লোকসভার পরে বিধানসভা ভোটের দামামা রাজ্যে। ৪ কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল। উপনির্বাচনেও বজায় রইল বাম-কংগ্রেস জোট। শর্তসাপেক্ষে রাজভবনে যেতে পারেন শুভেন্দু। পুলিশকে তুলোধোনা করে অনুমতি হাই কোর্টের। ভোট-পরবর্তী অশান্তি নিয়ে রিপোর্ট মেলেনি রাজ্যের, ফের কড়া বার্তা রাজ্যপালের। শুক্র থেকেই শুরু চলতি বছরের ইউরো কাপ। ঘরের মাঠে স্কটল্যান্ডের বিরুদ্ধে নামছে জার্মানি। ইউরোপ সেরার লড়াই দেখতে মুখিয়ে ক্রীড়াপ্রেমীরা।
হেডলাইন:
আরও শুনুন: 13 জুন 2024: বিশেষ বিশেষ খবর- ভোট অশান্তিতে ‘ঘরছাড়া’দের নিয়ে রাজভবনে শুভেন্দু, পথে বাধা পুলিশের
বিস্তারিত খবর:
1. লোকসভা নির্বাচন মিটতেই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দামামা। আগামী ১০ জুলাই ভোটের জন্য শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। মানিকতলায় টিকিট পেলেন সুপ্তি পাণ্ডে। রায়গঞ্জে ফের টিকিট দেওয়া হয়েছে কৃষ্ণ কল্যাণীকে। রানাঘাট দক্ষিণেও একইভাবে ‘দলবদলু’ মুকুটমণি অধিকারীর উপরেই আস্থা রেখেছে শাসক শিবির। এদিকে দলবদল করে লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করেছেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। বিধায়কশূন্য বাগদাতে তৃণমূলের হয়ে লড়বেন মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। বাংলায় বিপুল সবুজ ঝড়ের মাঝেও লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে তেমন ভালো ফল হয়নি তৃণমূলের। এই পরিস্থিতিতে মতুয়াগড় হিসাবে পরিচিত বাগদায় ঠাকুরবাড়ির মেয়েকে প্রার্থী করা কৌশলী চাল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
এদিকে উপনির্বাচনেও জোট বাম-কংগ্রেসের। হাত শিবিরকে ১ আসন ছেড়ে প্রার্থী ঘোষণা সেলিমদের। রায়গঞ্জ আসনটি কংগ্রেসকে ছেড়েছে বামফ্রন্ট। মানিকতলায় লড়বেন সিপিএমের রাজীব মজুমদার, রানাঘাট দক্ষিণে অরিন্দম বিশ্বাস, বাগদায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌরদীপ্ত বিশ্বাস।
2. শর্তসাপেক্ষে রাজভবনে যেতে পারেন শুভেন্দু অধিকারী। পুলিশকে কার্যত তুলোধোনা করে শুক্রবার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে আদালতের নির্দেশ অনুযায়ী, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নতুন করে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে আবেদন জানাতে হবে রাজ্যের বিরোধী দলনেতাকে। বিচারপতি অমৃতা সিনহার বক্তব্য, রাজ্যপাল অনুমতি দিলে তাঁর সঙ্গে দেখা করতে পারেন শুভেন্দু অধিকারী এবং ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত ব্যক্তিরা। রাজ্যপালের অনুমতি পেলে কতজন তাঁর সঙ্গে দেখা করবেন এবং যদি গাড়ি নিয়ে যাওয়া হয় তাহলে কটি গাড়ি রাজভবনের ভিতরে যাবে তা জানাতে হবে পুলিশকে। রাজ্য সরকারের তরফে শর্ত, যাঁরা ভিতরে যাবেন, তাঁদের শনাক্তকরণের কাজ শুভেন্দু অধিকারীর পক্ষের কাউকে করতে হবে। রাজ্যের শর্তে রাজি হলেও বিচারপতির নির্দেশ, কারও পরিচয় নথিবদ্ধ করা যাবে না। না হলে পরে হেনস্তা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিচারপতি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।