আত্মীয়তার সম্পর্ক নেই। পূর্বপরিচত নন। রাজনীতির সঙ্গেও দূরের যোগ। এমনই এক বৃদ্ধার পা ছুঁয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনার ভিডিও নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন চর্চা। ঠিক কেন এমনটা করলেন মোদি? আসুন শুনে নেওয়া যাক
ভারতীয় সংস্কৃতিতে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণামের চল রয়েছে। শুধু পারিবারিক ক্ষেত্রে নয়, অপরিচিত কাউকে শ্রদ্ধা জানাতেও এমনটা করেই থাকেন এ দেশের মানুষজন। কিন্তু একজন প্রধানমন্ত্রীর পক্ষে সবার সামনে মাথা নয়ত করাটা ওত সহজ নয়। নেহাতই সাধারণ কারও পায়ে হাত দিয়ে প্রণাম করা তো নয়ই! কিন্তু মোদি করেছেন। ভোট প্রচারে এসে সবার সামনেই এক বৃদ্ধার পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। শুধু তাই নয়, মঞ্চে দাঁড়িয়ে বৃদ্ধার সঙ্গে কথাও বলেছেন মোদি। আর সেই ঘটনার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল।
আরও শুনুন: মহিলা সংরক্ষণ বিলের জন্য সংবর্ধনা প্রধানমন্ত্রীকে, পালটা বিজেপি নেত্রীদের পা ছুঁলেন মোদি
ভোটের আগে সাধারণ মানুষের সামনে মাথা নোয়াতে দুবার ভাবেন না নেতারা। প্রচারে বেরিয়ে সবার উদ্দেশ্য করজোড়ে প্রণাম জানানোই প্রচলিত নিয়ম। মোদিও ব্যতিক্রম নন। তবে স্রেফ করজোড়ে নমস্কার নয়, একেবারে পায়ে হাত ঠেকিয়ে প্রণাম করতেও ভাবেননি মোদি। কিছুদিন আগে ওড়িশার ফুলবনি অঞ্চলে প্রচারে এসেছিলেন। দেশের অন্যান্য প্রান্তের মতো এখানেও তাঁকে দেখার জন্য আমজনতার ঢল নামে। মোদিকে সংবর্ধনা জানানোর জন্য ডাকা হয় বিশেষ কয়েকজনকে। এঁরা কেউই রাজনৈতিক দলের সদস্য নন। সমাজের প্রভাবশালী ব্যক্তিত্বও নন। নেহাতই ছাপোষা মানুষ। সেখানেই ছিলেন দুই বৃদ্ধা। মঞ্চে মোদিকে সংবর্ধনা জানাতে উঠেছিলেন দুজনেই। উত্তরীয় পরিয়ে প্রধানমন্ত্রীকে সম্মানও জানান প্রথম বৃদ্ধা। এরপরই দেখা যায় তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন মোদি। খানিকক্ষণ কথাও বললেন বৃদ্ধার সঙ্গে। একইভাবে দ্বিতীয় বৃদ্ধার পায়ে হাত দিয়েও প্রণাম করতে দেখা গেল মোদিকে।
আরও শুনুন: হিন্দুত্ব বা সঙ্ঘ নিয়ে ধারণা নেই, মোদিই রোল মডেল, তাই প্রার্থী মুসলিম ব্যক্তি
প্রশ্ন হচ্ছে নেহাতই ছাপোষা এক বৃদ্ধার পায়ে হাত দিয়ে কেন প্রণাম করলেন মোদি?
বৃদ্ধার পরিচয় জানলেই সে উত্তর মিলবে। কথা বলছি, তুলা বেহেরা সম্পর্কে। ওড়িশার এই বৃদ্ধা পেশায় ভিক্ষুক। অন্যের সাহায্য পেয়েই তাঁর দিন কাটে। দীর্ঘদিন ভিক্ষাবৃত্তি করছেন বৃদ্ধা। সেই থেকেই জমিয়েছিলেন প্রায় ১ লক্ষ টাকা। তবে জমানো টাকা নিজের প্রয়োজনে খরচ করেননি। দান করেছেন মন্দিরে। স্থানীয় এক জগন্নাথ মন্দির সংস্কারের কাজে ওই টাকা দান করেন বৃদ্ধা। সেই থেকেই এলাকায় বেশ পরিচিতি পান। এবার প্রধানমন্ত্রীও সামনে দাঁড়িয়ে তাঁর মহানুভবতার প্রশংসা করে গেলেন। জানা গিয়েছে, মোদিকে ফের প্রধানমন্ত্রী হওয়ার আশির্বাদ করেছেন বৃদ্ধাও। মোদিও প্রণাম সেরে বৃদ্ধাকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। ঘটনায় আবেগে ভেসেছেন মোদি ভক্তরা। প্রধানমন্ত্রী হয়েও তিনি যেভাবে বৃদ্ধার পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, তা অবাক করেছে সকলকে। সবমিলিয়ে ভোটের আবহে নতুন করে আলোচনা শুরু হয়েছে এই ভিডিও ঘিরে।
An orphan woman beggar, who donated her life’s savings of Rs 1 lakh for the renovation of an old Jagannath temple in Kandhamal,Odisha
Today She felicitated PM Modi at his election rally in Kandhamal. What a scene! pic.twitter.com/MFN3L5GlkA
— Debiprasad (@AskLipun) May 11, 2024