মোদির বিরুদ্ধে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু জমা করতে পারেননি মনোনয়ন। সেই নিয়েই প্রতিবাদে সরব কমেডিয়ান শ্যাম রঙ্গিলা। ঠিক কী অভিযোগ তাঁর? আসুন শুনে নেওয়া যাক।
মোদির বিরুদ্ধে লোকসভায় লড়বেন। দাবি তুলে হইচই ফেলে দিয়েছিলেন কমেডিয়ান শ্যাম রঙ্গিলা। কিন্তু দাবিই সার। নির্বাচনে লড়ার জন্য মনোনয়ন টুকুও জমা দিতে পারলেন না শ্যাম। তবে তিনি একা নন, এই অবস্থা আরও অনেকের। সম্প্রতি এমনই অভিযোগে সরব হয়েছেন কমেডিয়ান শ্যাম।
আরও শুনুন: জগন্নাথ মন্দিরে দিয়েছিলেন ১ লক্ষ টাকা, সেই ভিখারিনির পা ছুঁয়ে প্রণাম মোদির
লোকসভা নির্বাচনে বারাণসীর বিজেপি প্রার্থী মোদি। সম্প্রতি বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে মনোনয়নও জমা দিয়েছেন। তাঁর মতো হেভিওয়েট নেতার প্রতিদ্বন্দ্বী হওয়ার সাহস দেখাননি অনেকেই। এমনকি বিরোধী দলের তাবড় নেতারাও নন। এদিকে নির্দল হিসেবে মোদি বিরোধিতার দাবি তুলেছিলেন পেশাদার কমেডিয়ান শ্যাম রঙ্গিলা। রাজনীতির ময়দানে নবাগত এই যুবকের দাবি শুনে অনেকেই বেশ অবাক হয়েছিলেন। বিশেষ করে যে কমেডিয়ান মোদির নকল করেই জনপ্রিয় হয়েছেন, তিনি কেন এমন পদক্ষেপ ভাবছেন সেই প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। উত্তরে শ্যাম জানান, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতেই এই ঘোষণা। তাঁর কথায়, নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় কেউ জিতলে, সেটা গণতন্ত্রের অপমান। মানুষের কাছে কোনও বিকল্প না থাকলে ভোটদানের মানেই হয় না। তাই নিজেকে মোদির বিপক্ষ হিসেবে নির্বাচনের লড়াইয়ে নামতে চেয়েছিলেন শ্যাম। বিজেপির তরফে এই নিয়ে বিশেষ মন্তব্য করতে শোনা যায়নি। অনেকেই ভেবেছিলেন, শ্যামকে বিপক্ষ হিসেবে একেবারেই পাত্তা দিতে নারাজ গেরুয়া শিবির। একে রাজনীতিতে নবাগত, তার ওপর নির্দল প্রার্থী। তাই ধরে নেওয়া হয়েছিল, শ্যাম প্রার্থী হলেও মোদির সামনে টিকতে পারবেন না।
আরও শুনুন: জয় হোক মোদির, মসজিদে গিয়ে প্রার্থনা করলেন মুসলিমরাই
কিন্তু বাস্তবে ছবিটা খানিক অন্যরকমের হল। মোদির মনোনয়ন জমা হলেও, শ্যাম জমা দিতে পারেননি মনোনয়ন। তাঁর দাবি, যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেইমতোই আবেদন পত্রের কাজ সেরেছেন তিনি। তাও সেই আবেদন জমা নিতে চায়নি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। অযথা গোটা বিষয়টাকে জটিল করা হচ্ছে বলেই দাবি কমেডিয়ানের। শ্যামের আরও দাবি, একই সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকেই। সারাদিন অপেক্ষা করেও কোনও লাভ হচ্ছে না। ঘটনায় কমিশনের দপ্তরে চিঠিও পাঠিয়েছেন শ্যাম। তাতেও লাভ হয়নি তেমন। যদিও এই নিয়ে প্রতিবাদ জানাতে ছাড়েননি কমেডিয়ান শ্যাম। গণতন্ত্রের বিরুদ্ধাচরণ হচ্ছে, এই দাবিতেই সরব হয়েছেন তিনি। জানা গিয়েছে, মে মাসের ১৪ তারিখ বারাণসীর প্রার্থীদের মনোনয়ন জমার শেষ দিন। এর মধ্যেও যদি শ্যামকে আবেদন জমা করতে না দেওয়া হয়, তাহলে মোদির বিরুদ্ধে দাঁড়ানোর স্বপ্ন এবারের মতো আর সত্যি হবে না তাঁর।