অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা। বছরের শুরুতেই দেশজুড়ে উন্মাদনা ছড়িয়েছিল সেই ঘিরে। এবার তৈরি হচ্ছে সীতার মন্দির। অযোধ্যা থেকে পাঠানো সরযূর জলেই হবে অভিষেক। কোথায় তৈরি হচ্ছে এই মন্দির? আসুন শুনে নেওয়া যাক।
নির্বাচনের আগে রামমন্দিরের উদ্বোধন ঘিরে বেশ চর্চা হয়েছিল। একইসঙ্গে মন্দিরের গর্ভগৃহে কেন সীতার মূর্তি নেই সেই প্রশ্নও উঠেছিল বিভিন্ন মহলে। যুক্তি দিয়ে কারণ ব্যাখ্যা করে মন্দির কমিটি। জানা গিয়েছিল, অযোধ্যার মন্দিরে রামের বালক মূর্তি থাকবে। তাই সেখানে সীতার বিগ্রহ থাকবে না। এবার সামনে এল সীতার জন্যই তৈরি হওয়া অন্য এক মন্দিরের কথা।
আরও শুনুন: মন্দির নির্মাণে সম্প্রীতি বাড়বে না বিভেদ? ভোটের মুখে জবাব দেশের জনতার
এ দেশে রামপুজোর চল নতুন নয়। দেশের বিভিন্ন প্রান্তেই রয়েছে প্রাচীন রামমন্দির। সেখানে রামের সঙ্গে সীতা, লক্ষ্মণ এবং হনুমানের মূর্তিও দেখা যায়। প্রচলিত ছবিতেও সপরিবারেই রামকে দেখা যেত। তবে অযোধ্যার মন্দির প্রতিষ্ঠার পর থেকে সেই ছবি খানিক বদলেছে। অরুণ যোগীরাজের তৈরি রামলালার মূর্তির ছবিই এখন ঘরে ঘরে। মন্দির কর্তৃপক্ষ অবশ্য ঘোষণা করেছে রামমন্দিরের অন্যান্য অংশে থাকবেন দেবী সীতাও। তবে সেই কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এই আবহে সামনে এল শ্রীলঙ্কার সীতা মন্দিরের কথা। এখানে ‘দেবী সীতা আম্মা’ হিসেবে পূজিতা। মে মাসের ১৯ তারিখ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা। জানা যাচ্ছে, সেই অনুষ্ঠানেই পবিত্র সরযূ নদীর জল পাঠাচ্ছে উত্তর প্রদেশ সরকার। রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে পবিত্র জল পৌঁছে যাবে শ্রীলঙ্কার মন্দিরে। তারপর সেই জল ব্যবহার করেই হবে অভিষেকের অনুষ্ঠান।
আরও শুনুন: অযোধ্যার রাম মন্দির শুধু নয়, বিজ্ঞান-প্রযুক্তির প্রয়োগ দেশের প্রাচীন মন্দিরেও
এর আগে রামলালার প্রাণপ্রতিষ্ঠায় বিশেষ অভিষেকের সাক্ষী ছিল গোটা দেশ। বলা ভালো, গোটা বিশ্বের মানুষই সোশাল মিডিয়ায় দেখেছিলেন সেই অনুষ্ঠান। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা পবিত্র জলে অভিষেক হয়েছিল রামলালার। সীতা মন্দিরেও খানিক একইভাবে অভিষেক হবে বলে জানা যাচ্ছে। ভক্তদের জন্য এই মন্দির প্রতিষ্ঠা রীতিমতো গর্বের বিষয় বলেই মনে করছেন অনেকে। আসলে, রামায়ণের কাহিনি অনুযায়ী লঙ্কাপতি রাবণের কাছেই দীর্ঘদিন বন্দী ছিলেন সীতা। কাজেই সেখানে সীতা দেবীর মন্দির প্রতিষ্ঠাকে বিশেষ নজরে দেখছেন সনাতনীরা। অনেকে এমনটাও বলছেন, সরযূর জল পাঠিয়ে সীতা মন্দিরের সঙ্গে রামলালার যোগ স্থাপিত হল। সবমিলিয়ে রামমন্দির প্রতিষ্ঠার পর সীতা মন্দির নিয়েও বেশ উন্মাদনা ছড়িয়েছে ভক্তমহলে। মনে করা হচ্ছে, এই মন্দির প্রতিষ্ঠার আয়োজনেও শামিল হবেন সে দেশের হিন্দু ভক্তরা। এবং আগামীদিনে ভারতীয়দের কাছে শ্রীলঙ্কার এই মন্দির হয়ে উঠবে পর্যটনের অন্যতম আকর্ষণ।