তীব্র গরম থেকে অবশেষে স্বস্তি। আগামী সপ্তাহেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। সোমবার থেকে আবহাওয়া বদলের পূর্বাভাস হাওয়া অফিসের। লাগাতার ভোট পরবর্তী হিংসার অভিযোগ। পরিস্থিতি দেখতে রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় দল। উপনির্বাচনেও জোটে নিয়ে জট। মেডিক্যাল প্রবেশিকা ফিরুক রাজ্যের হাতে, দাবি শিক্ষামন্ত্রীর। শেয়ার দুর্নীতি ইস্যুতে সেবির দ্বারস্থ তৃণমূল।
হেডলাইন:
আরও শুনুন: 14 জুন 2024: বিশেষ বিশেষ খবর- বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, জোট বহাল বাম-কংগ্রেসের
আরও শুনুন: 13 জুন 2024: বিশেষ বিশেষ খবর- ভোট অশান্তিতে ‘ঘরছাড়া’দের নিয়ে রাজভবনে শুভেন্দু, পথে বাধা পুলিশের
বিস্তারিত খবর:
1. অবশেষে স্বস্তি। তীব্র গরম থেকে মুক্তি পেতে পারেন দক্ষিণবঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সপ্তাহে বঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। জানা গিয়েছে, রবিবার বিকেলের পর ঝড়বৃষ্টি হতে পারে। ৪০-৫০ কিলোমিটার বেহে বইতে পারে ঝোড়ো হাওয়া। এরপর সোমবার থেকেই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা দেখছে হাওয়া অফিস। প্রাক বর্ষার বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশের সম্ভাবনা। বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। যদিও, উত্তরবঙ্গে দুর্যোগ অব্যাহত থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে একইভাবে ঝড়বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এছাড়া, সিকিমেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রবল বৃষ্টি চলবে অসম এবং মেঘালয়েও।
2. ভোটের পর রাজ্যে বেলাগাম সন্ত্রাসের অভিযোগ তুলছে বঙ্গ বিজেপি। এবার সেই সন্ত্রাস কবলিত এলাকা পর্যবেক্ষণে কেন্দ্রীয় টিম পাঠাচ্ছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। বিপ্লব দেবের নেতৃত্বাধীন এই কমিটিতে রয়েছেন বর্ষীয়ান সাংসদ রবিশংকর প্রসাদ, সাংসদ ব্রিজলাল এবং সাংসদ কবিতা পাটিদার। জানা যাচ্ছে, বাংলার বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন ওই দলের সদস্যরা। কথা বলবেন আক্রান্তদের সঙ্গে। বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও তারা বৈঠক করবেন। সাক্ষাৎ করতে পারেন রাজ্যপালের সঙ্গেও। ফিরে গিয়ে ওই কমিটি রিপোর্ট দেবে দলের সর্বভারতীয় নেতৃত্বের কাছে। এদিকে, লোকসভা ভোটের পর প্রথম বৈঠক সারলেন রাজ্য বিজেপির নেতারা। বৈঠকে ভোটের ফলাফল পর্যালোচনা, উপনির্বাচনের প্রার্থী বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তবে সেখানে উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, তিনি কোচবিহারে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছেন। তবে দলীয় বৈঠকে শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।