তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন মোদি। অথচ তাঁর আক্ষেপ, প্রয়াত মায়ের স্বপ্ন পূরণ করতে পারেননি। লোকসভা নির্বাচনের আগে নিজেই বলেছিলেন একথা। প্রয়াত মায়ের ঠিক কোন অপূর্ণ স্বপ্নের কথা বলেছিলেন মোদি? আসুন শুনে নেওয়া যাক।
২০২২-এ মাতৃহারা হয়েছেন প্রধানমন্ত্রী মোদি। ঘটনার বেশিদিন কাটেনি। এরইমাঝে দেশজুড়ে লোকসভার ঝড় বয়ে গেল। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও, এনডিএ-র দৌলতে দেশের সরকার গড়ছে। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন মোদি। এই আবহে মায়ের স্মৃতিচারণা করতে শোনা গেল প্রধানমন্ত্রীকে। তাঁর আক্ষেপ, এখনও মায়ের স্বপ্নপূরণ করে উঠতে পারেননি।
আরও শুনুন: একশো বছরের জন্মদিনে উপহার, প্রধানমন্ত্রীর মায়ের নামে রাস্তার নামকরণ গুজরাটে
সব সন্তানের কাছেই মা আবেগের জায়গা। ভালোবাসার জায়গা। প্রধানমন্ত্রী মোদিও অবশ্যই ব্যতিক্রম নন। মা-কে নিয়ে বলতে গিয়ে বরাবর আবেগে ভাসেন মোদি। লোকসভা নির্বাচনের প্রচারে গিয়েও মায়ের ছবি দেখে বক্তব্য থামিয়েছেন। পুরনো কথা মনে করে চোখ ভিজিয়েছেন। এর আগে সমস্ত নির্বাচনে মা সঙ্গে ছিলেন। এবার তা হয়নি। তাই লোকসভা নির্বাচনের আবহে বারবার মায়ের কথা মনে করেছেন মোদি। প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গে রায়সেন গ্রামে থাকতেন তাঁদের মা হিরাবেন মোদি। প্রধানমন্ত্রীর মা হিসেবে আলাদা কোনও সুবিধা নিতেন না। প্রধানমন্ত্রীও মায়ের ইচ্ছাকে সম্মান দেখাতেন। মাঝেমধ্যে গ্রামের বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে সময় কাটিয়ে আসতেন। এমনকি জন্মদিনেও দুজনে একসঙ্গে কাটাতেন। নেটদুনিয়ায় তাঁদের সেইসব ছবি ভাইরাল হত। সেইসঙ্গে টিভিতে মোদির শপথগ্রহণ দেখছেন হিরাবেন, এই ছবিও নেটদুনিয়ায় বেশ আবেগ ছড়াত প্রতিবার। তবে এবার আর তেমন কোনও নতুন ছবি নেটদুনিয়ায় ঘুরবে না। খোদ মোদিও মায়ের এই অনুপস্থিতির কথা মনে করে আবেগে ভেসেছেন। এক সাক্ষাৎকারে মায়ের প্রসঙ্গে বলতে গিয়ে দেশের সব মায়েদের নিজের ‘মা’ হিসেবে সম্মান জানিয়েছিলেন মোদি। পতিত পাবন মা গঙ্গার কথাও বলেন মোদি। সেখানেই মায়ের স্বপ্নপূরণ করতে না পারার আক্ষেপ করেন মোদি।
আরও শুনুন: ভক্তের হাতে মায়ের ছবি, চোখ পড়তেই আবেগে কথা থামল মোদির
মোদির কথায়, মায়ের জীবনসংগ্রাম বরাবর অনুপ্রেরণা যুগিয়েছে তাঁকে। রাজনীতি জীবনেও মায়ের নানা পরামর্শ মেনে চলতেন। মায়ের কড়া নির্দেশ ছিল, কখনও যেন ঘুষ না নেন। সেইসঙ্গে দেশের গরীবদের জন্য কাজ করার কথাও বারবার বলতেন হিরাবেন, এমনটাই স্মৃতিচারণায় বলেন মোদি। এরপরই তাঁর আক্ষেপের কথা বলেন। তাঁর কথায়, একজন মা সন্তানের কাছে যা কিছু চায়, তিনি তা দিতে পারেননি। অর্থাৎ এখনও মায়ের স্বপ্নপূরণ করতে পারেননি বলেই মনে করছেন মোদি। তবে এই স্বপ্ন ঠিক কী, সে কথা স্পষ্ট করে বলেননি। আসলে, সন্তান সবসময় মায়ের সমস্ত ইচ্ছাপূরণের চেষ্টা করে। কিন্তু বাস্তবে পরিস্থিতির চাপে এমন অনেক কিছুই করা হয়ে ওঠে না। অন্তত সন্তানের জন্য মা যতটা করেন, সন্তান কখনই সেই সবকিছু সুদে আসলে ফেরত দিতে পারে না। হয়তো তেমনটা করা সম্ভবই নয়। তবু কেউ কেউ নিজের সবটুকু দিয়ে মায়ের সব ইচ্ছাপূরণের চেষ্টা করেন। কেউ কেউ সেই সুযোগটুকুও পান না। এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী মায়ের স্বপ্নপূরণের কথা বলতে চেয়েছেন। অনেকেই বলবেন, যিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, তাঁর আর মাকে দেওয়ার মতো কী থাকতে পারে! আসলে, প্রধানমন্ত্রী হলেও মায়ের কাছে তাঁর একমাত্র পরিচয় সন্তান। সেই হিসাবেই মায়ের সব স্বপ্নপূরণ করা হয়ে ওঠেনি বলে আক্ষেপ মোদির।