তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নরেন্দ্র মোদির। শপথ অমিত শাহ্, রাজনাথ সিং, নাড্ডা-সহ অন্য মন্ত্রীদের। বাংলা থেকে প্রতিমন্ত্রী সুকান্ত, শান্তনু। অবশেষে মিলল স্বস্তি। দুদিন বন্ধ থাকার পর চালু শিয়ালদহ স্টেশনের বন্ধ প্ল্যাটফর্ম। শপথের দিনেই NEET ইস্যুতে প্রশ্নের মুখে মোদি। এনডিএ ছাড়ার ভাবনা এনসিপি অজিত শিবিরেরর একমাত্র সাংসদের। ভারত-পাক মহারণের শুরুতে বৃষ্টির ভ্রূকুটি।
হেডলাইন:
আরও শুনুন: 8 জুন 2024: বিশেষ বিশেষ খবর- ‘হয়তো ১৫ দিনও থাকবে না NDA সরকার’, ভবিষ্যদ্বাণী মমতার
আরও শুনুন: 7 জুন 2024: বিশেষ বিশেষ খবর- রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ মোদির, পেলেন প্রধানমন্ত্রীর নিয়োগপত্র
বিস্তারিত খবর:
1. জোটসঙ্গীদের পাশে নিয়েই তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। জওহরলাল নেহরুর পর তিনিই পরপর তিন বার প্রধানমন্ত্রী হওয়ার নজির স্পর্শ করলেন। তাঁকে শপথবাক্যা পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার সন্ধেয়, রাষ্ট্রপতি ভবনে তাঁর শপথের সাক্ষী থাকলেন সাত দেশের রাষ্ট্রপ্রধান। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজ সাজ রব ছিল রাজধানীতে। শপথে যোগ দেওয়ার আগে দেশের শহিদদের শ্রদ্ধা জানান মোদি। স্মরণ করেন গান্ধীজি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীকেও। সন্ধেয় নিজের বাসভবনে হবু মন্ত্রীদের নিয়ে সারেন চা-চক্র। সেখানে আগামী একশো দিনের কাজের টার্গেট দিয়ে দেন তিনি। এদিনের অনুষ্ঠানে বিরোধী জোটের তরফে উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাড়গে। তবে, শপথ অনুষ্ঠানে না থাকার কথা আগেই জানিয়ে দিয়েছিল তৃণমূল। অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খান, অক্ষয় কুমার-সহ একাধিক বলিতারকা। প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গেই এদিন শপথ নিলেন নতুন মন্ত্রীরা। শপথ নিলেন অমিত শাহ্, রাজনাথ সিং, নীতিন গড়কড়ির মতো বর্ষীয়ান রাজনীতিকরা। এবারের মন্ত্রিসভায় থাকছেন মনোহরলাল খাট্টার, জে পি নাড্ডাও। অর্থাৎ সর্বভারতীয় স্তরে বিজেপির সাংগঠনিক স্তরে যে রদবদল হচ্ছে, তারও ইঙ্গিত থাকল তাঁদের শপথে। এদিন শপথ নেন জেডিএস-এর এইচডি কুমারস্বামী, টিডিপি-র রামমোহন নায়ডু, জেডিইউ-এর লালন সিং প্রমুখ নেতারা। বাংলা থেকে এই মন্ত্রিসভায় জায়গা পেলেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। দুজনেই প্রতিমন্ত্রীর পদ পাচ্ছেন বলেই জানা গিয়েছে।
2. দীর্ঘ যাত্রী ভোগান্তির পর খুলল শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। রবিবার দুপুর ১২টা থেকে পুনরায় যাত্রী পরিষেবা শুরু করেছে রেলকর্তৃপক্ষ। পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হতে সময় লাগলেও, যত তাড়াতাড়ি সম্ভব ভোগান্তি কমানোর আশ্বাস কর্তৃপক্ষের। জুলাই মাসের শুরু থেকে শিয়ালদহ মেন ও উত্তর বিভাগে ১২ কোচের ট্রেন চালানোর জন্য প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছিল। যার জেরে বন্ধা রাখা হয় ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। পরিবর্তে অনেক ট্রেন দমদমে যাত্রা শেষ করছিল। বাতিল ছিল বহু ট্রেন। তাতেই চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দূর পাল্লার ট্রেনের যাত্রীরাও নাকাল হয়েছেন। এর মধ্যে টিটাগড়ে ট্রেন থেকে পড়ে মারা যান এক যাত্রী। যা নিয়ে ক্ষোভ বাড়ছিল যাত্রীদের মধ্যে। অবশেষে রবিবার চালু করা হল বন্ধ থাকা প্ল্যাটফর্মগুলি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।