ভোটের বাজারে লাগাতার গান্ধী পরিবারকে নিশানা করছেন নরেন্দ্র মোদি। এবার গান্ধীদের বিঁধতে তিনি হাতিয়ার করলেন আরেক গান্ধীকে। কেন মহাত্মা গান্ধীর প্রসঙ্গ টানলেন তিনি? শুনে নেওয়া যাক।
কখনও সাভারকর, কখনও গডসে-র পক্ষেই কথা বলতে শোনা যায় সংঘ ও বিজেপি শিবিরকে। কিন্তু ভোট বড় বালাই। ভোটের যুদ্ধে কংগ্রেসের ভোট কেটে নিজেদের ফায়দা বাড়াতে এবার মহাত্মা গান্ধীকেই হাতিয়ার করলেন খোদ নরেন্দ্র মোদি। কিন্তু ‘বাপু’র জন্য কেন এত আক্ষেপ মোদির? গান্ধীজির কোন কথা টেনে রাহুলদের বিঁধলেন তিনি?
আরও শুনুন:
দোষ দেওয়ার নন্দ ঘোষ নয়, ভোটের হাওয়ায় নেহরু যেন এখন মোদির ‘মিত্র’
দেশের যে কোনও ইস্যুতেই গান্ধী পরিবার সহ কংগ্রেসকে নিশানা করেই থাকেন মোদি। লোকসভা ভোটের দামামা বেজে উঠতেই সে আক্রমণের ঝাঁজ দিন দিন বেড়েছে। তার উপর প্রথম দুই দফা ভোটে বিজেপিশাসিত অঞ্চলগুলিতে ভোটদানের হার আশানুরূপ নয় বলেই মনে করা হচ্ছিল। ফলে জোরদার প্রচারে বিরোধীদের দুরমুশ করে দেওয়াই লক্ষ্য মোদির। এবার তিনি সাফ বললেন, কংগ্রেস যদি মহাত্মা গান্ধীর পরামর্শ মেনে নিত, তাহলে ভারত এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে, তার চেয়ে পাঁচ দশক এগিয়ে যেত। কী সেই পরামর্শ? মোদি বলছেন, স্বাধীনতা লাভের পরই দল হিসেবে কংগ্রেসের আর থাকার প্রয়োজন নেই বলে মনে করেছিলেন গান্ধীজি। তিনি পরামর্শ দিয়েছিলেন দল ভেঙে দিতে। আর তেমনটা করলেই দেশের প্রভূত উন্নতি হত বলে মত প্রধানমন্ত্রী মোদির।
আরও শুনুন:
মোদি সরকারকে দেখে স্বর্গে নাকি উদ্বিগ্ন হতেন বাজপেয়ী! বলছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী
তাঁর আরও বক্তব্য, কংগ্রেস তখনও যেমন গান্ধীজির কথায় কান দেয়নি, তেমন এখনও গান্ধীজির সব আদর্শ ভুলে বসেছে তারা। বর্তমানে দলটি মহাত্মা গান্ধীর যাবতীয় নীতি-আদর্শের ধারণা থেকে বিচ্যুত বলেই তোপ দেগেছেন মোদি। এ প্রসঙ্গে মোদির ব্যাখ্যা, চম্পারণে সত্যাগ্রহ এবং স্বচ্ছাগ্রহের ডাক দিয়েছিলেন বাপু। সেই অভিযান থেকে অনায়াসেই পরবর্তীকালের পথ চলার পাঠ নিতে পারত কংগ্রেস। গান্ধীজির মতোই স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার আদর্শকে নিত্যদিনের যাপনে মিলিয়ে দিতে পারত তারাও। এবং গোটা দেশ জুড়ে গান্ধীজি যে পরিচ্ছন্নতা দেখতে চেয়েছিলেন, তাও সফল করে তুলতে পারত। মুখে না বললেও মোদি বুঝিয়ে দিয়েছেন, স্বচ্ছ ভারত অভিযান শুরু করা সম্ভব ছিল কংগ্রেসের পক্ষে, আর তা হতে পারত গান্ধীজির আদর্শ মেনেই। কিন্তু তাঁর আক্ষেপ, ক্ষমতায় আসার প্রথম দিনটি থেকেই বাপু ও তাঁর আদর্শকে পিছনে ফেলে দিয়েছে কংগ্রেস। সবার কল্যাণের কথা ভাবার বদলে কেবল নিজেদের সমৃদ্ধির দিকেই মন দিয়েছে গান্ধী পরিবার। অর্থাৎ যে পরিবারতন্ত্র কটাক্ষে বারবার রাহুল-সোনিয়াদের বিঁধে চলেন মোদি, এখানেও তাই-ই করেছেন তিনি। কেবল সেই কটাক্ষের ঢাল হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন মহাত্মা গান্ধীকে। গান্ধীর আদর্শকে জলাঞ্জলি দিয়েই দেশের স্বাধীনতা-পরবর্তী ৭০ বছর ধ্বংস করেছে কংগ্রেস, এই মর্মেই এবার আক্ষেপ নরেন্দ্র মোদির।