রেমাল-তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি বাংলায়, মৃত্যু ৬ জনের। ভোট মিটলে আর্থিক সাহায্যের আশ্বাস প্রশাসনের। আরও বাড়ল গরমের ছুটির মেয়াদ। ৩ জুন খুলছে না স্কুল, পড়ুয়াদের জন্য স্কুল চালু ১০ জুন থেকে। শেষ দফা ভোটের দিনই বৈঠকে INDIA জোট। থাকবে না তৃণমূল, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি ইস্যুতে শাহজাহানের বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ ইডি-র। আইপিএল শেষে বিশেষ উদ্যোগ বিসিসিআই-এর। সিদ্ধান্ত মাঠকর্মীদের পুরস্কৃত করার।
হেডলাইন:
আরও শুনুন: 26 মে 2024: বিশেষ বিশেষ খবর- ধেয়ে আসছে ‘রেমাল’, সতর্কবার্তা মমতার, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
বিস্তারিত খবর:
1. সাইক্লোন রেমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়ল রাজ্য। এখনও পর্যন্ত বিপর্যয়ের দরুন প্রাণ গিয়েছে ৬ জনের। স্বজনহারা এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট মিটলেই পদক্ষেপ করা হবে বলে জানান তিনি। দুর্যোগে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, মুখ্যসচিবের কাছ থেকে এদিন সকালে সে সংক্রান্ত রিপোর্ট নেন মুখ্যমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলায় মোট ১৪০০ শিবির তৈরি করা হয়েছে। সেখানে মোট ২ লক্ষ বাসিন্দাকে নিরাপদে আশ্রয় দেওয়া হয়েছে। রেমাল মোকাবিলায় গোড়া থেকেই তৎপর ছিল প্রশাসন। তার দরুন দুর্ভোগ খানিকটা কমেছে। তবে জেলায় জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িঘর ভেঙে পড়া থেকে প্রাণহানিও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে চলেছে প্রশাসন। তাই আতঙ্কিত না হওয়ারই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার সারাদিন ঝড়-বৃষ্টি চললেও, মঙ্গলবার থেকে পরিস্থিতির পরিবর্তন হবে বলেই মনে করা হচ্ছে।
2. স্কুলে আরও বাড়ল ‘গরমে’র ছুটি। ৩ জুন স্কুল খোলার কথা থাকলেও তা পিছিয়ে গেল। সোমবার এই মর্মে বিষয়ে নয়া নির্দেশিকা জারি করেছে শিক্ষাদপ্তর। গরমের ছুটি চলাকালীন স্কুলগুলিতে ছিলেন ‘ভোটকর্মী’ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তা ছাড়া বহু স্কুল বুথ হিসেবেও ব্যবহৃত হয়েছে। ফলে স্কুলের অন্দরসজ্জা কিছুটা হলেও এলোমেলো হয়েছে। ৩ জুন শিক্ষক ও অশিক্ষককর্মীরা স্কুলে গিয়ে সেই সমস্ত জিনিসের গোছগাছ শুরু করবে। অর্থাৎ ৩ জুন থেকে স্কুল শুরু হচ্ছে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের, তবে পড়ুয়ারা স্কুলে যাবে তার কিছুদিন পর থেকে। শিক্ষাদপ্তরের আশা, ৯ তারিখের মধ্যে সেই সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাবে। তার পরদিন থেকে স্কুল যাওয়া শুরু করবে পড়ুয়ারা। অর্থাৎ রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক- মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্কুল খুলছে ১০ জুন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।