ইংরেজদের সঙ্গে রাজা-মহারাজাদের ঘনিষ্ঠতা নিয়ে একসময় সমালোচনা করতে ছাড়েননি মোদি। তবে রাহুল সে শাসনের নিন্দা করতেই সুর বদলে গেল তাঁর। মুসলিম শাসকদের প্রসঙ্গ টেনে রাহুলকে খোঁচা দিতে সেই হিন্দু রাজাদেরই দরাজ প্রশংসা করলেন মোদি। কী বলেছেন তিনি? শুনে নেওয়া যাক।
ভারতের রাজা মহারাজাদের অপমান করছেন রাহুল গান্ধী, অথচ বাদশা-নিজাম-সুলতানদের বেলায় তাঁর মুখে কুলুপ! এই মর্মেই এবার কংগ্রেস নেতাকে কড়া তোপ দাগলেন নরেন্দ্র মোদি। রাহুলকে আক্রমণ করতে রাজা-মহারাজাদেরই হাতিয়ার করলেন তিনি। যদিও এককালে এই রাজা-মহারাজাদের সমালোচনা করেছিলেন তিনি নিজেই। মোদির সেই পুরনো বক্তব্য টেনে এনেই তাঁকে পালটা দিল কংগ্রেস শিবিরও। তাদের সাফ কথা, রাজা-মহারাজাদের যেভাবে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন মোদি, তা আসলে ভোটের মরশুমে মেরুকরণেরই নয়া অস্ত্র। রাহুলের কথাকে মুসলিম তোষণ বলে প্রতিষ্ঠা দিতেই তার পালটা দেশের রাজা-মহারাজাদের প্রশংসা টানছেন মোদি, এমনটাই মত বিশেষজ্ঞদের একাংশের।
আরও শুনুন:
ভোট এগোতেই বদলে যাচ্ছে ‘৪০০ পার’ স্লোগানের অর্থ, পালটে দিলেন খোদ মোদিই
জনাকয়েক মানুষের হাতে বিপুল সম্পত্তি থাকা, অন্যদিকে অসংখ্য জনতার দারিদ্র্য, এই প্রেক্ষিতে সম্পদের সমীক্ষার কথা তুলেছিলেন রাহুল। সেখান থেকেই সম্পত্তির পুনর্বণ্টন ইস্যুতে বারে বারে কংগ্রেসকে বিঁধতে ছাড়ছেন না বিজেপি হাইকমান্ড। বিজেপির দাবি, আসলে তোষণ নীতি মেনে মুসলিমদের হাতেই প্রভূত সম্পদ তুলে দিতে চাইছে কংগ্রেস। এই বক্তব্যের হাওয়ায় ভোটের বাজারে ফের শান পড়ছে বিভাজনের অস্ত্রে, মনে করছে রাজনৈতিক মহল। সেখানে রাহুল সম্প্রতি বলেন, পুরনো আমলে রাজা মহারাজারা ইচ্ছেমতো সাধারণ মানুষের জমিজমা সম্পত্তি কেড়ে নিতেন। কংগ্রেস এভাবে সম্পদ হরণ করা বা কিছু মানুষের হাতে অনেক সম্পদ জমে থাকায় বিশ্বাস করে না বলেই বুঝিয়েছিলেন তিনি। এরপরেই রাহুলকে ‘শাহজাদা’ বলে ব্যঙ্গ করে মোদির তোপ, এ কথা বলে আসলে হিন্দু রাজাদের অপমান করেছেন রাহুল। নিজাম, বাদশা, সুলতানেরা দেশবাসীর উপরে যে অত্যাচার করেছেন তা নিয়ে কথা না বলে হিন্দু রাজা মহারাজাদের আক্রমণ করছেন তিনি, আর তা করছেন মুসলিম তোষণের উদ্দেশ্যেই। রাজাদের খোলা প্রশংসা করে মোদি আরও বলেন, কাশীর রাজার দাক্ষিণ্য ছাড়া বেনারস হিন্দু ইউনিভার্সিটি গড়ে উঠতে পারত না। একাধিক মন্দিরের পুনর্নির্মাণ করে হিন্দু ধর্মকে রক্ষা করেছিলেন মহারানি অহল্যাবাই হোলকার। এমনকি আম্বেদকরকে বিদেশে পড়তে পাঠানোর পিছনেও হাত ছিল এক রাজারই, তিনি বরোদার মহারাজ। সেখানে রাজাদের অত্যাচারী বলে তাঁদের অসম্মান করছেন রাহুল, কংগ্রেস নেতাকে নিশানা করে তোপ মোদির।
আরও শুনুন:
মঙ্গল-অমঙ্গলসূত্র! দুর্নীতিকে দূরে ঠেলে ভোট যেন সেই ‘ধর্ম’যুদ্ধ
কথা হচ্ছে, এককালে মোদি নিজেই রাজা মহারাজাদের সমালোচনায় সরব হয়েছিলেন। ইংরেজদের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। সাম্প্রতিক বাজেট অধিবেশনের একটি ভিডিও ভাগ করে নিয়ে মোদির সেই বক্তব্যই মনে করিয়ে দিয়েছেন কংগ্রেস নেতা মানিকম টেগোর। যেখানে রাজা-মহারাজাদের প্রসঙ্গ আসার জেরে মোদির কটাক্ষ ছিল, এই সংসদে আজ ইংরেজদের কথা বলা হয়েছে। রাজা মহারাজাদের একসময়ে ইংরেজদের সঙ্গে বড় ঘনিষ্ঠতা ছিল। এমনিতে ঔপনিবেশিকতা নিয়ে সংঘ-সহ গোটা গেরুয়া শিবির যেভাবে সমালোচনায় মুখর হয়ে থাকে, সেখানে মোদির এই মন্তব্যে রাজা-মহারাজাদের প্রতি সমালোচনার সুরটিও স্পষ্ট। সেই পুরনো আক্রমণের কথা টেনে রাজপুতদের কাছে মোদির ক্ষমাপ্রার্থনার দাবিও তুলেছেন কংগ্রেস নেতা। আর এই প্রেক্ষিতেই হাত শিবিরের বক্তব্য, আদতে হিন্দু রাজাদের প্রশংসা করা মোদির উদ্দেশ্য নয়। স্রেফ তাঁদের হাতিয়ার করেই রাহুলের মন্তব্যের পালটা বিভাজন-অস্ত্রে শান দিতে চাইছেন মোদি। লোকসভার মরশুমে ভোট টানতে বিজেপি ফের যে মেরুকরণের পথে হাঁটছে, এই বক্তব্যকে তারই সূত্র বলে মনে করছে রাজনৈতিক মহল।
Modi uncle should immediately apologise to the Rajput community, for this offensive comment. pic.twitter.com/lhCO9sQhKN
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) April 28, 2024