নন্দীগ্রামে ‘প্রতারণা’র বদলা নেবই, শুভেন্দু গড়ে দাঁড়িয়ে হুংকার মমতার। ইন্ডিয়া জোটের সঙ্গেই আছে তৃণমূল, ফের বোঝালেন নেত্রী। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত মালদহ। বজ্রপাতে মৃত অন্তত ১১ জন। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা স্থানীয় প্রশাসনের।লোকসভার মাঝেই ইডির ক্ষমতায় রাশ টানল সুপ্রিম কোর্ট। আর্থিক তছরুপের মামলায় সহজে গ্রেপ্তার নয়, নয়া নিয়ম শীর্ষ আদালতের। ফুটবলকে বিদায় সুনীল ছেত্রীর। ৬ জুন শেষ ম্যাচ খেলবেন কলকাতাতেই। বিশেষ বার্তা বন্ধু বিরাটের, কিংবদন্তিকে সম্মান জানাল ফিফা।
হেডলাইন:
আরও শুনুন: 15 মে 2024: বিশেষ বিশেষ খবর- জোটকে বাইরে থেকে সমর্থনের ঘোষণা মমতার, বাংলার টার্গেট ২৪-এ নামালেন শাহ
আরও শুনুন: 14 মে 2024: বিশেষ বিশেষ খবর- আয়লা-আমফানের পর ধেয়ে আসছে ‘রেমাল’, মে মাসেই দুর্যোগের আশঙ্কা
বিস্তারিত খবর:
1. নন্দীগ্রামে ভোটের উত্তাপ বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা ভোটে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামের ফলাফল নিয়ে এখনও মামলা চলছে আদালতে। কারচুপির মধ্যে দিয়ে ফলাফলকে নিজেদের অনুকূলে এনেছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগে আদালতে মামলা করেছেন স্বয়ং তৃণমূল নেত্রী। তা এখনও বিচারাধীন। এই প্রথম সেই মাটিতে দাঁড়িয়ে তাঁর হুঙ্কার, ”নন্দীগ্রামে যে প্রতারণা হয়েছে, আজ নয়ত কাল তার বদলা আমি নেবই।” এর আগে একাধিকবার শুভেন্দু গড়ে দাঁড়িয়ে সেই ফলাফল নিয়ে অভিযোগের সুর চড়িয়েছিলেন তৃণমূল নেত্রী। তবে বৃহস্পতিবার লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যর সমর্থনে হলদিয়ায় সভা করতে গিয়ে মমতার হুঙ্কার, ”নন্দীগ্রামে ডিএম বদলে, লোডশেডিং করে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। তার বদলা আমি নেবই। আমি ছাড়ব না।” চব্বিশের লোকসভা ভোটের প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে মমতার এই হুঁশিয়ারি বড়সড় রাজনৈতিক বক্তব্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ। পাশপাশি ইন্ডিয়া জোটে তৃণমূলের অবস্থানও স্পষ করে দেন তিনি। বুধবার শ্রীরামপুরের নির্বাচনী জনসভা থেকে INDIA জোট নিয়ে তাঁর মতামত ছিল অন্যরকম। বলেছিলেন, ২০২৪-এ দিল্লিতে সরকার গড়বে INDIA জোট । সেই সরকারকে বাইরে থেকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস। তবে বৃহস্পতিবার আবার এবিষয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ”INDIA জোটে আমরা আছি, থাকব।” ইন্ডিয়া জোটের ক্ষমতায় আসার ব্যাপারে যে তিনি নিশ্চিত, তাও এদিন সাফ জানিয়ে দিয়েছেন মমতা।
2. ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত মালদহ। বজ্রপাতে মৃত অন্তত ১১ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। বৃহস্পতিবার দুপুরে আচমকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভেজে মালদহ। তাতেই প্রাণহানি হয় তাঁদের। পুরাতন মালদহের সাহাপুরে একইসঙ্গে তিনজনের মৃত্যু হয়। গাজোলের আদিনাতে আমবাগানে বজ্রপাতে প্রাণ যায় একাদশ শ্রেণির ছাত্রের। এছাড়া মানিকচকের মহম্মদটোলায় রানা শেখ নামে আট বছরের এক বালকের মৃত্যু হয়েছে। হরিশ্চন্দ্রপুরের কুন্দরিয়া গ্রামে মৃত্যু হয়েছে এক দম্পতির। এখনও পর্যন্ত বিপর্যয়ে প্রাণ গিয়েছে ১১ জনের। ঘটনায় এক গৃহবধূ-সহ আহত আরও দুজন। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।