এনডিএ-কে সমর্থন নীতীশ-নায়ডুর। জোটের নেতা হিসেবে একযোগে মোদিকেই ভোট শরিকদের। সরকার গঠনের দাবিতে দ্রুতই রাষ্ট্রপতির দ্বারস্থ বিজেপি। খাড়গের বাড়িতে বৈঠকে ইন্ডিয়া জোট। হাজির সোনিয়া-রাহুল, স্ট্যালিন, অখিলেশরা। দিল্লি যাওয়ার আগে বিজেপির ফল নিয়ে খোঁচা অভিষেকের। মোদির শপথের দিনই কালীঘাটে হাইভোল্টেজ বৈঠক। জয়ী প্রার্থীদের সঙ্গে আলোচনায় মমতা-অভিষেক। একদিনেই ধস সামলে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজার। ফলপ্রকাশের পর বাজার খুলতেই বাড়ল সেনসেক্সের সূচক।
হেডলাইন:
আরও শুনুন: 4 জুন 2024: বিশেষ বিশেষ খবর- NDA-র ঘাড়ে নিঃশ্বাস ‘ইন্ডিয়া’র, লোকসভায় বাংলায় সবুজ ঝড়
বিস্তারিত খবর:
1. ভোটের ফলপ্রকাশের পর সরকার গড়ার জন্য নীতীশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নায়ডুর টিডিপি-র উপরেই ভরসা করেছিল এনডিএ জোট। বুধবার শরিক দলগুলির সঙ্গে দীর্ঘ আলোচনায় রফা চূড়ান্ত হওয়ার পর এনডিএ জোটকে সমর্থন জানালেন দুই নেতাই। জানা যাচ্ছে, দুই দলনেতার কাছ থেকে লিখিত সমর্থন পাওয়ার পর বুধবার রাতেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাতে চলেছে বিজেপি।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার রাতেই বিদায়ী মন্ত্রিসভাকে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আবার এদিনই রাষ্ট্রপতি ভবনে গিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদি। আর এর মধ্যেই সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। জানা গিয়েছে, পাঁচ থেকে ছটি ক্যাবিনেট পদ দাবি করেছেন চন্দ্রবাবু নায়ডু। পাশাপাশি অমিত শাহকেও পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন না জেডি(ইউ) প্রধান। তবে দাবি-দাওয়া নিয়ে সংঘাতের মেঘ আপাতত কেটেছে বলেই মনে করা হচ্ছে। রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী মন্ত্রীসভার নৈশভোজ সম্পন্ন হওয়ার পর রাতেই নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ডুদের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হতে পারেন মোদি। এনডিএ শরিক দলগুলির সমর্থনপত্র রাষ্ট্রপতির কাছে পেশ করে সরকার গঠনের দাবি জানাবেন তিনি। সব ঠিক থাকলে আগামী ৮ জুন তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন মোদি।
2. লোকসভা ভোটের ফল প্রকাশের পর বুধবার বৈঠকে ইন্ডিয়া জোট। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে হাজির রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, শরদ পাওয়ার, স্ট্যালিন, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, সীতারাম ইয়েচুরি সহ তাবড় নেতা। লোকসভায় জোটের ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য ধন্যবাদ জানালেন খাড়গে। আর ভোটের ফল যে মোদি ও বিজেপির রাজনীতিকে সম্পূর্ণ নাকচ করছে, সে বিষয়ে জোর দিলেন তিনি। এই নৈতিক জয় মাথায় রেখেই সংসদে পরবর্তী লড়াইয়ের সুর বাঁধলেন ইন্ডিয়া জোটের নেতারা।
তৃণমূলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জোটের বৈঠকে যেতে পারবেন না, জানিয়ে দেন আগেই। বদলে বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানে যাওয়ার আগেই বিজেপিকে অভিষেকের খোঁচা, “রাম আয়া, ইনসাফ আয়া।” অর্থাৎ যে রামের দোহাই দিয়ে ভোট বৈতরণী পারের চেষ্টা করেছিল বিজেপি, সেই রামের নাম নিয়েই তাদের খোঁচা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।