ফের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মন্ত্রক অপরিবর্তিত নির্মলা, রাজনাথ, অশ্বিনীর। শপথের পর মন্ত্রিসভার প্রথম বৈঠক সারলেন মোদি। বৈঠকে আবাস যোজনার বড় সিদ্ধান্ত। ১৮ জুন থেকে শুরু হচ্ছে নতুন লোকসভার অধিবেশন। দাবি আদায়ে কৃষকদের পাশেই তৃণমূল। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের আশ্বাস মমতার। লোকসভা মিটতেই রাজ্যে ফের ভোট। জামাইষষ্ঠীতে ভিজতে পারে বাংলা।
হেডলাইন:
আরও শুনুন: 8 জুন 2024: বিশেষ বিশেষ খবর- ‘হয়তো ১৫ দিনও থাকবে না NDA সরকার’, ভবিষ্যদ্বাণী মমতার
বিস্তারিত খবর:
1. জল্পনা উড়িয়ে আরও একবার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন অমিত শাহ্। একইসঙ্গে অপরিবর্তিত থাকলেন মোদি ক্যাবিনেটের ‘বিগ ৪’। অমিত শাহ-র স্বরাষ্ট্রমন্ত্রকের মতোই এক থাকল নির্মলা, রাজনাথ, অশ্বিনীর মন্ত্রক।
প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে রাজনাথ, অর্থ নির্মলারই রইল। রেলমন্ত্রী রইলেন অশ্বিনী বৈষ্ণব। সড়ক ও পরিবহন মন্ত্রক নীতিন গড়করি। বিদেশমন্ত্রী এস জয়শংকর। এছাড়া হরিয়ানার প্রাক্তন মনোহরলাল খট্টর বিদ্যুৎ ও নগরোন্নয়ন মন্ত্রক, শিবরাজ সিং চৌহান পঞ্চায়েত আর গ্রামীণ উন্নয়নের পাশাপাশি পেলেন কৃষি মন্ত্রকও। স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্বে জে পি নাড্ডা। ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী হচ্ছেন চিরাগ পাসোয়ান। অন্নপূর্ণা দেবী দায়িত্ব পাচ্ছেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ভারী শিল্প কুমারস্বামীর দায়িত্বে। বিমানমন্ত্রীর পদ সামলাবেন রামমোহন নাইডু। জিতনরাম মাঝি ক্ষুদ্র ও মাঝারি শিল্প। সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টেলি যোগাযোগ মন্ত্রকের দায়িত্বে। জাহাজমন্ত্রী হচ্ছেন সর্বানন্দ সোনোয়াল। শান্তনু ঠাকুর ওই মন্ত্রকের ডেপুটি। গজেন্দ্র সিং শেখাওয়াত সংস্কৃতি ও পর্যটন মন্ত্রক। অজয় টামটা ও হর্ষ মালহোত্রা পেয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্ব। হরদীপ সিং পুরী পেট্রোলিয়াম মন্ত্রী। সি আর পাটিল জলশক্তি মন্ত্রকের দায়িত্বে। ভূপেন্দ্র যাদব পরিবেশমন্ত্রী। জানা যাচ্ছে, সোমবার মোদির বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রক বণ্টন হয়েছে।
2. তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করেলেন নরেন্দ্র মোদি। সোমবার নিজের বাসভবনে নতুন মন্ত্রীসভার বৈঠক সারলেন মোদি। জানা যাচ্ছে, বৈঠকে ৩ কোটি বাড়িকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের অন্তর্বর্তীকালীন বাজেটে পেশের সময়েই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, আরও ২ কোটি বাড়িকে আবাস যোজনার আওতায় আনা হবে। কিন্তু বৈঠকে বাড়ল সেই সংখ্যা। এদিকে, আগামী ১৮ জুন থেকে শুরু হতে পারে নতুন লোকসভার অধিবেশন। শোনা যাচ্ছে, ১৮ ও ১৯ তারিখ হতে পারে নতুন সাংসদদের শপথগ্রহণ। ২০ জুন স্পিকার নির্বাচনের সম্ভাবনা রয়েছে। ২১ জুন দুই কক্ষের যৌথ অধিবেশন হতে পারে। সেখানে ভাষণ রাখবেন দ্রৌপদী মুর্মু। এবারের অধিবেশনে দশ বছর পর বিরোধী নেতার আসনে বসতে চলেছে কংগ্রেস। ইন্ডিয়া জোটের সাংসদ থাকবেন ২৩৪ জন। গত দুবারের তুলনায় পরিস্থিতি সব মিলিয়ে অন্যরকম। প্রথম থেকেই মোদি সরকারকে চাপে রাখতে যে বিরোধীরা একজোট বাঁধতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। যদিও স্পিকার পদ নিয়ে ইতিমধ্যেই দড়ি টানাটানি শুরু হয়েছে এনডিএর অন্দরমহলে। বিজেপি চাইছে স্পিকার পদে বসুক অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি দগ্গুবতী পুরন্দেশ্বরী। অন্যদিকে, এনডিএ শরিক টিডিপি চাইছে তাদের দলের কোনও সদস্যকে দেওয়া হোক স্পিকার পদ। সবমিলিয়ে অধিবেশন শুরুর আগেই স্পিকার পদ নিয়ে দ্বন্দ্ব এনডিএ-র অন্দরমহলে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।