সিনেমা হওয়ার আগে গান্ধীকে চিনতেনই না কেউ, দাবি মোদির। সেই দাবির বিরুদ্ধেই এবার সরাসরি পুলিশের দ্বারস্থ হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক। প্রধানমন্ত্রীর নামেই দায়ের করলেন অভিযোগ। আসুন, শুনে নেওয়া যাক।
মহাত্মা গান্ধী সম্পর্কে মোদির মন্তব্য নিয়ে দেশজুড়ে শোরগোল। সোশাল মিডিয়া জুড়ে ছড়িয়েছে মিম আর মশকরার জোয়ার। চোখা চোখা বাক্যবাণে মোদিকে নিশানা করছেন অনেকেই। কিন্তু কেবল দূর থেকে তির ছোড়ার দলে থাকেননি জাতীয় পুরস্কার প্রাপ্ত এক পরিচালক। বরং মোদি-মন্তব্যের পালটা জবাব দেওয়ার কথা ভেবেছেন তিনি, সরাসরি আইনি পথেই। মোদির এই মন্তব্য মহাত্মা গান্ধীর পক্ষে অত্যন্ত অপমান ও অসম্মানের, এই মর্মেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন লুইত কুমার বর্মন।
আরও শুনুন:
বিশ্বের কাছে অচেনা মহাত্মা গান্ধী, দাবি মোদির! অথচ ইতিহাস বলছে…
ভোটের বাজারে আলটপকা মন্তব্য করে বসেন অনেক নেতাই। তবে সম্প্রতি খোদ মহাত্মা গান্ধীকে নিয়ে মোদি যে মন্তব্য করে বসেছেন, তা নজর এড়ানো মুশকিল। তাঁর দাবি, দেশের বাইরে নাকি কেউই চিনতেন না মহাত্মা গান্ধীকে। আন্তর্জাতিক মহলে তাঁকে পরিচিত করানোর যাবতীয় কৃতিত্ব ‘গান্ধী’ সিনেমার। কংগ্রেস সরকারকে নিশানা করতে গিয়েই অবশ্য এ কথা বলেছিলেন মোদি। কিন্তু ইতিহাস তো আর সে কথা বলছে না। ইতিহাস বরং বলছে, আইনস্টাইন থেকে রম্যাঁ রলাঁ, মার্টিন লুথার কিং থেকে নেলসন ম্যান্ডেলা, কে না চিনতেন ভারতের এই ত্যাগী মানুষটিকে! এমনকি পাঁচ-পাঁচবার নোবেলের জন্যও মনোনীত হয়েছিল তাঁর নাম। সুতরাং মহাত্মা গান্ধীকে কেউ চিনতেন না, এ কথা বললে সেই সমগ্র ইতিহাসকেই অস্বীকার করা হয়।
আরও শুনুন:
মনোনীত হয়েছিলেন ৫ বার, রাজনীতিক নন বলেই কি নোবেল পাননি মহাত্মা গান্ধী?
আর এখানেই আপত্তি তুলেছেন এই পরিচালক। গুয়াহাটির বাসিন্দা লুইত কুমার বর্মন সেখানকার হাতিগাঁও থানাতেই অভিযোগ দায়ের করেছেন প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে। তাঁর বক্তব্য, ভারতের একজন নাগরিক হিসেবে মহাত্মা গান্ধীর অপমান মেনে নেওয়া যায় না। আর যা বলা হয়েছে, তা গান্ধীর প্রতি অত্যন্ত অবমাননাকর। এহেন কথা বলে শুধু মহাত্মা গান্ধীই নন, দেশের সব মানুষকেই আসলে অসম্মান করেছেন মোদি, এমনটাই মনে করছেন এই পরিচালক। এ মত হয়তো আরও অনেকেরই, সোশাল মিডিয়ার আলাপ আলোচনা থেকেই তা স্পষ্ট। তবে কেবল সোশাল মিডিয়াতে মিম শেয়ার করে কিংবা তর্কবিতর্ক করেই থেমে যাননি এই পরিচালক। নিজের প্রতিবাদকে যথাস্থানেই পৌঁছে দিতে চেয়েছেন তিনি। আর তাই, মোদি-মন্তব্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি করেই এবার পুলিশের দ্বারস্থ হলেন জাতীয় পুরস্কার বিজয়ী এই পরিচালক।