ভোট অশান্তিতে ঘরছাড়াদের নিয়ে রাজভবনে শুভেন্দু। পুলিশি বাধায় গাড়িতে বসেই তোপ বিরোধী দলনেতার। জাতীয় নিরাপত্তায় ভরসা সেই ডোভাল। NEET ইস্যুতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। ‘ভুল’ প্রশ্নের জন্য পাওয়া বাড়তি গ্রেস মার্কস বাতিল, ১৫৬৩ জনের ফের পরীক্ষা। এখনই স্থগিতাদেশ নয় নিট কাউন্সেলিংয়ে। কুয়েত অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী মোদি। প্রকাশ্যে কলকাতা লিগের দিনক্ষণ।
হেডলাইন:
আরও শুনুন: 11 জুন 2024: বিশেষ বিশেষ খবর- বর্ধিত হারে DA মিলবে ১ এপ্রিল থেকেই, ঘোষণা রাজ্যের
বিস্তারিত খবর:
1. ভোট পরবর্তী অশান্তির অভিযোগে রাজভবন অভিযান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার ১০০ জন ‘ঘরছাড়া’ কর্মীকে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান তিনি। কিন্তু মাঝপথেই তাঁদের পথ আটকায় পুলিশ। গাড়িতে বসেই বাংলার শাসকদলের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। তাঁর অভিযোগ, রাজ্যপালের সঙ্গে তাঁর সাক্ষাতের ছাড়পত্র থাকলেও কেন এভাবে আটকানো হল, তার কোনও কারণ দেখাচ্ছে না পুলিশ। যদিও আটকানোর কারণ হিসেবে পুলিশের দাবি, ১৪৪ ধারা জারি থাকায় রাজভবনে এতজন মিলে যেতে পারবেন না। ক্ষুব্ধ শুভেন্দুর তোপ, “পুলিশ মমতা বন্দ্যোপাধ্যয়ের নির্দেশে কাজ করছে।” একইসঙ্গে ঘটনার কথা রাজ্যপালকে লিখিতভাবে জানানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এদিকে, ভোট পরবর্তী সন্ত্রাসের খুঁটিনাটি তথ্য দিল্লিতে পাঠানোর নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের তরফে এখনই কোনও প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছেন, দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অন্যদিকে, ভোট পরবর্তী অশান্তির অভিযোগে সরব তৃণমূলও। ঘাসফুল শিবিরের কর্মীদের বাড়িতে হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। লাগাতার এ ধরনের ঘটনায় উদ্বিগ্ন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী শুক্রবার খেজুরি যাচ্ছেন কুণাল ঘোষ, বীরবাহা হাঁসদা, শিউলি সাহা। সেখানকার পরিস্থিতি সরেজমিনে দেখবেন তৃণমূলের এই প্রতিনিধি দল।
2. জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে বহাল রইলেন অজিত ডোভাল। তৃতীয়বারের জন্য তাঁকেই ওই পদে নিয়োগের অনুমোদন দিয়েছে মোদির মন্ত্রিসভা। আগামী ১০ জুন থেকেই তাঁর নিয়োগ কার্যকর হিসেবে গণ্য হবে। ২০১৪ সাল থেকেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে রয়েছেন ডোভাল। এর আগে দীর্ঘ সাঁইত্রিশ বছর পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীতে কাটিয়েছেন। কর্ম দক্ষতার গুণে তিনিই ‘ভারতের জেমস বন্ড’ হিসেবে পরিচিত হন। ২০০৫ সালে সরকারি ভাবে অবসর গ্রহণ করলেও মোদি সরকার ক্ষমতায় এসে তাঁকেই জাতীয় নিরাপত্তার উপদেষ্টা হিসেবে নিয়োগ করে। ক্ষমতাপ্রাপ্তির তৃতীয় দফাতেও সেই নিয়মের ব্যতিক্রম হল না।
এদিকে, গত চার দিনে চারটি জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। এই নিয়ে ইতিমধ্যেই অমিত শাহ এবং অজিত ডোভালের সঙ্গে বিশেষ বৈঠক সেরেছেন মোদি। জানা গিয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি যেন সম্পূর্ণ খতিয়ে দেখা হয়। বিভিন্ন এলাকায় সম্পূর্ণ নজরদারি চালানোর কথাও বলেছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, সন্ত্রাস রুখতে যে সব পদক্ষেপ করা হচ্ছে তা যেন তাঁকে নিয়মিত জানানো হয়। একইসঙ্গে, কাশ্মীরে সন্ত্রাস রুখতে সর্বশক্তি প্রয়োগ করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।