ভোটের মরশুমে ভারতে আসছেন ২৩ দেশের নির্বাচন কমিটির সদস্য। বিভিন্ন বুথে ঘুরে ভোট ব্যবস্থা জরিপ করবেন তাঁরা। নির্বাচন কমিশনই সে ব্যবস্থা করছে দায়িত্ব নিয়ে। নেপথ্যে কী কারণ? আসুন শুনে নেওয়া যাক।
বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র। ভারতে নির্বাচন এক উৎসবই বটে। দায়িত্ব নিয়ে সবকিছুর ব্যবস্থা করে নির্বাচন কমিশন। ভোটের দিন ঘোষণার আগে থেকেই শুরু হয়ে যায় তোড়জোড়। সবটা মিটতে সময়ও লাগে যথেষ্ট। চলতি নির্বাচন সাত দফায় সম্পন্ন করার কথা জানিয়েছে কমিশন। আর সেই সবকিছু জরিপ করতেই দেশে আসছেন ২৩ দেশের নির্বাচন কমিটির সদস্য।
আরও শুনুন: প্রার্থী হতে পারেন, কিন্তু ভোট দেওয়ার অধিকার নেই জেলবন্দিদের, কেন?
ভরা গরমে লোকসভা নির্বাচন। একমাসেরও বেশি সময় ধরে দেশজুড়ে চলবে ভোট উৎসব। আয়োজন অল্প নয়। সবটা সুষ্ঠভাবে মেটানো চ্যালেঞ্জ বললে ভুল হয় না। একদিকে খরচের বহর। অন্যদিকে বুথের নিরাপত্তা নিয়ে চিন্তা। সবমিলিয়ে ভারতে লোকসভা নির্বাচন বেশ জমকালো এক ব্যাপার। স্বাভাবিক ভাবেই এ দেশের নির্বাচন নিয়ে বাইরের দেশের বেশ আগ্রহ দেখা যায়। কোনও ভারতীয় নেতার রাজনৈতিক মন্তব্যে বিতর্ক হলে, সেই নিয়ে বিদেশি মিডিয়ায় খবর হতেও শোনা যায়। তালিকায় প্রথম বিশ্বের অনেক দেশই রয়েছে। পাশাপাশি ভারতের নির্বাচনে ফলাফল নিয়েও বেশ কৌতুহল দেখান বিদেশিরা। কিছুদিন আগেই মোদির সমর্থনে অযোধ্যার রামমন্দিরে হাজির হয়েছিলেন প্রবাসীদের একাংশ। এবার ঠি সমর্থন জানাতে হয়, ভারতের ভোট সামনে থেকে দেখতেই দেশে আসছেন বিদেশি প্রতিনিধি দল। ইতিমধ্যেই ২৩ দেশের নির্বাচন কমিটির সদস্যদের স্বাগত জানিয়েছে নির্বাচন কমিশন। দলের ৭৫ সদস্যকে নির্বাচনের খুঁটিনাটি বোঝানোর দায়িত্ব নিয়েছেন কমিশনের সদস্যরা।
আরও শুনুন: মাছ, মঙ্গলসূত্র, মন্দিরেই কথা শেষ! ৬.৫ লক্ষ শব্দের প্রচারে ‘চাকরি’ কোথায়? মোদিকে খোঁচা লালুর
এখন প্রশ্ন হচ্ছে এমনটা কেন করছেন তাঁরা?
এক কথায় বললে, বিশ্বের দরবারে ভারতের নির্বাচনকে তুলে ধরাই লক্ষ। এ দেশের নির্বাচনের যে বিপুল আয়োজন, এবং তা কীভাবে সম্পন্ন হয়, সেটা সবাইকে দেখাতেই এই ব্যবস্থা কমিশনের। মনে করা হচ্ছে, ভারতের নির্বাচনকেই মডেল হিসেবে দেখছেন বিদেশি প্রতিনিধি দলের সদস্যরা। ভুটান, মাঙ্গোলিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়া সহ ২৩টি দেশ থেকে প্রতিনিধিরা এসেছেন। তালিকায় প্রতিবেশী বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতো দেশও রয়েছে। এমনকি কিছুদিন আগে প্রধানমন্ত্রী মোদিকে সম্মানিত করা পাপুয়া গিনি দেশের তরফেও এসেছেন প্রতিনিধিরা। জানা যাচ্ছে, নির্বাচনের তৃতীয় দফার সময়ই ভোট উৎসবের সাক্ষী থাকবেন তাঁরা। ঘুরবেন মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, কর্নাটক, মধ্য প্রদেশ এবং উত্তর প্রদেশের বিভিন্ন বুথে। ছোট ছোট দলে ভাগ হয়ে সবটা জরিপ করবেন তাঁরা। সঙ্গে থাকবেন কমিশনের আধিকারিকরা। কীভাবে ভোট হচ্ছে, কোথায় কেমন ব্যবস্থা, এমনকি ভোট পরবর্তী সুরক্ষার কথা ভেবে কী ব্যবস্থা নিয়েছে কমিশন, সবই জানবেন তাঁরা। আগামিদিনে নিজেদের দেশের নির্বাচনেও এইভাবে ব্যবস্থা করতে পারেন বলেই মনে করছে কমিশন।