বাংলা বিরোধীদের বিসর্জনের ডাক দিয়ে মনোনয়ন পেশ অভিষেকের। সন্দেশখালি ইস্যুতে সরব, রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক নেতা। সন্দেশখালি নিয়ে দ্বৈরথ রাজ্য ও জাতীয় মহিলা কমিশনের। ভিডিও কাণ্ডে মুখ খুললেন শাহজাহান। ভোটের আগে বাংলায় অমিত শাহ। ৫০ দিন পর জামিন কেজরির। সুপ্রিম কোর্টে ঝুলে হেমন্তের ভাগ্য। সোমবার অবধি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
হেডলাইন:
আরও শুনুন: 7 মে 2024: বিশেষ বিশেষ খবর- এখনই বাতিল নয় ২৬ হাজার চাকরি, সুপ্রিম রায়ে ‘তৃপ্ত’ মমতা-অভিষেক
বিস্তারিত খবর:
1. কালীঘাট থেকে মিছিল করে আলিপুর জেলাশাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “বাংলা বিরোধীদের বিসর্জন সময়ের অপেক্ষা।” পাশাপাশি শুধু ডায়মন্ড হারবার নয়, রাজ্যের সমস্ত মানুষের উন্নয়নের কাজে শামিল থাকার আশ্বাসও দিলেন তিনি।
এদিকে মনোনয়ন পত্র জমা দিয়েই সন্দেশখালি ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক। গোধরা, পুলওয়ামার সঙ্গে সন্দেশখালির তুলনা টেনে তাঁর সাফ দাবি, স্বাধীনতার পর বাংলাকে বদনাম করার সবচেয়ে বড় ষড়যন্ত্র সন্দেশখালি। প্রধানমন্ত্রীকে তোপ দেগে অভিষেক আরও বলেন, “বিজেপির প্রধানমন্ত্রীর কাছে উন্নয়নের শ্বেতপত্র চেয়েছিলাম। সাদা কাগজ উনি দিয়েছেন ঠিকই। কিন্তু সেই সাদা কাগজে সন্দেশখালির মহিলাদের ভুল বুঝিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ লেখানো হয়েছে।” এদিকে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়েও মুখ খুললেন তিনি। এই ঘটনায় রাজ্যকে রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ারও পরামর্শ দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী।
2. সন্দেশখালি ইস্যুতে তুঙ্গে রাজ্য ও জাতীয় নির্বাচন কমিশনের দ্বৈরথ। শুক্রবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক সম্মেলন শশী পাঁজা জানিয়েছেন, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তিনি জানান, সন্দেশখালির এক মহিলা রেখা শর্মার নাম করে বলেছেন দিল্লি থেকে কেউ একজন এসে জোর করে ধর্ষণের অভিযোগ করিয়েছেন। তাঁর আরও অভিযোগ, সন্দেশখালির ঘটনায় কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করেছে বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জাতীয় মহিলা কমিশনের দাবি, নির্যাতিতা মহিলাদের বাধ্য করা হচ্ছে অভিযোগ প্রত্যাহার করে নিতে। যার দায় বাংলার শাসকদল তৃণমূলের কি না, তা খতিয়ে দেখার জন্য আর্জি জানিয়েছে মহিলা কমিশন।
এদিকে সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিও ঘিরে এবার মুখ খুললেন শেখ শাহজাহানও। আদালতে পেশের সময় এ বিষয়ে প্রশ্ন করা হলে সন্দেশখালির বেতাজ বাদশার জবাব, ‘‘ভোটটা শেষ হোক, আরও সত্য ঘটনা সামনে আসবে।’’ তবে ওই ভিদিওকে ভুয়ো বলে দাবি করে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিজেপি নেতা গঙ্গাধর ও গদাধর কয়াল। ভুয়ো ভিডিওর কারণে এলাকা অশান্ত হয়ে উঠছে বলে দাবি করে কেন্দ্রীয় নিরাপত্তার আবেদনও বিজেপি নেতাদের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।