবর- একমাস বন্ধ উচ্ছেদ, হকারদের পাশে দাঁড়িয়ে বিকল্প ভাবনা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. নবনির্বাচিত দুই জয়ী বিধায়কের শপথ নিয়ে টানাপোড়েন চলছেই। সেই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উষ্মাপ্রকাশ নিয়ে X হ্যান্ডলে কড়া প্রতিক্রিয়া রাজভবনের। রাজভবনে মেয়েরা যেতে ভয় পাচ্ছেন, মমতার এই কথার প্রেক্ষিতেই আপত্তি তুলেছে রাজভবন।
সদ্য বরানগর ও ভগবানগোলার উপনির্বাচনে জয়ী হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। তাঁদের শপথ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চলছে। শপথ জটিলতার কথা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির সঙ্গে রাজ্য বিধানসভার যোগাযোগ পর্ব চলছে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা বর্তমানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের মাধ্যমে। দুই বিধায়কের শপথ জট কাটাতে ধনকড়ের সঙ্গে ফোনে কথাও বলেছেন বিধানসভার অধ্যক্ষ। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি লিখে অবিলম্বে জটিলতা মেটানোর আর্জি স্পিকারের। এবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সঙ্গে বৈঠক করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে কি আইনি পথেই শপথ জট কাটানো লক্ষ্য, উঠছে প্রশ্ন।
2. রাষ্ট্রপতির ভাষণের পরদিনই নিট ইস্যুতে উত্তাল লোকসভা। এই ইস্যুতে আলোচনার দাবিতে সরব বিরোধীরা। তবে সে দাবি মানতে নারাজ সরকার পক্ষ। বিক্ষোভের জেরে গোটা দিনের জন্যই মুলতুবি অধিবেশন।
শুক্রবার নিট ইস্যুতে সংসদের দুই কক্ষেই মুলতুবি প্রস্তাব আনা হবে, আগেই ঠিক হয়েছিল ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের বৈঠকে। সেইমতোই জোটের তরফে একাধিক সাংসদ সংসদের দুই কক্ষেই নিট নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন। কিন্তু রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনার আগে মুলতুবি প্রস্তাব গ্রহণ করা যাবে না বলে জানিয়ে দেন স্পিকার ওম বিড়লা। বস্তুত নিট নিয়ে আলোচনার দাবিও খারিজ করে দেন তিনি। স্পিকারের বক্তব্য, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা চলাকালীনও নিট ইস্যুতে নিজেদের বক্তব্য জানাতে পারেন বিরোধীরা। তবে বিরোধী শিবির শুধুমাত্র নিট ইস্যুতে আলোচনার দাবিতে অনড় ছিল। নিট নিয়ে বলতে গেলে রাহুলের মাইক বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ কংগ্রেসের। স্পিকার মুলতুবি প্রস্তাব গ্রহণ না করায় বিক্ষোভের পথে হাঁটেন বিরোধীরা। যার জেরে প্রথমে দুপুর বারোটা পর্যন্ত, পরে গোটা দিনের জন্যই অধিবেশন মুলতুবি ঘোষণা করতে বাধ্য হন স্পিকার।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।