ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতিতে চলল পাঁচ ঘণ্টার জেরা। তদন্তে সম্পূর্ণ সহযোগিতার দাবি অভিনেত্রীর। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় নয়া মোড়। অতিরিক্ত গতিতে চলছিল মালগাড়ি। মৃত চালকের দিকেই অভিযোগের তির কাটিহার DRM-এর। নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগে ফের দেশের শীর্ষে উত্তরপ্রদেশ। কেজরির বিরুদ্ধে ১০০ কোটির দুর্নীতির দাবি ইডির।
হেডলাইন:
আরও শুনুন: 18 জুন 2024: বিশেষ বিশেষ খবর- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মালগাড়ির মৃত চালকের বিরুদ্ধেই FIR
আরও শুনুন: 17 জুন 2024: বিশেষ বিশেষ খবর- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত অন্তত ৮, কেন্দ্রকে তোপ মমতার
বিস্তারিত খবর:
1. ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতিতে পাঁচ ঘণ্টা জেরার পর ইডির দপ্তর থেকে বেরলেন টলিউড অভিনেত্রী। গত মাসেই তাঁকে সমন পাঠানো হয়েছিল। সেই সময় মেল মারফত অভিনেত্রী জানিয়েছিলেন, বিদেশে থাকার কারণে তাঁর পক্ষে দেখা করা সম্ভব হচ্ছে না। দেশে ফিরেই তিনি ইডি কর্তাদের সঙ্গে দেখা করবেন। সেই মতোই বুধবার সিজিও কমপ্লেক্সে যান অভিনেত্রী। প্রাথমিক খবর অনুযায়ী, ব্যাঙ্কে লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডি তলব করে। জেরার প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, “ইডির তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছি। ওনারা কিছু নথি চেয়েছিলেন, তা জমা দিয়েছি।” তবে এই ইস্যুতে ফের তাঁকে ডাকা হবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি ইডির তরফে।
2. কাঞ্চনজঙ্ঘা কাণ্ডে বিস্ফোরক মোড়। এবার মালগাড়ির গতিবেগ বেশি থাকার অভিযোগ তুললেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। তাঁর দাবি, কন্ট্রোলরুমে সে কথা জানিয়েছিলেন এক গেটম্যান। কিন্তু যান্ত্রিক ত্রুটি থাকায় চালকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফোনে সতর্ক করার আগেই দুর্ঘটনা ঘটে যায়। তিনি আরও জানান, পেপার সিগন্যাল বা ছাড়পত্র পাওয়ার পর মালগাড়ির গতি থাকার কথা সর্বোচ্চ ১০-১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। নিউ জলপাইগুড়ি থেকে রওনা দেওয়ার পর মালগাড়ির গতি ছিল অনেকটাই বেশি। সুতরাং মালগাড়ির মৃত চালকের দিকেই অভিযোগের তির কাটিহার DRM-এর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।