সঞ্চালিকা কী বলছেন, সেদিকে নজর না দিয়ে তাঁর পোশাক খুঁটিয়ে দেখতেই ব্যস্ত। বুকের খাঁজ দেখা যাচ্ছে কেন, ধেয়ে এল সে প্রশ্নও। উত্তরে কী বললেন ওই সঞ্চালিকা? আসুন, শুনে নেওয়া যাক।
মেয়েরা কী পরবে আর কী পরবে না, তা ঠিক করে দেওয়ার জন্য নীতিপুলিশের অভাব কোনও দিনই হয়নি এ সমাজে। সে মেয়েরা যে কাজই করুন, সামাজিকভাবে যে স্থানেই থাকুন না কেন! স্রেফ ‘মেয়ে’ এই লিঙ্গপরিচয়টুকু থাকলেই যেন তাঁর সামনে লক্ষ্মণরেখা টেনে দিতে হবে, তাঁর চলাফেরা কথাবার্তা সবকিছুর গাইডলাইন বেঁধে দিতে হবে, এমন দায়িত্ব নিয়ে ফেলেন অনেকেই। সম্প্রতি তেমনই ঘটেছে এক সঞ্চালিকার সঙ্গে। তিনি কী বলছেন, কীভাবে বলছেন, তাকে গুরুত্ব দেওয়ার বদলে তাঁর পোশাক নিয়েই মাথা ঘামিয়েছেন দর্শকদের এক শ্রেণি। শুধু মাথা ঘামিয়েই ক্ষান্ত দেননি তাঁরা, রীতিমতো মেল পাঠিয়ে তাঁকে উপদেশ দিতেও ছাড়েননি।
আরও শুনুন:
‘অন্তঃসত্ত্বা’ কি কেবল মহিলাই হতে পারেন? লিঙ্গবাচক শব্দ মুছে মত জানাল সুপ্রিম কোর্ট
হ্যাঁ, বয়সে পরিণত, পেশায় প্রতিষ্ঠিত। তাতে কী? নারী তো বটে। সুতরাং উপদেশ তো দেওয়াই যায়। সম্প্রতি এহেন ঘটনার মুখেই পড়লেন অস্ট্রেলিয়ার টিভি সঞ্চালিকা নারেল্ডা জেকবস। সংবাদপাঠ চলাকালীনই একটি ইমেল পাঠানো হয় তাঁর নিউজরুমে। তাতে বলা হয়েছে, নাইটক্লাবে গেলে বুকের খাঁজ দেখানো যেতে পারে, কিন্তু সঞ্চালনার সময়ে নয়। যেহেতু ওই সঞ্চালিকার পোশাকে ক্লিভেজ দেখা যাচ্ছে, সুতরাং ওই পোশাককে অশালীন বলতেও ছাড়েননি মেলের প্রেরক। আর সেই মেলটি প্রকাশ্যে এনেই তাঁকে মোক্ষম জবাব দিয়েছেন সঞ্চালিকা। তিনি লিখেছেন, “হ্যাঁ, এখনও আমাদের কাছে এমন ইমেল আসে। হ্যাঁ, গোটা নিউজরুমেই এই ইমেল ছড়িয়েছে। হ্যাঁ, আমি তখন সম্প্রচারের মাঝখানে ছিলাম। হ্যাঁ, আমাকে লজ্জা দেওয়ার জন্য, ছোট করার উদ্দেশ্যেই এহেন বক্তব্য ছুড়ে দেওয়া হয়েছে।” এরপরেই জেকবসের সাফ জবাব, “না, আমি যা পরেছিলাম তা অশালীন নয়। কিন্তু আপনার ইমেলটি অবশ্যই অশালীন।”
আরও শুনুন:
যৌনতা থাক না থাক, উত্তেজনা কমছে না! সুখের বদলে অসুখে অতিষ্ঠ তরুণী
আসলে, মানুষের সভ্যতা যত এগিয়েছিল, তত সে গুরুত্ব দিতে শিখেছিল ব্যক্তিস্বাতন্ত্র্যকে। প্রত্যেক ব্যক্তির মতকে গুরুত্ব দেওয়া হবে, আধুনিকতা এ কথাই শেখায়। কিন্তু আধুনিক যুগে দাঁড়িয়েও আমরা নিজের মত অন্যের উপর চাপিয়ে দিতে ব্যস্ত। বিশেষ করে নারীর ক্ষেত্রে তাঁর মতামতকে গুরুত্ব দিতে আরও সমস্যায় পড়েন অনেকেই, সে দেশে হোক কি বিদেশে। কিন্তু কারও পোশাক নয়, আদতে ভাবনাতেই যে অশালীনতা লুকিয়ে থাকে, সে কথাই নতুন করে মনে করিয়ে দিলেন এই সঞ্চালিকা।