মুসলিম মহিলারা ভোট দিন, এমনটাই চায় না বিজেপি। লোকসভা ভোটের মাঝেই বিস্ফোরক ওয়াইসি। কিন্তু কেন এমন কথা বললেন তিনি? শুনে নেওয়া যাক।
মুসলিমদের প্রতি বিজেপি শিবিরের মনোভাব ঠিক কীরকম, তা নিয়ে ধন্দে থাকে গোটা দেশই। খোদ প্রধানমন্ত্রী মোদি থেকে হেভিওয়েট নেতানেত্রীরা, সময়ে সময়ে ধর্মীয় বিভাজনের সুর শোনা যায় সকলের গলাতেই। কিন্তু ভোটের অনেক আগে থেকেই মুসলিম মহিলাদের কাছে টানতে তৎপর হয়েছিল গেরুয়া শিবির। মুসলিম মহিলাদের সুবিধার কথা ভেবে কেন্দ্র সরকারের নানা পদক্ষেপ, আর বিজেপি নেতৃত্বের কথায় তা স্পষ্টও হচ্ছিল। মোদি সরকারের আমলেই রদ হয়েছে তিন তালাক আইন। আবার লিঙ্গবৈষম্য ঘুচিয়ে মুসলিম মহিলাদের সমানাধিকারের জন্যই ইউনিফর্ম সিভিল কোড জরুরি, সে কথাও বারেবারে বোঝাতে চেয়েছেন মোদি। বিজেপির দাবি, এই আইনি ব্যবস্থায় সম্পত্তির উত্তরাধিকার পেতে সুবিধা হবে মুসলিম মেয়েদের, সুবিধা বাড়বে দত্তক গ্রহণের ক্ষেত্রেও। তিন তালাক নাকচ করার পরে বিজেপি লিঙ্গবৈষম্য দূর করা এবং নারীদের সমান অধিকারের পক্ষে রীতিমতো প্রচার চালিয়েছে। কিন্তু আদতে কি মুসলিম মহিলাদের অধিকার দিতে চাইছে বিজেপি? সে কথা উড়িয়ে দিয়ে এবার আসাদউদ্দিন ওয়েইসির বিস্ফোরক দাবি, আসলে মুসলিম মহিলাদের ভোটাধিকার পর্যন্ত কেড়ে নিতে চায় বিজেপি। সে কারণেই তাদের বোরখা সরাতে চাইছে তারা, যাতে মুসলিম মহিলাদের বাইরে গিয়ে ভোট দেওয়ার পথেই বাধা দেওয়া যায়।
আরও শুনুন:
দিব্যি চলছে বউ-কেনা প্রথা, ‘কবে বন্ধ করবেন?’ খট্টরকে সপাট প্রশ্ন ভুক্তভোগী মহিলার
কিন্তু লোকসভা ভোটের মাঝে কী এমন ঘটল যে হঠাৎ এহেন কথা বললেন AIMIM প্রধান?
আসলে চলতি ভোটে হায়দরাবাদ কেন্দ্রে যথারীতি প্রার্থী হয়েছেন ওয়াইসি। উলটোদিকে ছিলেন বিজেপি প্রার্থী মাধবী লতা। ভোটের দিন বোরখা পরা মুসলিম মহিলাদের মুখের আবরণ সরিয়ে শনাক্তকরণের কথা বলেছিলেন বিজেপি প্রার্থী। তা নিয়ে বিতর্ক উসকে উঠেছিল নানা মহলেই। এবার ষষ্ঠ দফার আগে এই ইস্যুতেই মুখ খুললেন ওয়াইসি। টুইটে দাবি করলেন, দিল্লির বিজেপি শিবির নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে, যাতে বোরখা পরা মহিলাদের বিশেষভাবে পরীক্ষা করা হয়। ওয়াইসির বক্তব্য, পরদা করা কিংবা না করা মহিলারা, উভয়কেই শনাক্ত না করে ভোট দিতে দেওয়া হয় না। জাতীয় নির্বাচন কমিশনের তরফে এমনিতেই এ নিয়ম জারি করা আছে। তারপরেও এহেন দাবি করার অর্থ কী? এর উত্তর দিয়ে ওয়াইসি নিজেই বলেছেন, আসলে প্রত্যেকবার ভোটেই মুসলিম মহিলাদের নিশানা করে বিজেপি। মুসলিম মহিলারা যাতে ভোট দিতেই না পারেন, তা নিশ্চিত করাই বিজেপির লক্ষ্য, এই মর্মেই এবার তোপ দাগলেন ওয়াইসি।