মমতার নেতৃত্বে ফের সবুজ ঝড় বাংলা জুড়ে। ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জয়ী অভিষেক। মিলল না ৪০০ পারের স্লোগান। একক সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি, তবে তৃতীয়বার সরকার গড়ার পথে NDA। লোকসভায় কামব্যাক কংগ্রেসের। রাজ্যের দুই উপনির্বাচনেও জয়ী তৃণমূল। মোদি ম্যাজিক উধাও হতেই ফল ভুগল শেয়ার বাজার।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. এক্সিট পোলের যাবতীয় হিসেবনিকেশ উড়িয়ে ফের সবুজ ঝড় বাংলায়। মমতার গ্যারান্টি আর অভিষেকের পরিশ্রমের ফল মিলল রাজ্য জুড়ে। শেষ পর্যন্ত পাওয়া খবর বলছে, ২০১৯-এর ফলাফলকেও ছাপিয়ে গিয়ে চব্বিশের ভোটে বাংলায় তৃণমূলের প্রাপ্তি ২৯ আসন। ১২টি আসন পেয়েছে বিজেপি, একটি কংগ্রেস।
ভোটের বাংলায় রাজ্য চষে ফেলেছিলেন অভিষেক। ভোট ঘোষণা হওয়ার পরই নিজের কেন্দ্রের উদ্দেশে বলেছিলেন, ‘আমাকে এই কেন্দ্র থেকে জেতানোর দায়িত্ব আপনাদের। বাকি ৪১টা কেন্দ্র থেকে দলকে জেতানোর দায়িত্ব আমার।’ ৭ লক্ষের বেশি ভোটে জিতে সে কথা রাখলেন দলের সেনাপতি। এদিকে অনুব্রতবিহীন বীরভূমেও বজায় রইল সবুজ ঝড়। বিপুল ভোটে জয়ী শতাব্দী রায় ও অসিত মাল। বারাকপুর কেন্দ্রে গেরুয়া মুছে জয়ী হলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। ঘাটালে হ্যাটট্রিক দেবের, যাদবপুরে জিতলেন সায়নী ঘোষ। লকেটকে হারিয়ে হুগলিতে নয়া অধ্যায়ের শুরু রচনা বন্দ্যোপাধ্যায়ের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মেদিনীপুরে জয়ী জুন মালিয়া। এদিকে জনতার রায়েই ফের সংসদের রাজপথ ধরলেন মহুয়া মৈত্র। রাজ্যের ফলাফল স্পষ্ট হতেই সাংবাদিক বৈঠকে দলের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির লড়াইয়ে তৃণমূলের উপর আস্থা রাখার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন তিনি। একইসঙ্গে কাঁথি-তমলুকের ভোটগণনা নিয়েও কারচুপির অভিযোগ তুললেন মমতা। ইউসুফ পাঠানের কাছে পরাজিত কংগ্রেস নেতা অধীর চৌধুরীকেও বিজেপি বলে কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর। বুথফেরত সমীক্ষার নেপথ্যেও বিজেপির প্রভাব ছিল বলেই তোপ দেগেছেন তিনি। ‘আপনার ম্যাজিক শেষ’, অবিলম্বে পদত্যাগ দাবি করে মোদিকে বললেন মমতা। বাংলার বকেয়া না মেটালে আন্দোলন হবে, ভোটের ফলের পরই হুঙ্কার বাংলার মুখ্যমন্ত্রীর।
2. লোকসভার শুরু থেকে চারশো পারের স্লোগান তুললেও, প্রার্থিত আসন মিলল না বিজেপির। উনিশের নির্বাচনের তুলনাতেও কমল আসন সংখ্যা। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুসারে, ২৪০টি আসনে জয়ের পথে বিজেপি।
বারাণসী কেন্দ্রে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় হাসিল করলেন নরেন্দ্র মোদি। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজয় রাইকে হারালেন দেড় লক্ষেরও বেশি ভোটে। তবে উনিশের ভোটে এই কেন্দ্রেই প্রায় ৪ লক্ষ ৮০ হাজার ভোটে জিতেছিলেন তিনি। সেই তুলনায় এবার ব্যবধান কমল প্রায় দুই-তৃতীয়াংশ। যা ‘মোদি ম্যাজিক’-এর সঙ্গে একেবারেই বেমানান। ২০১৪ ও ২০১৯ সালে যে গেরুয়া ঝড় দেখা গিয়েছিল তা এবার অনেকটাই ফিকে। তবে জোট শরিকদের উপর ভরসা রেখেই টানা তৃতীয়বার সরকার গড়ার পথে এনডিএ। ‘অভূতপূর্ব’ এই সাফল্যের পর দেশবাসীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী দিনে দেশবাসীর সমস্ত আশা পূরণ করবেন বলেও প্রতিশ্রুতি মোদির।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।