রাজ্য থেকে এখনই সরছে না বাহিনী। ভোট পরবর্তী অশান্তির অভিযোগে নির্দেশ হাই কোর্টের। আইনশৃঙ্খলা নিয়ে মমতাকে চিঠি উদ্বিগ্ন বোসের। ডার্ক ওয়েবে ফাঁস নেটের প্রশ্ন। শিক্ষামন্ত্রী অভিযোগ মানতেই মামলা দায়ের CBI-এর। সোশ্যাল মিডিয়াতেও জলের দরে প্রশ্ন বিক্রির অভিযোগ। আপাতত মুক্তি পাচ্ছেন না কেজরিওয়াল। ইডির আর্জি শুনল দিল্লি হাই কোর্ট, স্থগিতাদেশ জামিনের নির্দেশে। তাপপ্রবাহের জেরে পুড়ছে দেশ। হিট স্ট্রোকে আক্রান্ত প্রায় ৪২ হাজার মানুষ, মৃত্যু অন্তত ১৪৩ জনের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. রাজ্য থেকে এখনই সরছে না কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী অশান্তি নিয়ে অল্প সময়ের মধ্যেই জমা পড়েছে বহু অভিযোগ। সেই পরিসংখ্যান দেখে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার মেয়াদ বাড়াল কলকাতা হাই কোর্ট। রাজ্য পুলিশের তরফে অভিযোগ সংক্রান্ত যে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে, তা জানাচ্ছে, রাজ্যে ১৮ জুন পর্যন্ত ইমেলের মাধ্যমে সাড়ে আটশোর বেশি অভিযোগ মিলেছে। ২০৪টি আদালত-গ্রাহ্য অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, ভাগ করলে প্রতি জেলা অনুযায়ী ১০টি আদালত গ্রাহ্য অপরাধের অভিযোগে এসেছে। এই পরিস্থিতিতে আগামী বুধবার অর্থাৎ ২৬ জুন পর্যন্ত বাহিনী রাখা হবে রাজ্যে, নির্দেশ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের।
এদিকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের আক্রমণ সংক্রান্ত একাধিক অভিযোগ জানতে পেরেছেন রাজ্যপাল। সেই বিষয়েই সরকারের পদক্ষেপ জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল।
2. সরকারি জমি জবরদখলের লাগাতার অভিযোগ পেয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়তে হয় আমলা-পুলিশকে। কোন দপ্তরের কত জমি রয়েছে, তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই তড়িঘড়ি পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গড়ল নবান্ন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আইএএস মনোজ পন্থ, প্রভাত মিশ্র, মনোজ ভার্মা-সহ খোদ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কোন দপ্তরের কত পরিমাণ জমি রয়েছে, তার বিস্তারিত তালিকা বানানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে, স্থানীয় পুলিশের সাহায্যে যে কোনও জমি দখল রুখতে হবে। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যও খতিয়ে দেখতে হবে বলে দেওয়া হয়েছে নির্দেশ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।