বিতর্কিত পোশাক থেকে বেফাঁস মন্তব্য, বারেবারেই খবরের শিরোনামে উঠে এসেছেন উরফি জাভেদ। তবে বিতর্কের সঙ্গে যতই তাঁর নাম জুড়ে যাক না কেন, কঙ্গনার চড় বিতর্কে অভিনেত্রী-সাংসদের পাশেই দাঁড়ালেন তিনি। খোলামেলা পোশাক প্রসঙ্গে কঙ্গনা যেমন তাঁকে সমর্থনই করেছিলেন, তেমনই এবার বন্ধুত্ব ফিরিয়ে দিলেন উরফিও।
কঙ্গনাকে চড় মারা অন্যায়! চড় বিতর্কে সাফ বক্তব্য উরফি জাভেদের। বিতর্কিত কাণ্ডের জন্য তিনি নিজে কম শিরোনামে আসেননি। কিন্তু কঙ্গনার চড় কাণ্ডে তাঁর পাশেই দাঁড়ালেন উরফি। বিজেপির সঙ্গে তাঁর ব্যক্তিগত দ্বন্দ্বের ইতিহাস ভুলে, প্রাধান্য দিলেন বন্ধুত্বকেই। যে কঙ্গনা একসময় তাঁকে বুঝিয়েছিলেন, তোমার শরীর তোমার নিজেরই, অন্য কেউ তাকে অসম্মান করতে পারে না; সেই কঙ্গনা শারীরিকভাবে আক্রান্ত হতেই তাঁকে বন্ধুত্ব ফিরিয়ে দিলেন উরফি জাভেদও। অবশ্য কঙ্গনার রাজনৈতিক আদর্শে যে তিনি বিশ্বাসী নন, সে কথাও আগেভাগেই জানিয়ে রেখেছেন উরফি। তারকাদের মধ্যে হিন্দু-মুসলিমের দাগ টানা নিয়ে এর আগেও কঙ্গনার সঙ্গেই তর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু তারপরেও উরফির মত, রাজনৈতিক বিরোধিতার জবাব কখনোই হিংসা হতে পারে না।
আরও শুনুন:
অতি দেশপ্রেমের কবল থেকে কি এবার মুক্তি পাবে মেনস্ট্রিম সিনেমা?
বিমানে চড়তে গিয়ে যে চড় খেতে হবে, এমনটা নিশ্চয়ই ভাবেননি বলিউডের ‘কুইন’। অবশ্য এখন বলিউডের চেয়ে তাঁর বেশি যোগাযোগ বিজেপির সঙ্গেই। সে বিজেপি শিবিরের সঙ্গে আবার উরফি জাভেদের সম্পর্ক বিশেষ ভালো নয়। খোলামেলা পোশাক পরার কারণে তাঁকে জেলে ঢোকানোর দাবি পর্যন্ত তুলেছিলেন বিজেপি নেত্রী। বিজেপির মহারাষ্ট্র মহিলা মোর্চার প্রেসিডেন্ট সরাসরি তাঁর বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করে বসেন। যদিও তা প্রথম নয়, খোলামেলা কিংবা অদ্ভুত পোশাক পরে বারেবারেই নেতিবাচক সমালোচনার মুখে পড়েছেন উরফি। তবে সেখানেই কঙ্গনার থেকে সমর্থন পেয়েছিলেন তিনি।
আসলে পাঠান প্রসঙ্গে তারকাদের ধর্ম টেনে মন্তব্য করেছিলেন কঙ্গনা। উরফি অবশ্য তাঁকে পালটা দিয়েই বলেছিলেন, অভিনেতা অভিনেত্রীদের ধর্ম দিয়ে আলাদা করা যায় নাকি! না, আদর্শ জগতে তেমনটা হওয়ার কথা নয়, একমত হন কঙ্গনাও। তবে সেই আদর্শ জগৎ পাওয়ার জন্য যে ইউনিফর্ম সিভিল কোড বাধ্যতামূলক, সে কথা বলতে ছাড়েননি অভিনেত্রী। এদিকে নিত্যনতুন ফ্যাশন স্টেটমেন্ট পরখ করাই যাঁর শখ, সেই উরফি হাসির ছলেই বলেছিলেন, ইউনিফর্ম ব্যাপারটিতেই তিনি স্বচ্ছন্দ নন। সেখানে কিন্তু কঙ্গনাও তাঁকে সমর্থন করে বলেন, পোশাক পরা হোক বা না পরা, সবই মানুষের নিজস্ব অভিব্যক্তি। কন্নড় কবি আক্কা মহাদেবীর গল্প শুনিয়ে অনুজ তারকাকে ভালোবাসাও জানিয়েছিলেন তিনি।
আরও শুনুন:
‘আঙুল ঠিক জায়গায় দিন’, অভিনেত্রীর হস্তমৈথুনের দৃশ্য ঘুরিয়ে দিয়েছিল নির্বাচনী প্রচারও
ঘটনাচক্রে কঙ্গনা নিজেও এখন বিজেপির সাংসদ। কিন্তু সেই রাজনৈতিক পরিচয়কে পাশে সরিয়ে রেখেই এবার তাঁর পাশে দাঁড়ালেন উরফি। যেন ফিরিয়ে দিলেন সেই পুরনো বন্ধুত্বের জের। নিজে যতই বিতর্কে জড়ান না কেন, কোনও বিতর্ক যে শারীরিক আক্রমণ পর্যন্ত গড়ানো উচিত নয়; সেই মতের পক্ষেই সওয়াল করলেন উরফি জাভেদ।