ভোট মিটতেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। কৃষকদের জন্য বরাদ্দ হল ৩ হাজার কোটি টাকা। রাজ্যে বিনিয়োগ টানতে বৈঠক শিল্প নিগমের সঙ্গেও। রাজনীতি থেকে সাময়িক বিরতি অভিষেকের। চতুর্থবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ চন্দ্রবাবু নায়ডুর। অনুষ্ঠানে হাজির মোদি-শাহ-নাড্ডা। প্রথমবার বিজেপির মুখ্যমন্ত্রী পেল ওড়িশাও। তিরিশ বছর পরে নতুন প্রেসিডেন্ট পেল ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবিরে বদল সচিব পদেও।
হেডলাইন:
আরও শুনুন: 11 জুন 2024: বিশেষ বিশেষ খবর- বর্ধিত হারে DA মিলবে ১ এপ্রিল থেকেই, ঘোষণা রাজ্যের
বিস্তারিত খবর:
1. ভোট মিটতেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কৃষি ও শিল্প, দুয়ের হাত ধরেই রাজ্যের উন্নয়নের ভাবনা সরকারের। মুখ্যমন্ত্রীর ঘোষণা, কৃষকদের একলপ্তে প্রায় ৩ হাজার কোটি টাকা দিচ্ছে রাজ্য। একদিকে কৃষক বন্ধু প্রকল্পে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা দেওয়া হচ্ছে। যা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এই প্রকল্পে প্রত্যেক কৃষক সর্বোচ্চ ১০ হাজার টাকা পাবেন। আবার গত রবিশস্যের মরশুমে আবহাওয়ার খামখেয়ালিপনায় ক্ষতির মুখে পড়েছিলেন ২ লক্ষ ১০ হাজার আলুচাষি। শস্যবিমার সূত্রে ক্ষতিগ্রস্ত আলুচাষিদের জন্য ২৯৩ কোটি টাকা আর্থিক সাহায্য করছে রাজ্য সরকার। কেন্দ্রের বিমায় বার্ষিক প্রিমিয়াম দিতে হয়, কিন্তু চলতি বছর থেকে বিনামূল্যেই রাজ্যের শস্যবিমার সুবিধা পেতে চলেছেন কৃষকরা। নির্বাচনী গেরোয় এতদিন আটকে ছিল কৃষক বন্ধু ও শস্যবিমার টাকা, কিন্তু ভোট মিটতেই রাজ্যের চাষিদের জন্য মুক্তহস্ত রাজ্য।
এদিকে রাজ্যে শিল্প আনতেও তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শিল্প নিগমের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। থাকবেন বণিক সভার সদস্যরাও। মনে করা হচ্ছে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে পাখির চোখ করে আগেভাগেই প্রস্তিতি নিতে তৎপর রাজ্য।
2. রাজনীতি থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তৃণমূল ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে এক্স হ্যান্ডেলে তিনি নিজেই জানালেন, চিকিৎসার কারণেই এই বিরতির ঘোষণা।
বুধবার সকালে নবজোয়ার যাত্রা থেকে শুরু করে লোকসভা ভোট, একাধিক ইস্যু নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই অভিষেক লেখেন, “চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সাময়িক বিরতি নিচ্ছি। এই সময় সাধারণ মানুষের চাহিদা কী, তা আরও ভালোভাবে অনুধাবনের সুযোগ পাব। আমি বিশ্বাস করি, রাজ্য সরকার দ্রুত এবং ভালোভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করবে।” এমনিতে চোখের সমস্যার জন্য নির্দিষ্ট সময় অন্তর চিকিৎসা করাতে হয় অভিষেককে। তবে এবার কোথায় যাচ্ছেন, তা জানাননি নেতা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।