শেষ দফার আগে যৌথ প্রচারে মমতা-অভিষেক। দমদম ও বরানগরে ভোট ভাগের ছক বাম-বিজেপির, দুই দলের আঁতাঁত নিয়ে বিস্ফোরক নেত্রী। বিবেকানন্দ রকে ধ্যানে বসে পরোক্ষে প্রচার চালাবেন মোদি। অভিযোগে সরব তামিলনাড়ু কংগ্রেস। ‘ধ্যান কেউ ক্যামেরা নিয়ে করে?’ খোঁচা মমতারও। ব্রিজভূষণের ছেলের কনভয়ে পিষে মৃত্যু ২ শিশুর। আমেরিকার চাপেও যুদ্ধবিরতিতে নারাজ নেতানিয়াহু। রাফার শরণার্থী শিবিরে ফের হামলা ইজরায়েলের, বোমায় মৃত ২১।
হেডলাইন:
আরও শুনুন: 28 মে 2024: বিশেষ বিশেষ খবর- ভোটের শেষ পর্বে কলকাতায় রোড শো মোদির, জোড়া পদযাত্রা মমতারও
আরও শুনুন: 27 মে 2024: বিশেষ বিশেষ খবর- রেমাল-তাণ্ডবে বাংলায় মৃত্যু ৬ জনের, আর্থিক সাহায্যের আশ্বাস প্রশাসনের
বিস্তারিত খবর:
1. ভোটের একেবারে শেষলগ্নে যৌথ প্রচারে মমতা-অভিষেক। ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার সারলেন তৃণমূল সুপ্রিমো। সাংসদ হিসেবে নিজের ভাইপোকে দরাজ সার্টিফিকেট দিয়ে মমতার বক্তব্য, “ওর থেকে ভালো কেউ লোকসভা দেখতে পারে না।” মঞ্চ থেকেই বিজেপিকে মমতার চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে অভিষেককে ও তাঁকে গ্রেপ্তার করুক বিজেপি।
শেষ দফা ভোটের আগে বুধবার কলকাতা জুড়ে প্রচারে নেমেছেন নেত্রী। উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো করেন দলনেত্রী। সেই রোড শো শেষে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে একসঙ্গে ডেকে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতায় মার্জিন বাড়ানোর জন্য একসঙ্গে কাজ করার পরামর্শ দেন। এদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে বারুইপুরে প্রচারসভা ছিল মমতার। সেখান থেকেই দমদম কেন্দ্রে বাম-রাম সেটিং নিয়ে সরব হন তিনি। তাঁর দাবি, “দমদমে লোকসভা ভোটে সব ভোট সিপিএম বিজেপিকে দেবে। আর একটা আসনে বিধানসভা ভোট আছে, বরানগর, সেখানে সিপিএমের ভোটটা বিজেপিতে আসবে।” যদিও তৃণমূল সভানেত্রীর এই দাবি মানতে নারাজ বাম-বিজেপি দুপক্ষই।
2. নির্বাচনের মাঝেই শওকত মোল্লা, দেবরাজ চক্রবর্তীকে তলব সিবিআই-এর। মাঝরাতে হাজিরার নোটিস পাঠিয়ে বুধবার সিবিআই দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁদের। বুধবার বারুইপুরের সভা থেকে এই ইস্যুতে দুই তৃণমূল নেতার পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তকারী সংস্থা ও বিজেপিকে একযোগে তোপ দেগে তিনি বলেন, “জিতেই যদি যাও তবে এত ভয় কীসের?”
কয়লা পাচার তদন্তে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে আগেও তলব করেছে সিবিআই। তাদের দাবি, পাচারে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে শওকতের নাম উঠে এসেছে। এদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় ডাকা হয়েছিল বিধাননগরের কাউন্সিলর তথা বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে। যদিও নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কথা জানিয়ে এদিন হাজিরা দেননি তাঁরা কেউই।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।