মালগাড়ির ধাক্কায় বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। মৃত ৮, জখম অন্তত ৪৫। ঘটনাস্থলে রেলমন্ত্রী, বাতিল একাধিক ট্রেন। রেলের গাফিলতিতেই দুর্ঘটনা। উত্তরবঙ্গে আহতদের সঙ্গে দেখা করে কেন্দ্রকে তোপ মমতার। আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর। উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির। দাক্ষিণাত্য থেকে রাজনীতিতে পা প্রিয়াঙ্কা গান্ধীর। ভারতীয় ফুটবলে স্টিমাচ যুগের ইতি।
হেডলাইন:
আরও শুনুন: 15 জুন 2024: বিশেষ বিশেষ খবর- অবশেষে স্বস্তি, আগামী সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ
বিস্তারিত খবর:
1. শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। ঘটনায় মৃতের সংখ্যা অন্তত ৮। আহত ৪৫। মৃতদের মধ্যে রয়েছেন মালগাড়ির চালক, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও বহু যাত্রী আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলত আহত বা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রাঙাপানি ও চাটারহাট স্টেশনের মাঝে নিজবাড়িতে একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। তাতেই বেসামাল হয়ে যায় দুরপাল্লার ট্রেনটি। পিছনের দুটি কামরা প্রায় দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। আপাতত যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনার পরই উচ্চপর্যায়ের বৈঠকে সারেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নিজেও উপস্থিত হন ঘটনাস্থলে। সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যালে গিয়ে আহতদের সঙ্গে কথাও বলেন রেলমন্ত্রী। তবে দুর্ঘটনার কারণ নিয়ে তিনিও কোনও মন্তব্য করেননি। উদ্ধারকাজ দ্রুত শেষ করাই প্রাথমিক লক্ষ বলে জানিয়েছেন অশ্বিনী। এদিকে, দুর্ঘটনার কারণে বাতিল করা হয়েছে ১৯টি ট্রেন। বেশ কয়েকটি ট্রেনের গতিপথও পরিবর্তন করা হয়েছে। আসলে, দুর্ঘটনাগ্রস্ত লাইন ফের স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে বেশ কিছুটা সময় লাগবে। সেই কারণেই ট্রেন বাতিল।
2. কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কার ঘটনায় ফিরল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। ঘটনার দায় কেন্দ্রের ঘাড়েই চাপালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এরপরই কেন্দ্রকে তোপ দেগে তাঁর বক্তব্য, “যাত্রী সুরক্ষার দিকে একেবারেই নজর দেয়নি। বন্দে ভারত এক্সপ্রেসের মতো বিলাসবহুল ট্রেন চালু করতে গিয়ে পরিকাঠামো উন্নয়ন, সুরক্ষা ব্যবস্থা নিয়ে ভাবা হয়নি। যার জন্য এই বেহাল দশা। রেলের চূড়ান্ত গাফিলতির পরিণাম এই দুর্ঘটনা।” এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ রায় ও অন্যান্য প্রশাসনিক আধিকারিক। আহতদের চিকিৎসা সংক্রান্ত সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মমতা। যদিও বিমান বিভ্রাটে উত্তরবঙ্গ পৌঁছতে দেরি হওয়ায় সেই নিয়েও ক্ষোভপ্রকাশ করেন মমতা। ঘটনায় শোকপ্রকাশ করলেও উত্তরবঙ্গ পৌঁছতে পারেননি রাজ্যপাল আনন্দ বোস। এদিকে, উত্তরবঙ্গ রেল দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ আরও অনেকে। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আহতরা পাবেন ৫০ হাজার টাকা। একইসঙ্গে মৃতদের পরিবার পিছু রেলের তরফেও আর্থিক সাহায্য করা হবে ১০ লক্ষ টাকা। গুরুতর জখমরা পাবেন আড়াই লক্ষ টাকা। সামান্য আহতরা পাবেন ৫০ হাজার টাকা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।