বাংলার উন্নয়নে বাধা দিচ্ছে তৃণমূলই। কলকাতায় এসে আক্রমণ মোদির, কটাক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়েও। প্রচার শেষে ৩০ মে ধ্যানে বসবেন মোদি। ভোটের শেষবেলায় জনসংযোগে তৎপর মমতা। এন্টালি থেকে পদযাত্রা বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত। তবে ১ জুন জোটের বৈঠকে নেই তৃণমূল, কারণ জানালেন নেত্রী। আরও ৭ দিন জামিনের আর্জি কেজরির। অতিশীর বিরুদ্ধে মানহানির মামলা বিজেপির। আদানি গোষ্ঠীকে ‘বদনাম’-এর অভিযোগে আইনি গেরোয় রাহুল-মোদি।
হেডলাইন:
আরও শুনুন: 27 মে 2024: বিশেষ বিশেষ খবর- রেমাল-তাণ্ডবে বাংলায় মৃত্যু ৬ জনের, আর্থিক সাহায্যের আশ্বাস প্রশাসনের
আরও শুনুন: 26 মে 2024: বিশেষ বিশেষ খবর- ধেয়ে আসছে ‘রেমাল’, সতর্কবার্তা মমতার, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
বিস্তারিত খবর:
1. লোকসভা ভোটের শেষ দফার আগে কলকাতায় প্রচারে নরেন্দ্র মোদি। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুরে সভা করে মোদি সাফ জানিয়ে দিলেন, ৪ জুন নতুন ইতিহাস রচনা করা হবে। বাংলাতেও আসন বাড়বে পদ্মের। সিপিএম এবং তৃণমূল, দুই দলকেই একযোগে তোপ দাগলেন মোদি। বাংলায় উন্নয়ন না হওয়ার জন্য যাবতীয় দায় চাপালেন তৃণমূলের উপরেই। সন্দেশখালি ইস্যু থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে একের পর এক আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। অশোকনগরে বারাসত ও বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করতে এসে মোদির কটাক্ষ, শাহজাহানদের কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ যাঁরাই করেছে, তৃণমূল তাঁদের মুখ বন্ধ করে দিয়েছে। উপরন্তু, তৃণমূল বিচারব্যবস্থার কণ্ঠরোধ করছে বলেও বিস্ফোরক অভিযোগ মোদির। কলকাতা হাই কোর্টের নির্দেশে এর মধ্যেই রাজ্যের লক্ষ লক্ষ ওবিসি সংরক্ষণ বাতিল হয়েছে, যা নিয়ে বিচারব্যবস্থার বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সেই রায় না-মানার মন্তব্যকে আক্রমণ করেই মোদির খোঁচা, “এবার কি বিচারপতিদের পিছনে নিজেদের গুন্ডা লেলিয়ে দেবেন?” কাজ দেখেই বিজেপিকে ভোট দিন, সাধারণ মানুষের কাছে আর্জি মোদির। সভা সেরে বাগবাজারে সারদা দেবীর বাড়িতে প্রার্থনা করলেন তিনি। মালা দিলেন শ্যামবাজারের নেতাজি মূর্তিতে। এরপরই নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড-শো শুরু নরেন্দ্র মোদির। তাঁর সঙ্গে হাজির বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় এবং শীলভদ্র দত্ত এবং শুভেন্দু অধিকারী। এদিকে উনিশের মতোই লোকসভার প্রচার শেষে ধ্যানে বসবেন মোদি। বিবেকানন্দ রকে সাধনা করবেন ৩০ মে থেকে ১ জুন।
2. লোকসভা ভোটের শেষ পর্বে এসে জনসংযোগে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জোড়া পদযাত্রা সারলেন তৃণমূল সুপ্রিমো। প্রথমে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে পদযাত্রা করেন তিনি। তারপর কলকাতার দুই কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে পদযাত্রা শুরু করেন উত্তর লোকসভা কেন্দ্রের এন্টালি থেকে। তাঁর সঙ্গে ছিলেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়। ৫০ মিনিটের বেশি সময় ধরে হেঁটে বালিগঞ্জ ফাঁড়িতে এসে পদযাত্রা শেষ করলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই সরাসরি বেহালায় গিয়ে জনসভা সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া আক্রমণ শানালেন মোদির বিরুদ্ধে।
এদিকে বাংলায় আসনরফা না হলেও, ভোটে যে ইন্ডিয়া জোটের সঙ্গেই আছে তৃণমূল, সে কথা এর মধ্যেই স্পষ্ট করেছিলেন তৃণমূল সুপ্রিমো। তবে শেষ দফা ভোটের দিন দিল্লিতে জোটের বৈঠকে যোগ দিচ্ছে না তৃণমূল, নির্বাচনী সভা থেকেই জানিয়ে দিলেন তিনি। রেমালের পরবর্তী সময়ে ত্রাণের ব্যবস্থার পাশাপাশি শেষ দফার ভোটের দিকে নজর রাখতেই বৈঠকে যেতে পারছেন না, এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার টুইটে রেমাল যোদ্ধাদেরও কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে বুধবারও মোদির রোড শো-র পথে, অর্থাৎ শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড শো করবেন তৃণমূল সুপ্রিমো।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।